সর্বশেষ খবর

বাগমারার তাহেরপুরে স্বাস্থ্যবিধি মেনে চলছে গরু-খাসির হাট- বাগমারা টাইমস

 



নিজস্ব প্রতিবেদকঃ


তাহেরপুর গরু ও খাসির হাটে সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনে চলছে এ হাট। প্রবেশ দারে তাপমাত্রা মেপে হাটে মানুষকে ঢুকানো হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধুবার জন্য সাবান পানি ব্যবহার করা হচ্ছে।



এছাড়াও একপাশে গরু ছাগল নিয়ে ঢুকছে ও কেনা কাটা শেষে অন্য পথ দিয়ে মানুষ বাহির হচ্ছে ।

হাটে স্বাস্থ্য বিধি মেনে চলতে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করেছে হাট মালিক কতৃপক্ষ। সুতরাং আপনার পশু কেনা বেচার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলে আসুন তাহেরপুর হাটে।