বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় দুঃস্থ, অসহায় ও করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ভবানীগঞ্জ বাজার আলুহাটায় পৌরসভার ৩ হাজার ৮১ জন দুঃস্থ পরিবার করোনায় ক্ষতিগ্রস্থ ১ হাজার সহ মোট ৪ হাজার ৮১ জন পরিবারের সদস্যদের মাঝে ১০ কেজি হারে মোট ৪০.৮১ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপসহকারি কৃষি প্রকৌশলী আবুল কালাম, পৌরসভার উপসহকারি প্রকৌশলী তৌফিকুল ইসলাম, প্যানেল মেয়র হাচেন আলী, দুলাহার হোসেন সহ পৌরসভায় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।