যৌবন রাখবে ধরে তুলসি পাতার রসে- বাগমারা টাইমস
জাহিদুল ইসলাম মিঠু, বাগমারা টাইমসঃ
ইংরেজী Holy basil, গাছাটির নাম তুলসি। যার
বৈজ্ঞানিক নাম Ocimum tenuiflorum. তুলসি গাছ ঔষুধি গুণবলী সমৃদ্ধ গাছ। তুলসি গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।
তুলসি গাছের উপকারিতাঃ
১. ঠান্ডা-কাশি থেকে রক্ষা পেতে তুলশি পাতা আদার রসের সঙ্গে মিশিয়ে খেলে ঠান্ডা কাশি ভাল হবে।
২. প্রতিদিন সকাল বেলা খালি পেটে তুলসি পাতা চিবিয়ে খেলে মুখের রুচি বাড়ে।
৩. তুলসি পাতা গরম পানিতে সিদ্ধ করে মুখে নিয়ে গড়গড়া করলে মুখের দুর্গন্ধ ও গলার জীবানু দুর হয়।
৪. চোখের সমস্য দুর করতে রাতে কয়েকটা তুলসি পাতা পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে সকালবেলা চোখ ধুয়ে ফেললে চোখের সমস্য দুর হয়।
৫. তুলসি চা শারিরিক ও মানষিক অবসাদ দুর করে।
৬. তুলসি পাতা ঘরে রাখলে মশা দুর হয়।
৭. তুলসি পাতা চিবিয়ে খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায়।
৮. পোকা-মাকড়ের কামড়ে জ্বালাপোড়া ও ক্ষতস্থান হলে তুলসি পাতা বেঁটে লাগালে ভাল ফলাফল পাওয়া যায়।
৯. ত্বকের দাগ ও ত্বক মসৃণ করতে তুলসি বেঁটে লাগালে খুব ভাল ফলাফল পাওয়া যায়।
১০. জ্বর-মাথা ব্যাথা -সর্দি হলে তুলসির রস খুবই কার্যকরি হিসাবে কাজ করে।
১১. তুলসি পাতা শরীরের রক্ত চাপ নিয়ন্ত্রনে সহায়তা করে।
১২. তুলসি পাতায় ভিটামিন সি আছে।
তুলসি পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা মানুষের যৌবন ধরে রাখতে সহায়তা করে ও বয়সের ছাপ দুর করে।
১৩. তুলসি পাতার রস খেলে কৃমি দুর হয়।
১৪. তুলসি পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টকে সুস্থ রাখে।
১৫. রাতকানা রোগের জন্য তুলসি পাতা খুবই কার্যকরি।
১৬. তুলসির বিচি দুধের সাথে মিশিয়ে খেলে পুরুষদের বীর্য বৃদ্ধি পায়।