বাগমারায় হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) এ উপলক্ষে বাগমারার ভবানীগঞ্জে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেন নেতৃবৃন্দ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব প্রাং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বাসুপাড়া ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ, বাসুপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জাতীয় ছাত্র সমাজের সোহেল রানা, শাহারুক সরদার সহ প্রমুখ।