সর্বশেষ খবর

বাগমারায় অসুস্থ ছাত্রলীগ নেতার শয্যাপাশে ছাত্রলীগ নেতৃবৃন্দ- বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

রাজশাহী বাগমারার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ গোলাম সারোয়ার রবিনকে দেখতে তার তক্তপাড়াস্থ বাসভবনে গেলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।  


বুধবার (১৪ জুলাই) বিকেলে কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু রবিনকে দেখতে যান। এ সময় ছাত্রলীগ নেতারা রবিনের শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। 


উল্লেখ্য, রবিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনী জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকেই বিষেশজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। এই অবস্থায় গত দুই দিন আগে রবিন ষ্টোক করে তার শরীর আরো ভেঙ্গে পড়ে। এর আগে রবিন বাগমারার গণমানুষের নেতা স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের সহযোগিতায় ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নিয়েছিলেন। সম্প্রতি রবিন আরো বেশি অসুস্থ হয়ে পড়ায় ইঞ্জি এনামুল হকও তার আশু রোগ মুক্তি কামনা করেছেন।