বাগমারায় এমপি’র পক্ষে আ’লীগ নেতার ত্রাণ বিতরণ-বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স স্টাফ রিপোর্টারঃ
ঈদুল আযহাকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে করোনা মহামারিতে অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক জিল্লুর রহমান। প্রতিদিনই শ্রীপুর ইউনিয়নের দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও সাবান এ ধরণের ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি ।
চলমান করোনা পরিস্থিতিতে যারা অতি কষ্টে দিন কাটালেও মুখে বলতে পারেন না, এমনকি কারও কাছে হাত পাততেও পারেন না, তাদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন প্রভাষক জিল্লুর রহমান ।
একদিকে কারোনা মহামারি অন্যদিকে লকডাউন, এমন পরিস্থিতি মোকাবেলায় ও ঈদুল আযহাকে সামনে রেখে এ র্কমসূচি অব্যাহত থাকবে বলে জানান, প্রভাষক জিল্লুর রহমান ।