সর্বশেষ খবর

বাগমারার কৃষকরা পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছে-বাগমারা টাইমস





জাহিদুল ইসলাম মিঠুঃ

রাজশাহী জেলার কৃষি প্রধান উপজেলা বাগমারা।বাগমারা উপজেলায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়।

পাট কাটা শেষে বাগমারার কৃষকরা পাটের  আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় করছেন।

বাগমারার কৃষকরা পাট কেটে পাট পানিতে কিছুদিন ডুবিয়ে রাখে যাকে গ্রাম্য ভাষায় বলা হয়, পাট জাক দেওয়া।

পাট সম্পুর্ণরুপে  জাকে হলে পাট থেকে শ্রমিকরা পাটের আঁশ বের করে নেয়।কৃষকরা পাটের আঁশ গুলো বের করে নিয়ে রোদে শুকাতে দেয়।

রোদে পাটের আঁশ সম্পুর্ণরুপে শুকিয়ে গেলে সেটি বাজারজাত করা হয়।

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের কৃষক মোঃ আবুল মোল্লাহ বলেন, আমি পাট চাষ করছি পাটের ভাল ফলন হয়েছে। পাটের দাম ভাল থাকলে লাভবান হব।

উদপাড়া গ্রামের শ্রমিক নেতা আজাদ আলী বলেন, আমরা শ্রমিকরা পাট এর আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছি। আমরা সকাল ৬টায় পাটের আঁশ ছড়ানোর  কাজ শুরু করে দুপুর ১টা পর্যন্ত কাজ করি থাকি।

আমরা দৈনিক পাট ধোয়ার কাজ করে মজুরি পাই ৫০০ টাকা।

একেকজন শ্রমিক দিনে গড়ে ১৫থেকে ২০বিরা পাটের আঁশ ছড়াতে পারে।

উপজেলা উপসহকারি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা কৃষকদের পাট চাষের জন্য উদ্ভুদ্ব করেছি।

সরকারি প্রণোদনায় কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণ করেছি। বাগমারায় পাটের ভাল ফলন হয়েছে।

আশা করি বাগমারার কৃষকরা পাট চাষ করে লাভবান হবে।