বাগমারায় কুরবানির চামড়া ক্রেতা না থাকায় ফেলে দিচ্ছে নদীতে-বাগমারা টাইমস
এইচ এম শাহাদাতঃ
রাজশাহী বাগমারা উপজেলা কুরবানির পশুর চামড়ার দাম নেই,ক্রেতাও আসছেন না।
গতকাল পবিত্র ঈদুল আযহা মুসলমানদের দ্বিতীয় উৎসব যা পশু কুরবানির মধ্যে অন্যতম। বাগমারা উপজেলা ১৬ টি ইউনিয়ন ২ টি পৌরসভা রয়েছে উপজেলা বাজার গুলো ঘুরে বাগমারা টাইমস প্রতিনিধিদের নজরে আসে বাজারে চামড়া নিয়ে আসলেও ক্রেতা নেই আবার মুল্য অনেক সামান্য যা ছাগলের চামড়া ১ কাপ ১০ টাকা সমান গরুর চামড়া ২৫০/৩০০ টাকা তবুও ক্রেতা নেই। বর্তমান সময়ে লকডাউন শীতিল করা হয়েছে এবং গত দুই বছর থেকে দেশে চামড়া মুল্য অনেক কম।
অনেকে বাজারে নিয়ে এসে ক্রেতা না পেয়ে ফেলে রেখে চলে গেছেন অনেকেই।
এসব চামড়া নিয়ে বিপাকে পড়েছেন হাটকমিটি। নিরুপায়ে চামড়াগুলো ফেলে দিচ্ছেন নদীতে। অনেকে মাটিতে পুঁতে রাখছেন এসব চামড়া। আজ বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ সেতু থেকে চামড়া ফেলা হচ্ছে ফকিন্নি নদীতে।