তাহেরপুর পৌরসভায় দুঃস্থ ও অসহায় পরিবারে ভি.জি.এফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মেয়র কালাম
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৪৬০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভি.জি.এফ এর চাউল বিতরণের উদ্বোধন করেছেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র, অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
মুঠোফোনে চাউল বিতরণ উদ্বোধন কালে পৌরসভার সকল কাউন্সিলদেরকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ভিজিএফ এর চাউল বিতরণের নির্দেশনা প্রদান করেন মেয়র, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ। পৌরসভার ৪৬০০ দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবার প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
তাহেরপুর পৌর মেয়র মুঠোফোনে আগত উপকার ভোগীদের উদ্দেশ্য চলমান লকডাউনে কোভিড-১৯ প্রতিরোধে বিভিন্ন সচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।