বাগমারার গোয়ালকান্দি ইউপিতে ১৩০০ দুঃস্থ ও অসহায় পরিবারে ভিজিএফ চাল বিতরণ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ১৩নং গোয়ালকান্দি ইউপিতে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ ১৩০০ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ভিজিএফ’র সরকারি বরাদ্দকৃত চাল ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর সরকার বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করছি। তিনি করোনা ভাইরাস থেকে সচেতন থাকার জন্য জনসাধারণকে অবহিত করে বলেন, আপনারা নিজে বাঁচুন ও আপনার পরিবারকে বাঁচান। জরুরি কাজ ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না, জরুরি প্রয়োজনে বাহিরে গেলে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, ঘরে থাকুন সুস্থ থাকুন ।
ভিজিএফ এর চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার হিসাবে নিযুক্ত উপজেলা উপসহকারি কৃষিকর্মকর্তা আব্দুল মজিদ, ইউপি সচিব আব্দুল বারিক, অত্র ইউপির সকল ইউপি সদস্য, হিসাব সহকারী ও কাম কম্পিউটার অপারেটর শাহীন আলম সহ প্রমুখ।