সর্বশেষ খবর

বাগমারা আউচপাড়া ইউপি'তে মাদক সেবনের দায়ে ছেলেকে পুলিশে দিলেন মা-বাগমারা টাইমস


ফাইল ফটো


আশিক ইসলাম আউচপাড়া প্রতিনিধিঃ

নেশা খাওয়ার জন্য বাগানের গাছ বিক্রি করে টাকা দিতে হবে। না দিলে করা হবে মারধর। মাদকাসক্ত ছেলের হুমকিতে ভয়ে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন এক মা (৫১)। বিষয়টি তিনি মুঠোফোনে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ছেলেটির নাম মাজেদুর রহমান(২৬)। মানিক আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে।ঘটনাটি ঘটেছে আউপাড়া ইউপির অভ্যাগতপাড়া গ্রামে।

তার মা তানজিমা খাতুন বলেন ছোটবেলা থেকেই সে বন্বুদের সাথে নেশা করতো।তাকে এ পথ থেকে ফিরিয়ে আনতে গেলে আমাকেও হত্যার জন্য এগিয়ে আসে। আমি আমার ছেলেকে ভালো দেখতে চায়।এজন্যয় আমি পুলিশকে জানিয়ে আমার ছেলেকে ভালো পথে আনতে চায়।