রাজশাহী জেলা পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার প্রদান-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা ১২.০০ টায় রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মাঝে পবিত্র ঈদ-উল- আযহা ২০২১ উপলক্ষে 'শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠান' অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার-ফোর্সদের শুভেচ্ছা উপহার প্রদান করেন রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সকলকে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন বজায় রেখে পবিত্র ঈদ - উল- আযহা উদযাপনের আহবান জানান।
মো: ইফতেখায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)