তাহেরপুরে নিরাপত্তা প্রহরী থাকার পরেও রয়্যাল ডায়াগনষ্টিক সেন্টারে চুরি- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় রয়েছে স্বাস্থ্যসেবামূলক কয়েকটি ক্লিনিক সহ ডায়াগনস্টিক সেন্টার। তেমনি একটি সেবামূলক প্রতিষ্ঠান তাহেরপুর (বড় মসজিদ সংলগ্ন) রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড ডায়াগনষ্টিক।
যেখানে, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম এ মালেক সরকার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সহ প্রতিদিন অন্য আরো কিছু ডাক্তার মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন।
গত ০৪ জুলাই (রবিবার), রাত ৮ টায় প্রতিদিনের ন্যায় রোগীর সেবা দিয়ে ডাঃ এম এ মালেক সরকার চেম্বারটি বন্ধ করে বাসায় যান। তার একমাত্র মেয়ে অসুস্থ হওয়ার কারণে উক্ত দিন তাকে দ্রুত বাসায় যেতে হয়। রাত যখন ২ টা বেজে কয়েক মিনিট, তখনই ডাঃ মালেক তার ফোনে তার চেম্বারে সিসিটিভি’র এলাম দেখতে পান।
এ সময় (দ্রুত) তিনি তার ফোন হতে অনলাইনে মাধ্যমে ক্যামেরায় চালু করে ভিডিওতে দেখতে পান যে, তার চেম্বারে আশেপাশে দোকান কে যেনো খোলার চেষ্টা করছে। তিনি আরও লক্ষ্য করেন দুইজন ছেলে তার চেম্বারের কাছে অবস্থান করেছে। এ সময় ডাঃ এম এ মালেক সরকার ভিডিও চিত্র দেখার পাশাপাশি অন্য একটি ফোন দিয়ে তাহেরপুর বাজার নিরাপত্তা কর্মীকে ফোন দেয়। পরপর দুইবার ফোন দিয়েও নিরাপত্তা কর্মী ফোন রিসিভ না করায় তারপর তাহেরপুর স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত একজনকে ফোন দেন তিনি। আ.ন.ম শামসুর রহমান মিন্টু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাড়া দেন এবং ক্লিকিনে আসেন এরমধ্যে চুরি করে ঘটনা স্থান থেকে পালাই দুই চোর। ডাঃ মালেক বলেন যে মাত্র ১৫ মিনিটের মধ্যে তার চেম্বার ঢুকে নগদ অর্থ ১ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায় দুই যুবক।
এই বিষয় বাগমারা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা আহম্মেদ সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি জেনেছেন উপযুক্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।