সর্বশেষ খবর

বাগমারার মচমইলে রাস্তার বেহাল দশা, নেই স্থায়ী সংস্কারের উদ্যোগ- বাগমারা টাইমস




রায়হান সরকার, স্টাফ রিপোর্টোরঃ 

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল হাট পার্শ্ববর্তী ৩/৪ টি ইউনিয়নের জনসাধারণের প্রধান হাট এটি। প্রতিদিন চলাচল করে বাস, ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, ভ্যান, জরুরি খাদ্যপণ্য, জরুরি ওষুধ, পান এবং বিভিন্ন কাঁচামালের গাড়ি।


ভবানীগঞ্জ টু কেশরহাট হয়ে রাজশাহী যাবার প্রধান রাস্তা এটি। গত শুক্রবার (১৬ জুলাই) সরজমিনে  হাটে গিয়ে দেখতে পাওয়া যায়, মচমইল হাটের বড় মসজিদের সামনে থেকে শাপলা স্টুডিও পর্যন্ত রাস্তায় খানা-খন্দে ভরা। সেখানে বিভিন্ন গর্তে পানি জমে থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় গাড়ি গেলে সেখানকার গর্তের পানি রেজা ইলেকট্রনিক এর মালিক মোঃ রেজাউল হকের দোকানের ভিতরে ঢুকে যাচ্ছে। তিনি নিজেও সকাল থেকে চেষ্টা করেও এই পানি নিষ্কাশন করতে পারছেন না, এমনকি তার ব্যবসার ক্ষতি হচ্ছে যদি অতি দ্রুত রাস্তাটি মেরামত না করা হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে জানান তিনি। 


তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম এর নির্দেশে ২ টলি খোয়া দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। তবে জনগণের দাবী রাস্তাটি অতি দ্রুত মেরামত করা হোক।