বাগমারায় মসজিদের উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের অর্থ সহায়তা- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের মোল্লাপাড়া জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য নগদ এক লাখ টাকা প্রদান করলেন জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় তিনি মসজিদের উন্নয়নে এই অর্থ প্রদান করেন। সোমবার (০৫ জুলাই) বিকেলে মসজিদ কমিটির সভাপতির হাতে এই অর্থ তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক, ইউপি সদস্য দুলাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দীন, আবু বাক্কার সহ প্রমুখ।
এর আগে উপজেলা চেয়ারম্যান ওই মসজিদের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেছিলেন মসজিদটি যেন অনেক সুন্দর আরো ভালো মানের হয় সে জন্য নতুন করে এক লাখ টাকা প্রদান করেন।