লকডাউনে মেতে উঠেছে গ্রামের চা স্টল- বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
মহামারী করোনা ভাইরাস ঊর্ধ্বগতিতে অগ্রসর হওয়ার কারণে বাংলাদেশ সরকার সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করেছে।
এই লকডাউন গত, বৃহস্পতিবার (১লা জুলাই) ভোর ছয়টা থেকে আগামী ৭ তারিখ মধ্য রাত পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় কেউ বাসা থেকে বাহির হতে পারেনি, তাই বিকাল হতে না হতেই সবাই যে যার মত গ্রাম গঞ্জে ঘুরে বেড়াচ্ছে। ঠিক গতদিনের ন্যায় আজ শুক্রবার সকাল থেকে একই অবস্থা দেখা যাচ্ছে।
এদিকে হাট-বাজার বন্ধ থাকায় গ্রামের চা স্টল গুলোতে জমে উঠেছে চা আড্ডার ভিড়। আজ (শুক্রবার) বিকাল ৬ টায় পর রাজশাহীর বাগমারার বিভিন্ন গ্রাম মহল্লার পাশাপাশি, গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে গোয়ালকান্দি পশ্চিমপাড়া জামে মসজিদ ও বাজে গোয়ালকান্দি ব্রীজ সংলগ্ন স্থানে জমে উঠেছে চা বাজার। সেখানে কেহউ স্বাস্থ্যবিধি মানছে না, গাজাগাজি করে বসে ও একই কাপে চলছে চা বিক্রয়।
এ বিষয়ে ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি আমার ইউনিয়নে গ্রাম পুলিশ দিয়ে বিভিন্ন গ্রাম-বাজার সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে জনসমাগম রোধ ও স্বাস্থ্যবিধি মানার জন্য প্রচার প্রচারণা চালিয়েছি এবং নিয়মিত বাগমারা থানা পুলিশ-প্রশাসন টহল দিচ্ছেন আর এরি ফাঁকে নজর এরিয়ে চলছে চা স্টল গুলো।
স্থানীয় জনসাধারণের সাথে কথা বলার চেষ্টা করলে তারা বলেন, এখানে দোকান/স্টল খোলা আছে তাই আমরা এখানে এসেছি। যে সময় পুলিশ বা গ্রাম পুলিশ আসছে তখন আমরা দৌড়ে পালাচ্ছি। একমাত্র জনসচেতনতায় পারে কোভিড-১৯ মহামারী মোকাবিলা করতে।