সর্বশেষ খবর

বাগমারাসহ দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগমারাবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিঃ এনামুল হক।


এমপি ইঞ্জিঃ এনামুল হক বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার প্রকৃৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করেন তিনি।


বিবৃতিতে তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই দিনে আমি মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।


তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। করোনা ভাইরাস থেকে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ যেন আমাদের পৃথিবীকে ভয়াল এই মহামারি থেকে হেফাজত করেন।