বাগমারা গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মাস্ক বিতারণ-বাগমারা টাইমস
মোস্তাফিজুর রহমান জীবনঃ
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর নির্দেশনায় গোয়ালকান্দি ইউনিয়নে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার বিকাল ৪ ঘটিকার সময় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আসা প্রায় শত শত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। সেই সাথে প্রত্যন্ত এলাকার মানুষ যেন করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পায় সে জন্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহিদুল মোল্লা,সাধারণ সম্পাদক বকুল খরাদি,
মাননীয় সাংসদের এপিএস আতাউর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহাবুর সরকার, সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান,ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান শ্যামল,মহিলা আওয়ামীলীগ,সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মাস্ক বিতরণ কালে দলীয় নেতা-কর্মী বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্য বিধি মেনে চলি করোনা মুক্ত গোয়ালকান্দি গড়ি। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ।
করোনা ভাইরাসের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় হাজার হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
অপরদিকে হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকেও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়