বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার ১-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি।
বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১ কেজী গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির একটি টিম ইং-১৮/০৭/২০২১ তারিখ ১৯.৩৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন ভূবনগাতী জাঙ্গালপাড়া চারমাথা বাজার সাকিন্থ জনৈক মোঃ শাহেদ আলীর টেইর্লাসের সামনে পাকা রাস্তার উপর হইতে ১ কেজী গাঁজাসহ আসামী মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ (২৬), পিতা-মৃত আবুল মন্ডল, সাং-পাঁচথুপি,থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা করা হইয়াছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903