সর্বশেষ খবর

কোপা ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

আজ সকালে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিল।


কোপার দ্বিতীয় সেমিফাইনালে বুধবার এস্তাদিয়ো ন্যাসিওনাল দে ব্রাসিলিয়ায় নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা বিরাজ করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা।



 

টাইব্রেকারে আর্জেন্টিনার মেসি ও কলম্বিয়ার কুয়াদ্রাদো জাল খুঁজে পান। কিন্তু মিস করেন আর্জেন্টিনার রদ্রিগো দে পল ও কলম্বিয়ার সানচেজ। এরপর মিস করেন কলম্বিয়ার মিনাও।


তবে জাল খুঁজে নেন পারেদেস। আর্জেন্টিনার মার্তিনেস লক্ষ্যে বল পাঠানোর পর কলম্বিয়ার মিগুয়েল সফল হলেও তার সতীর্থ কারদোনা মিস করেন। ফলে জিতে যায় আর্জেন্টিনা।



 

পারেদেস, আকুনাকে বসিয়ে আর্জেন্তিনার কোচ মাঠে নামান তাগলিয়াফিকো ও রদ্রিগেসকে। অন্যদিকে কলম্বিয়া মুরিয়েলকে বসিয়ে কুয়াদ্রাদোকে একাদশে নামায়।