মিরাক্কেলে পারফর্মার অব দ্য ডে বাংলাদেশর 'রিমন' | বাগমারা টাইমস
অফিয়াল ডেক্সঃ
কলকাতার জি-বাংলা চ্যানেল এর জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল-১০ এর মঞ্চে প্রথমবার পারফরম্যান্স করেই নজর কেড়েছিলেন বাংলাদেশের সিলেটের ছেলে আবিদুল ইসলাম রিমন। এবার একের পর এক দুর্দান্ত পারফমেন্স করে চলমান মীরাক্কেল সিজন-১০ এ টানা দুবার রসিকরত্ন খেতাবসহ সিজন ১০ এ প্রথম বাংলাদেশী প্রতিযোগী হিসেবে জিতে নিয়েছেন পারফর্মার অব দ্য ডে।
মীরাক্কেলে বাংলাদেশের কমেডির নতুন সেনসেশন আবিদুল ইসলাম রিমনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা। অনেকে তার বলা জোকসের সাথে লিপসিং করে টিকটকে ভিডিও তৈরি করছেন। তবে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস সৃষ্টি করে ঘরের ছেলে কমেডির সেরা মঞ্চ মীরাক্কেলে ১০ এ বাংলাদেশের হয়ে পারফর্ম করতে দেখে, রিমনকে নিয়ে একটু বেশী উচ্ছ্বসিত পুরো দেশ সহ প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট।
সিলেট বাসিরা বলেন রিমন বাংলাদেশের জন্য গর্ব।