গোয়ালকান্দি ইউপিতে এলজিএসপি-৩ এর অর্থায়নে এসবিবি রাস্তার শুভ উদ্বোধন- বাগমারা টাইমস
সারোয়ার হোসেন স্বাধীন, বাগমারা টাইমসঃ
‘গ্ৰাম হবে শহর’ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ডিজিটাল বাগমারা গড়ার কারিগর মাননীয় সংসদ ইঞ্জিঃ এনামুল হক এর দিকনির্দেশনায় ১৩ নং গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার আজ বৃহস্পতিবার, দুপুর ২ ঘটিকায় রামরামা গ্রামে এলজিএসপি ৩ এর অর্থায়নে এসবিবি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
এটি রামরামা গ্রামের চৌগাছীপাড়ার পাকা রাস্তা থেকে সোবহান মোল্লার বাড়ী পর্যন্ত বরাদ্দ হয়। ২০২০-২১ অর্থবছরে কিন্তু বাস্তবায়ন ২০২১-২০। বরাদ্দকৃত অর্থ হলো ২০৯৮৮৪ টাকা, যার দৈঘ্য ৯৬ মিটার। এতে করে চৌগাছীপাড়ার, চুনাপাড়া ও রামরামা পূর্বপাড়া মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর ও নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারবে। অত্র এলাকার সাধারণ মানুষ জানান, উক্ত কাজ হওয়ায় তারা অনেক আনন্দিত। এ সময় এলাকাবাসী জানান যে, এভাবে সরকার কাজ করলে দেশনেত্রী শেখ হাসিনা ঘোষণাকৃত কথা আসলেই বাস্তবায়ন হবে।