সর্বশেষ খবর

মাছ দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ কিশোর গ্রেপ্তার-বাগমারা টাইমস


নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ দেওয়ার কথা বলে ১০ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গতকাল শুক্রবার রাতে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার এক কিশোর তার বাবার সঙ্গে ট্রাকে করে বিভিন্ন স্থানে তাজা মাছ সরবরাহের কাজ করে। গতকাল বিকেলে প্রতিবেশী মেয়েশিশুকে মাছ দেওয়ার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। কিশোর তখন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।এ ঘটনায় গতকাল রাতে বাগমারা থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।


সূত্র: প্রথম আলো