সর্বশেষ খবর

বাগমারায় গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-বাগমারা টাইমস







নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারায় গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ীর নাম সান্টু সরদার (৩৪)। সে তাহেরপুর পৌরসভার  চৌকিরপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে।


সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক পৌর বাস স্ট্যান্ডে গাজা বিক্রয় কালে ১০০ গ্রাম গাজা সহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছে।


মঙ্গলবার দুপুরে সান্টু সরদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় আটককৃত সান্টু সরদার দীর্ঘদিন থেকে গাজার ব্যবসা করে আসছে। তার নামে এর আগেও মাদকের মামলা রয়েছে।


এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আটককৃত সান্টু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।