বাগমারা গোবিন্দপাড়ায় বিয়ের দাবিতে মেয়ের অনশন-বাগমারা টাইমস
আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া গ্রামের মমতাজে হোসেন এর ছেলে মিলন হোসেন (২৭)এর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তার বাড়িতে একই জেলার পুঠিয়া উপজেলার চিতলপুকুর গ্রামের মুক্তার হোসেন এর মেয়ে মোছাঃ মুক্তি খাতুন (২৬)গত ৩দিন থেকে বিয়ের দাবিতে অনশন করছে।
এবিষয়ে মেয়ে মুক্তির সাথে কথা বললে তিনি বলেন মিলন এবং আমি একই বিষয়ে একই কলেজে পড়াশোনা করছি।দীর্ঘ দিন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের কথা বলে তার বাসাই আসতে বললে আমি তার বাসাই আসি।আমি মিলনের বাসাই আসলে সে আমাকে রেখে বাসা থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন আমি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলামকে এখনই বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।