বাগমারায় এমপি পুত্রের জন্মদিন পালন করলো ছাত্রলীগ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ এনামুল হকের কনিষ্ঠ পুত্র ক্ষুদে বিজ্ঞানী মুফতাসিমুল হক (তাসদিদ) এর ১৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে ভবানীগঞ্জ নিউমার্কেট চত্ত্বরে জন্মদিন উপলক্ষ্যে কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম, সোহাগ, মারুফ হোসেন, ফরিদুজ্জামান জয়, ইউসুফ আলী, সজল, সিয়াম, তৌকির আহম্মেদ তিতাস ও মোহন খান।
এছাড়া শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও এমপি’র প্রেস সচিব প্রভাষক জিল্লুর রহমানের উদ্যোগে এমপি পুত্র তাসদিদ এর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা দোয়া মাহফিল ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গরীব দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।