সর্বশেষ খবর

বাগমারায় হেরোইনসহ ইউপি সদস্য ও তার দুই সহযোগী গ্রেফতার- বাগমারা টাইমস


নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারায় হেরোইনসহ একজন ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১জুলাই) সন্ধা সাড়ে ছয়টার দিকে কাতিলা গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- শান্তিপুর গ্রামের মৃত আব্বাস আলী মন্ডলের ছেলে যোগীপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু নাসির মুঞ্জু (৫৫) ও তার দুই সহযোগী কাতিলা গ্রামের বাগপাড়ার মৃত সাবের আলীর ছেলে মুনসুর রহমান (৩৬) এবং ভাগনদী সরদারপাড়ার মৃত আমজাদ হোসেন এর ছেলে আসাদুল ইসলাম (৩৩)।


জানা যায়, বৃহস্পতিবার (১জুলাই) সন্ধা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যোগীপাড়া ইউনিয়নের কাতিলা বাগপাড়ায় ইনপেক্টর কবীর হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন, সহকারী উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক রকিব ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এ সময় কাতিলা গ্রামের বাগপাড়ার মৃত দবির উদ্দিন এর বাড়ির সামনের কাঁচা রাস্তার উপর থেকে তিন পুরিয়া হেরোইনসহ তিনজন কে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ দুই হাজার সাতশো টাকা উদ্ধার করা হয়।


এ ব্যাপারে বাগমারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।