সর্বশেষ খবর

রাজশাহীতে অগ্রযাত্রা পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-বাগমারা টাইমস



মোস্তাফিজুর রহমান জীবনঃ

২০১৩ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা। ঢাকা থেকে সপ্তাহান্তে নিয়মিত প্রকাশিত এ পত্রিকাটি সাহসী সাংবাদিকতার মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ বিশেষ করে ২০২০ সালে অগ্রযাত্রা’র অনুসন্ধানী সাংবাদিকদের নিয়ে বিশেষ অনুসন্ধানী শাখা অগ্রযাত্রা এন্টি ক্রাইম ইউনিট গঠিত হবার পর এক বছরে টানা ৪২ টি সফল অপারেশন সম্পন্ন করে দেশের অপরাধীদের চরম আতঙ্কে পরিনত হয়েছে অগ্রযাত্রা। অগ্রযাত্রা’র তৎপরতায় অবৈধ অস্ত্র উদ্ধার, বিভিন্ন প্রতারক চক্র আটক, ভুয়া সাংবাদিকচক্র আটক, বিট কয়েন চক্র আটক, মাদক কারবারী আটক, ভুয়া সিআইডি আটক, রাষ্ট্রবিরোধী সাইবার সন্ত্রাসী আটকসহ আরো নানান অপরাধীচক্র আটক হয়েছে। নিখুত অনুসন্ধান, সাহসীকতা, দক্ষতা ও সততার মিশেলে ভিন্নধর্মী সাংবাদিকতার মাধ্যমে দেশ, সমাজ, ও জনতার স্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে অগ্রযাত্রা’র সংবাদকর্মীরা। 


১৫ জুলাই অগ্রযাত্রা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় কেক কেটে ও মাস্ক বিতরণের মাধ্যমে সল্প পরিসরে পত্রিকাটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়৷ দুরন্ত, দূর্বার,সাহসী অভিযাত্রা’র ৮ম বর্ষপূর্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মফস্বল এলাকার বাগমারা  উপজেলায় অগ্রযাত্রা পত্রিকার সহ সম্পাদক  মোস্তাফিজুর রহমান জীবন এর উদ্যোগে পত্রিকাটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়৷


 এসময় অগ্রযাত্রা’স্থানীয় জনপ্রতিনিধি, অগ্রযাত্রা’র পাঠক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে অগ্রযাত্রা’র বর্ষপূর্তি উদযাপন করেন। এসময় উপস্থিত সকলে অগ্রযাত্রা’র সফলতা কামনা করেন।