সর্বশেষ খবর

বাগমারার নরদাশে গাঁজা সহ আটক ১- বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

রাজশাহীর বাগমারায় ১ কেজি গাঁজাসহ ১ ব্যক্তিকে আটক করেছে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। বুধবার সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে তার নিজ বাড়ি থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে।


আটককৃত ব্যক্তি, বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের সুজন পালসা গ্রামের আবুল কাশেমের ছেলে তোফাজ্জল হোসেন (২২)। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নের পাশাপাশি বাগমারা উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।


এ বিষয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তার বাড়িতে মাদক রয়েছে। পরে সেখান থেকেই মাদক সহ তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, যে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।