আমাদের জীবন ও মরণ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য-বাগমারা টাইমস
ইসলামী ডেক্সঃ
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম।’’ [সুরা মুলক, আয়াত: ০২]
.
ইমাম ফুদ্বাইল ইবনু আয়াদ্ব (রাহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে ‘আমলের দিক থেকে সর্বোত্তম’ (أَحْسَنُ عَمَلاً) অর্থ হলো, ‘সর্বাধিক ইখলাসপূর্ণ ও যথার্থ (সঠিক) আমল।’
.
তিনি বলেন, ‘আমল যদি ইখলাসপূর্ণ হয়, কিন্তু সঠিক না হয়, তবে তা গ্রহণ করা হবে না। আর যদি সঠিক হয়, কিন্তু ইখলাসপূর্ণ না হয়, তবুও তা গ্রহণ করা হবে না, যতক্ষণ না কোনো আমলে যথার্থতা ও ইখলাস একত্র হবে। আর, আমল তখনই ইখলাসপূর্ণ হবে, যখন সেখানে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনই উদ্দেশ্য হবে এবং আমলটি তখনই যথার্থ হবে, যখন তা (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) সুন্নাহ (পদ্ধতি) মোতাবেক হবে।’ [ইবনুল কায়্যিম, ই’লামুল মুওয়াক্কিঈন: ২/১২৪]