সর্বশেষ খবর

বাগমারার হাটে হাটে মাছধরা সামগ্রী বিক্রির ধুম- বাগমারা টাইমস




মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

খোলসা, চৌকা (ভাঁড়), কুচ, পাচা সহ বিভিন্ন প্রকার মাছধরা বাঁশের সামগ্রী সহ সুতার তৈরি বিভিন্ন প্রকার জাল সহ নানান জাতের মাছধরা সামগ্রী বিক্রি জমে ওঠেছে বাগমারার হাটে হাটে। হাটে এসব মাছধরা  সামগ্রীর ব্যাপক আমদানী ও কেনাবেচা হয়ে থাকে দীর্ঘদিন ধরে। তবে বর্ষা মৌসুমে এসব সামগ্রী বিক্রির ধুম পড়ে যায়। তখন দূরদূরান্তের বিক্রেতারা ছুটে আসেন বাগমারার তাহেরপুর, মচমইল, ভবানীগঞ্জ ও মোহনগঞ্জের হাটে। এলাকার বড় বড় হাটগুলোতে এসব সামগ্রী কিনতে ছুটে আসেন পেশাদার জেলে ধাওয়া সহ সৌখিন মাছ শিকারী সহ গৃহস্থ লোকজন। 

তাহেরপুর হাটের পরিমল, সুভাষ, বিনয় সহ ৫/৬ জন বিক্রেতারা জানান, তারা বাপদাদার আমল থেকে এই হাটেসারা বছর এসব বিক্রি করে থাকেন। বর্ষাকালে বেচাবিক্রি বেড়ে যায়। তারা জানান, বাঁশ ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ার কারণে মাছধরা এসব সামগ্রীর দাম গড়ে বিশভাগ বৃদ্ধি পেয়েছে। মাছধার ছোট ছোট চৌকা বা ভাঁড় আগে যেগুলো ১শ টাকা করে বিক্রি করত এখন তা বিক্রি করছেন ১শ ৫০ টাকা দরে। এভাবে খোলসন, কুচ জাল সহ বিভিন্ন সামগ্রীর দাম গড়ে বিশ ভাগ বৃদ্ধি পেলেও বেচা বিক্রির কমতি নেই। পুরান তাহেরপুরের মোসলেম, গোয়ালকান্দির জয়নাল সহ ৫/৬ জন ক্রেতারা জানান, তাদের বাড়ি সংলগ্ন বারনই নদী সহ এলাকার বিভিন্ন খালবিলে এখন বর্ষার পানিতে ভরে গেছে। চারিদিকে মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তাই তারা এই হাটে এসেছেন মাছধরা সামগ্রী কিনতে।