সর্বশেষ খবর

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার দাফন সম্পন্ন- বাগমারা টাইমস





মোস্তাফিজুর রহমান জীবন, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—- রাজেউন)। শনিবার (৩১ জুলাই) ভোর ৫.২০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।



শনিবার বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা মৃত গনি মৃধার ছেলে। তাঁর বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৮ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ্ মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ এনামুল হক। সেই সাথে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।


বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার জানাযায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাক আহম্মেদ, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি এ্যাডঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ হাকিম প্রাং, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকার, সাধারণ সাম্পাদক প্রভাষক আবু সাইদ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রাজশাহীতে করোনায় কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না খাবার বিতরণ করেন আইএইচসিআরএফ





নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীতে মানবাধিকার সংগঠন "ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন" (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে রাজশাহী  নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে। 


শনিবার (৩১জুলাই) রাজশাহী পঞ্চবটি পাঁচানি মাঠে ২০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা । 


আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন যতোদিন লকডাউন ততোদিন এ কর্মসূচি চলমান থাকবে। 


এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, বিডি সোশ্যাল নিউজ ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, বিডি সোশ্যাল নিউজ স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনি, অনুরাগ কমিউনিটি সেন্টারের পরিচালক কাজী আসাদুর রহমান টিটু।


এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল ফেরদৌস রাসেল, আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন হীরা, তুষার ,আরিফুল ইসলাম আরিফ, আইয়ুব আহমেদ সহ প্রমুখ।

রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-বাগমারা টাইমস






নিজস্ব প্রতিবেদকঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মহোদয়। উক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা(পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার ২৯৪০ পরিবারকে, সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।


খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এরআগে সরকারি খাদ্য সহায়তা দফায় দফায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বেশি খাদ্য সহায়তা দেওয়ার জন্য সচেষ্টা আছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।


অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাসিক মেয়র।


এরআগে জেলা শিল্পকলা একাডেমির সামনে চত্বরে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ২ হাজার ৬৩০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন।




এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ সহ সাংগঠনিক ৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগমারায় করোনার টিকার ভ্রাম্যমান ক্যাম্প- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ 

দেশে প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। শহরের সাথে পাল্লাদিয়ে গ্রামেও বেড়ে চলেছে করোনা রোগী। গ্রামের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করেছেন ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প। এখানে গ্রামের যেকোন মানুষ ফ্রি রেজিস্ট্রেশন করে করোনার টিকা নিতে পারবেন। বিশেষ করে গ্রামের মহিলাদের করোনার টিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।



ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল মেয়রের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন এমপি এনামুল হক। 


বক্তব্যকালে তিনি বলেন, বাগমারায় বিশেষ করে মহিলাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুুদ্ধকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে এই টিকা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে গ্রামের সাধারণ নারী-পুরুষরা এতে উদ্বুদ্ধ হয়। 



সভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দীন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো লোকমান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ প্রমুখ। 


উদ্বোধনী দিনে তিন শতাধিক মহিলাকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে এই টিকা প্রদান কার্যক্রম।

করোনায় হতাশ পান চাষী- বাগমারা টাইমস




মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় করোনার কবলে পান হাটে কেনা-বেচা একেবারেই কমে গেছে। পানের বাজারে বাইরের পান ব্যাপারী (ক্রেতা) না আসায় ভালো দামে পান বিক্রি করতে না পেরে পান চাষীরা হতাশ হয়ে পড়েছেন। দ্রব্য মূল্য উর্দ্ধগতির সাথে পান চাষের উপকরণের মূল্য বৃদ্ধিতে টিকতে পারছেন না পান চাষীরা। ফলে দীর্ঘ দিনের বহুল প্রচলিত ঐতিহ্যবাহী বাগমারার মিষ্টি পানচাষ হুমকির পথে। সরকারী ভাবে পানচাষিদের সহায়তা না করা হলে ধবংশের সম্মুখীন হয়ে পড়বে এমনটি আশঙ্কা করছেন অভিজ্ঞমহল। 


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পান চাষে অধিক লাভ হওয়ায় এলাকার কৃষকরা পান চাষে বেশী আগ্রহী। বিগত বছর বাগমারায় ৯২০ হেক্টর জমিতে পান বরজ ছিল। অন্যান্য আবাদের চেয়ে পান বরজে তুলনামূলক লাভ বেশী হওয়ায় এলাকার কৃষকরা পান চাষে ঝুঁকে এলাকায় বর্তমানে ১ হাজার ৫ শত জমিতে পান বরজ গড়ে তুলেছেন। রাজশাহীর বাগমারার পান দেশের চাহিদা মিটিয়ে বহির বিশ্বে রপ্তানী হয়ে থাকে। এই এলাকার পান মিষ্টি ও সুস্বাদ হবার কারণে দেশে-বিদেশে কদর বেশী। উপজেলার পান কেনা-বেচার রয়েছে কয়েকটি হাট। সেগুলোর মধ্যে মচমইল, তাহেরপুর, মাদারীগঞ্জ, শিকদারী ও মোহনগঞ্জ উল্লেখযোগ্য। রাজশাহীর অন্যতম হাট তাহেরপুর, মচমইল থেকে প্রতি সপ্তায় ৬০/৭০ ট্রাক পান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে বলে জানান পানচাষিরা। বর্তমানে করোনার কারণে কোন বাইরের ব্যবসায়ী নেই। ফলে হাটে বাজারে ক্রেতা শুন্য হয়ে পড়েছে। 


সম্প্রতি মোহনগঞ্জ-মাদারীগঞ্জ হাটে ও বাগমারা উপজেলার সর্ববৃহৎ তাহেরপুর ও  মচমইল পানের হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে পানের প্রচুর আমদানী। পান ব্যবসায়ীরা ঢিলে-ঢালা পান কেনা-বেচা করছেন না। মহামারীর কারণে পান বাইরে নেয়ার ব্যবস্থা বঞ্চিত পানচাষীরা পানের সঠিক দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। পান বিক্রয় করতে আসা এই রকম একজন পানচাষী বালানগর গ্রামের সাহেব আলী জানান, পান চাষ করতে যে টাকা ব্যয় হচ্ছে পান বিক্রয় করে তার অর্ধেক মূল্যও পাওয়া যাচ্ছে না। তিনি জানান যে, একটি লোক নিয়ে দুই পোয়া পান ভেঙ্গে হাটে বিক্রয় করে দাম পাওয়া যায় মাত্র ৬০০ টাকা ,অথচ সেই লোকের  বর্তমান মজুরী দিতে হচ্ছে ৫০০ টাকা। পানের দাম কম হওয়ার কারণ জানতে চাইলে মচমইল হাটে পান ব্যবসায়ী সেলিম জানান, পূর্বে মধ্যপ্রাচ্যে প্রচুর পানের চাহিদা ছিল। 


এখন করোনার কারণে কোন পান বাইরে যাচ্ছে না। এতে পানের গুরুত্ব্ব কমে গেছে। হাটে আসা পানচাষীরা জানান, নিত্য পণ্য দ্রব্য মূল্য উর্দ্ধগতি। এছাড়া পান চাষের উপকরণ পান বরজের ব্যবহৃত লগড়, ছুচ, ছায়ন, বাতা, খড়, উলা ও উয়াশির প্রচুর পরিমান দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায় পানের দাম খুবই কম থাকায় তারা হতাশ হয়ে পড়েছেন।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক প্রতারক গ্রেফতার-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদকঃ

" হ্যালো আসসালামু আলাইকুম । আমি পুলিশ হেড কোয়ার্টারের সংস্থাপন শাখার ইন্সপেক্টর সালাম বলছি। আপনার নাম পার্বত্য জেলার জন্য নমিনেশন দেয়া হয়েছে। ঠেকাতে চাইলে যোগাযোগ  করেন।“ 

গত ১০/০৭/২০২১ ইং তারিখে এভাবেই রাজ়শাহী জেলার একজন পুলিশ সদস্যের কাছে ফোন আসে। ফোন পেয়ে উক্ত পুলিশ সদস্য রাজশাহী জেলা পুলিশের আরওআই নিরঞ্জন ঘোষকে জানালে তিনি বিষয়টি রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার স্যারকে জানান। 


পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যার রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সনাতন চক্রবর্তীকে বিষয়টি উদ্ঘাটনের নির্দেশনা দেন। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কাজ শুরু হয় এবং ২০ দিনের প্রচেষ্টায় প্রতারক মোঃ আল আমিন সরকার , পিতাঃ মোঃ আপেল মাহমুদ সরকার  গ্রামঃ চাদপুর  ডাকঘরঃ বিরামপুর  থানাঃ বিরামপুর  জেলাঃ দিনাজপুরকে গতকাল ৩০ জুলাই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুর জেলার  বিরামপুর থানার সহযোগিতায় আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক আল আমিন তার প্রতারণার কথা স্বীকার করে এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অগণিত সংখ্যক পুলিশ সদস্যের কাছ থেকে এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।২০১৫ সাল থেকে সে এ  কাজের সাথে জড়িত বলে জানা যায় । 


তার প্রকাশ্য কোন জীবিকা নাই এবং প্রতারণার মাধ্যমেই  চলে বলে জানায়। বিভিন্ন নামে নিবন্ধন করা বিকাশ এবং নগদের কয়েকটি সিম তার কাছে পাওয়া গেছে। এ ব্যাপারে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও উক্ত প্রতারককে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। 


:: মো: ইফতে খায়ের আলম,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর)


মাছ দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ কিশোর গ্রেপ্তার-বাগমারা টাইমস


নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ দেওয়ার কথা বলে ১০ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গতকাল শুক্রবার রাতে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার এক কিশোর তার বাবার সঙ্গে ট্রাকে করে বিভিন্ন স্থানে তাজা মাছ সরবরাহের কাজ করে। গতকাল বিকেলে প্রতিবেশী মেয়েশিশুকে মাছ দেওয়ার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। কিশোর তখন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।এ ঘটনায় গতকাল রাতে বাগমারা থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।


সূত্র: প্রথম আলো


করোনায় ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র লিটন






নিজস্ব প্রতিবেদকঃ

করোনা প্রাদুর্ভাবের কারণে রাজশাহীতে কর্মরত ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগর ভবনে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় । 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহোদয় বলেন, করোনার এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশে দফায় দফায় করোনা ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করছে। রাজশাহীতে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা যতদিন থাকবে, এভাবেই আমরা মানুষের পাশে থাকবো। করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের পাশে দাঁড়ানোয় রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব ও অসহায় মানুষেরা উপকৃত হবেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।


সবাইকে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। করোনার টিকা গ্রহণ করতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এসএম এহসান রকেট, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, সহ-সভাপতি ও হোটেল ডালাস ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী আবুল বাশার মোঃ শহীদুল্লাহ (পলাশ) প্রমুখ।


উল্লেখ্য, ২৩৩ জন আবাসিক হোটেল কর্মচারীকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০মিলি সয়াবিন তেল।

পাট চাষে কৃষক হাসে- বাগমারা টাইমস

 




মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ 

পান আলু পিয়াজ তরকারি ও মাছ সহ নানান কৃষি পন্য রপ্তানীতে জেলার অন্যতম উপজেলা বাগমারার সুনাম ও খ্যাতি যখন ছড়িয়ে পড়েছে। এবার পাট সেই তালিকায় অন্তভুক্ত হয়ে বাগমারার ঐতিহ্য সুনাাম আরো বৃদ্ধি করেছে। 


উপজেলা কৃষি অফিস ও পাট চাষী সূত্রে জানা গেছে, পাটের বীজ বপনের সময় আবহাওয়া অনুকুলে না থাকলেও পরবর্তীতে সময় মত বৃষ্টিপাত হওয়াতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে পাট চাষীরা পাট আরোহন করে পানিতে পচানী দেওয়া পাট পরিস্কার করা ধোয়া) শুরু করেছেন। তবে পরিমিত বন্যা না হওয়ার কারণে পাট ক্ষেতের আশেপাশে পর্যাপ্ত জলাশয় না থাকলেও  পাট ধোওয়া শ্রমিক সংকটের কারণে পাট চাষীরা বড়ই বেকায়দায় পড়েছেন। মোহনপুরের পাট চাষী বাবলু ও দুলাল জানান, বাগমারায় দু’বেলা খাবার দিয়ে একজন পাট ধোয় শ্রমিকের মজুরী সাড়ে ৪শ থেকে ৫শ  টাকা। সারা দিনে একজন শ্রমিক ১৮ থেকে ২০ বিড়া (৮ মুঠায় এক বিড়া) পাট ধুতে পারে। অনেকে চুক্তি ভিত্তিক পাট ধোয়া শ্রমিক নিয়োগ করেছেন। তবে পাটের দাম এবার ভাল থাকায় পাট চাষীরা এসব নানান খরচ মিটিয়ে  পাট বিক্রি করে লাভের মুখ দেখতে পারছেন। 


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান জানান, বাগমারায় এবার কমবেশি সব এলাকাতেই পাটের চাষাবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার একশ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়ে মোট পাটের চাষ হয়েছে ১ হাজার ৯শ ২০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে ২.৪ মেট্রিক টন উৎপাদনের লক্ষ হিসাবে এখানে মোট উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারিন করা হয়েছে সাড়ে চার হাজার মেট্রিক টন।


 তিনি বলেন বাগামার পাট মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা বাগমারায় ছুটে আসছেন পাট ক্রয় করতে। ঢাকা খুলনা সহ দেশের দূর দূরান্ত থেকে তারা বাগমারায় এসে ট্রাক বোঝাই করে পাট কিনে নিয়ে যাচ্ছেন। বাগমারার মধ্যে তাহেরপেুর হাট পাটের জন্য বিখ্যাত। এছাড়া ভবানীগঞ্জ মচমইল মোহনগঞ্জ সহ বিভিন্ন হাটে কমবেশি পাট কেনা বেচা হয়। তাহেরপুর হাটে পাট কিনতে এসেছেন নাটোরের বেপারী বেলাল উদ্দিন। তিনি জানান, তারা বাপ দাদার আমল থেকে পাটের ব্যবসা করে আসছেন। তিনি নিয়মিত তাহেরপুর হাট থেকে পাট কিনে থাকেন। প্রতি হাটে তিনি ৪/৫ ট্রাক করে পাট কিনে থাকেন। গত বছরের তুলনায় এবার পাটের দর কিছুটা বাড়তি বলে তিনি জানান। এবার  পাটের দর মানভেদে ২২শ থেকে ২৬শ টাকা পর্যন্ত। গতকাল শুক্রবার ভবানীগঞ্জ -তাহেরপুর রোড়ে যাওয়ার পথে ট্রাক চালকের সাথে কথা বলে জানা যায়, তারা  এই পাট ভবানীগঞ্জ হাট থেকে কিনেছেন। এগুলো তাহেরপুর গিয়ে বড় বড় ট্রাকে লোড দেওয়া হবে। পরে পাট গুলো ঢাকায় নিয়ে যাওয়া হবে। এভাবে বাগমারা থেকে প্রতিদিন ২০/২২ টি ট্রাক ভর্তি হয়ে পাট চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। 


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান আরো জানান, বর্তমানে পলিথিন যে ভাবে মহামারী আকার ধারন করছে এবং যত্রতত্র ভাবে পলিথিনির ব্যবহার বাড়তে থাকায় পরিবেশ ক্রমশই বিষময় হয়ে ওঠছে। এ থেকে পরিত্রানের জন্য পাটের বহুমূখী ব্যবহার ছাড়া কোন বিকল্প নেই। বাগমারায় আমরা পাট চাষীদের বিভিন্ন ভাবে সহায়তা করে থাকি ।  যাতে পাটের উৎপাদন আগামীতে আরো বৃদ্ধি করা যায়।

বাগমারার তাহেরপুরে স্বাস্থ্যবিধি না মেনেই হাট-বাজারে হাজার হাজার মানুষ- বাগমারা টাইমস





নাজিম হাসান বাগমারাঃ

ঈদের পর শুরু হওয়া লকডাউন বাস্তবায়নে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা। কিন্তু লকডাউনের (৮ম দিন) শুক্রবার (৩০ জুলাই) ভোর রাত থেকে বেলা ১১টা পযর্ন্ত তাহেরপুর পৌরসভার হাটে চিত্র দেখা গেছে, সড়ক ও হাটের ভেতর মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে তিনগুন। কোথাও কোথাও তো দেখা গেছে চার্জার ভ্যান গাড়ীর কারনে যানজট লেগেছিল। এছাড়া একের পর এক ভটভটি ব্যাটারী চালিত ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যাও বেশি দেখা গেছে। ফলে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি হচ্ছে না। মানছে না স্বাস্থ্যবিধি, বজায় রাখছে না সামাজিক দূরত্ব।

শুক্রবার সকাল থেকে হাট-বাজারে অলি-গলিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে অবস্থান নিয়েছিল তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্যরা। এলাকাবাসি সুত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষায় গত (২৩ জুলাই) নিধিনিষেধ ঘোষণা করেছে সরকার কিন্তু রাজশাহী জেলার সর্ব বৃহতম তাহেরপুর পৌরসভার সাপ্তাহিক হাটবার শুক্রবার ও সোমবার ভোর রাত থেকে বসছে এবং এই হাটতে মাস্ক ছাড়াই হাজার হাজার মানুষ জমায়েত হয়ে দেদারছে নিত্যপণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। 


এ হাট-বাজারে নিয়ন্ত্রণে বাগমারা উপজেলা প্রশাসনের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের এবং ওই বিধিনিষেধ জেলা শহরে প্রভাব পড়লেও তাহেরপুর হাট-বাজারে কোনো প্রভাব নেই। হাট কামিটির পক্ষ থেকে শুধু মাত্র আনছার ভিডিপির কয়েকজন সদস্য নিয়োগ করা হয়েছে। তারা যানজোট নিরাসন না করে হাটে আসা বিভিন্ন যানবাহন রাস্তায় রাস্তায় আটকে রেখে চাঁদা তোলার কারনে আরো বেশী তারা যানজোট লেগেই থাকে। স্থানীয়রা ও হাটে আসা লোকজন আরো অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনকে জানালেও তারা গুরুত্ব দিচ্ছেন না। এতে অনায়সেই স্বাস্থ্যবিধি না মেনেই হাটে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে ক্রয়-বিক্রয় করে যাচ্ছে। 


এ বিষয়ে যোগাযোগ করা হলে তাহেরপুর পুলিশ তদস্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল রাজ্জাক বলেন লোকজনদের স্বাস্থ্যবিধি, বজায় রাখার জন্য সকাল থেকে আমাদের একটি টহল গাড়ি মাইকিং করে যাচ্ছে। কিন্ত পুলিশের অবস্থানের ওপর চোখ রেখে বাজারের কয়েক হাজার দোকানের অধিকাংশই অর্ধেক সাটার খুলে ব্যবসা করছে। এছাড়া পুলিশ আসার খবরে দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার পুলিশ চলে গেলে দোকান খুলে ক্রয়–বিক্রয় করছেন এখানকার বিভিন্ন ব্যবসায়ীরা।

RAB- 5 রাজশাহী কর্তৃক অস্ত্র ও গুলিসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার-বাগমারা টাইমস

 




নিজস্ব প্রতিবেদকঃ

RAB- 5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই ২০২১ইং তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ০৫নং রসুলপুর ইউনিয়ন এলাকায় অপারেশন পরিচালনা করেন।


উক্ত অভিযানে, ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ওয়ান শুটারগান,০১ টি ম্যাগজিন, ০২ রাউন্ড গুলি, ০১ টি অটোভ্যান, ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ডসহ আসামী মোঃ ডালিম (৩৫), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-আলামপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।

অবৈধঅস্ত্র-মুক্ত সমাজ গড়ুন।

বাগমারার উদপাড়ায় আগুনে ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামে আগুনে ঘর পুড়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।


জানা যায় ২৯/৭/২০২১ইং রোজ বৃহস্পতিবার  সন্ধ্যায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী মোল্লার ৩য় পুত্র জালাল মোল্লার বাসায় মারাত্মক  আগুন ধরে।

প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

উদপাড়া গ্রামবাসী দীর্ঘ ২ঘন্টা যাবত চেষ্টা করে আগুন পুরোপুরিভাবে  নিয়ন্ত্রনে আনে।

আগুনে জালাল মোল্লার বাসার টিনের চাল আগুনে পুড়ে নষ্ট গেছে, তার বাসার পিয়াঁজ আগুনে পুড়ে গেছে, অসংখ্য পাটকাঠি পুড়ে ছাঁই হয়ে গেছে।

বাগমারা আউচপাড়া ইউপি'তে মাদক সেবনের দায়ে ছেলেকে পুলিশে দিলেন মা-বাগমারা টাইমস


ফাইল ফটো


আশিক ইসলাম আউচপাড়া প্রতিনিধিঃ

নেশা খাওয়ার জন্য বাগানের গাছ বিক্রি করে টাকা দিতে হবে। না দিলে করা হবে মারধর। মাদকাসক্ত ছেলের হুমকিতে ভয়ে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন এক মা (৫১)। বিষয়টি তিনি মুঠোফোনে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ছেলেটির নাম মাজেদুর রহমান(২৬)। মানিক আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে।ঘটনাটি ঘটেছে আউপাড়া ইউপির অভ্যাগতপাড়া গ্রামে।

তার মা তানজিমা খাতুন বলেন ছোটবেলা থেকেই সে বন্বুদের সাথে নেশা করতো।তাকে এ পথ থেকে ফিরিয়ে আনতে গেলে আমাকেও হত্যার জন্য এগিয়ে আসে। আমি আমার ছেলেকে ভালো দেখতে চায়।এজন্যয় আমি পুলিশকে জানিয়ে আমার ছেলেকে ভালো পথে আনতে চায়।

এমপি এনামুল হকের নির্দেশে শুভডাঙ্গা ইউপিতে মাস্ক বিতরণ-বাগমারা টাইমস




আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ

করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকতে আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নির্দেশ মোতাবেক আজ (২৯ জুলাই) বিকাল ৪ ঘটিকায় ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন এর দলীয় কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আঃ হাকিম এর সভাপতিত্বে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতনেতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপস্থিত ছিলেন রাজশাহী  জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি   রিয়াজ উদ্দিন আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা,ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মী ও ইউপি সদস্য।

বাগমারার ইউএনও সহযোগিতায় অবশেষে ঘর সংস্কারের টাকা ও টিন পেলেন বৃদ্ধা আতেজান বেওয়া





নাজিম হাসানঃ

নাম হলো তার আতেজান বেওয়ার, বয়স ৭৫ পেরিয়ে ৮০ বছরে ছুই-ছুই করছে। এ বয়সেও তার স্বপ্ন পূরন হলনা। জীবনের শেষ মহর্তে এসে নিজ বড়িতে স্বামীর রেখে যাওয়া কুঁড়েঘর সংস্কার করে সেখানে আপাতত নির্বিঘ্নে ঘুমাতে পারবেন বৃদ্ধা আতেজান বেওয়া।

 উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে সেই ব্যবস্থা করে দিয়েছে। এজন্য গতকাল বৃহস্পতিবার নতুন ঢেউটিন ও নগদ টাকা ও খাবার সহায়তা দিয়েছেন। এই প্রাপ্তিতে খুশি বৃদ্ধা আতেজান বেওয়া। তিনি ও গ্রামবাসীরা উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। 

বৃদ্ধা আতেজান বেওয়া রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের কামনগর সোনারপাড়া গ্রামের মৃত জেহের আলীর স্ত্রী। গত কয়েক দিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় এক যুগ ধরে ঘর নেই বৃদ্ধা আতেজান বেওয়ার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ব্যক্তিগত ভাবে খোঁজ খবর নেন। পরে তিনি বৃদ্ধা আতেজান বেওয়াকে স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে নিজ দপ্তরে আমন্ত্রণ জানান।

এরই ফলে বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধাকে নিয়ে ওই গ্রামের আলাউদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্য ইউএনওর দপ্তরে আসেন। এবং সেখানে তাঁকে আপ্যায়ন শেষে ঘর মেরামতের জন্য নগদ ছয় হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন দেন। এছাড়াও দুই সপ্তাহের খাবার তাঁর হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে তাঁর স্বপ্ন পূরণের জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষে এসময় জানানো হয়। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, সংবাদটি তাঁর নজরে আসার পর জরুরী ভিত্তিতে বৃদ্ধার মাথা গোঁজার জায়গা করার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তাঁর জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য কামনগর সোনারপাড়া গ্রামের এই বৃদ্ধার স্বামী এক যুগ আগে মারা যাওয়ার পর তিনি এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েন। মাথা গোঁজার একমাত্র জায়গাটিও বসবাসের অনুপযোগি হয়ে পড়ে।

ঘরের দেয়াল ও টিনের চালা ভেঙে যায়। ঝুঁকি নিয়ে তাঁর একমাত্র প্রতিবন্ধী ছেলে মাহাবুর রহমান (৪৫)কে সাথে নিয়ে বারান্দায় ঘুমাতে পারলেও অতিরিক্ত জায়গা না থাকায় বৃদ্ধা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। সারাদিন বাড়িতে অবস্থানের পর রাতে গ্রামের এক ব্যাক্তির বাড়িতে ঘুমান।

গোয়ালকান্দি ইউপিতে এলজিএসপি-৩ এর অর্থায়নে এসবিবি রাস্তার শুভ উদ্বোধন- বাগমারা টাইমস

 


সারোয়ার হোসেন স্বাধীন, বাগমারা টাইমসঃ

গ্ৰাম হবে শহর’ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ডিজিটাল বাগমারা গড়ার কারিগর মাননীয় সংসদ ইঞ্জিঃ এনামুল হক এর দিকনির্দেশনায় ১৩ নং গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার আজ বৃহস্পতিবার, দুপুর ২ ঘটিকায় রামরামা গ্রামে এলজিএসপি ৩ এর অর্থায়নে এসবিবি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।

এটি রামরামা গ্রামের চৌগাছীপাড়ার পাকা রাস্তা থেকে সোবহান মোল্লার বাড়ী পর্যন্ত বরাদ্দ হয়। ২০২০-২১ অর্থবছরে কিন্তু বাস্তবায়ন ২০২১-২০। বরাদ্দকৃত অর্থ হলো ২০৯৮৮৪ টাকা, যার দৈঘ্য ৯৬ মিটার। এতে করে চৌগাছীপাড়ার, চুনাপাড়া ও রামরামা পূর্বপাড়া মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর ও নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারবে। অত্র এলাকার সাধারণ মানুষ জানান, উক্ত কাজ হওয়ায় তারা অনেক আনন্দিত। এ সময় এলাকাবাসী জানান যে, এভাবে সরকার কাজ করলে দেশনেত্রী শেখ  হাসিনা ঘোষণাকৃত কথা আসলেই বাস্তবায়ন হবে।

বাগমারায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযানে জরিমানা- বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযানে নেমেছেন বাগমারা উপজেলা প্রশাসন।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন। 


অভিযানে ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ তিনজন এবং কালিগঞ্জ বাজারে একজন মটর সাইকেল চালকের নিকট থেকে সাত হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিনা প্রয়োজনে কেউ যেন যেখানে সেখানে ঘুরাফেরা না করে সে ব্যাপারে সচেতন করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে জরুরী প্রয়োজনে মাস্ক পড়ে বের হওয়ার আহ্বান জানানো হয়। 

চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। অভিযানকালে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সঙ্গে ছিলেন। 


ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মিত হবে বঙ্গবন্ধুর মুর‍্যাল-বাগমারা টাইমস




মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর মুর‍্যাল নির্মাণের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের নির্দেশনায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এ জন্য ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু  করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা ও আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইউএনও জিরো পয়েন্টর বেশ কিছু অবৈধ স্থাপনা পানবিড়িরি দোকান, ফলমূলের দোকান সহ চা স্টল সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ দিকে সাংসদের এই পরিকল্পনা বাস্তবায়নে ইউএনও’র অভিযানকে সাদুবাদ জানিয়েছেন সাধারণ জনগন। তারা জানান, ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হলে জাতীর জনক বন্ধুবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে সেই সাথে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে।


এছাড়া জিরো পয়েন্টে এসব অবৈধ স্থাপনার জন্য প্রতিনিয়ত যে যানজট লেগে জনসাধারনের প্রচন্ড ভোগান্তি পোহাতে হয় তার অবসান হবে। তাই আমরা চাই দ্রুত এই উদ্যোগে বাস্তবায়ন করা হোক। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়  কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ অন্যান্য নেতা কর্মীরা জানান, ভবানীগঞ্জ বাজারে বাগমারার কৃতি সন্তান ইঞ্জি এনামুল হক ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর যে ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন তা একটি যুুগান্তকরী পদক্ষেপ।


এর মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস সঠিক ভাবে জানান ও উপলদ্ধি করার সুযোগ পাবে। এর পাশাপাশি উপজেলা হেডকোয়ার্টার হিসাবে ভবানীগঞ্জ বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ জন্য জিরো পযেন্টের সকল অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুর করেছি। দ্রুত এখানে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মানের কাজ শুর করা হবে। পাশাপাশি ভবানীগঞ্জ বাজারের অন্যান্য সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের সৌন্দর্য বৃদ্ধি ও যানচলাচল নির্বিগ্ন করা হবে।

বাগমারায় গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-বাগমারা টাইমস







নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারায় গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ীর নাম সান্টু সরদার (৩৪)। সে তাহেরপুর পৌরসভার  চৌকিরপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে।


সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক পৌর বাস স্ট্যান্ডে গাজা বিক্রয় কালে ১০০ গ্রাম গাজা সহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছে।


মঙ্গলবার দুপুরে সান্টু সরদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় আটককৃত সান্টু সরদার দীর্ঘদিন থেকে গাজার ব্যবসা করে আসছে। তার নামে এর আগেও মাদকের মামলা রয়েছে।


এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আটককৃত সান্টু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থল হতে হবে ড. বেনজীর আহমেদ-বাগমারা টাইমস






নিজস্ব প্রতিবেদকঃ

‘যাঁরা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তাঁরাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন, কলম ধরেছেন। এ প্রাপ্তি আমাদের বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদের ধরে রাখতে হবে। মানুষের প্রথম ভরসাস্থল হিসেবে পুলিশকে কাজ করতে হবে।’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের এভাবেই নির্দেশনা দেন। সম্প্রতি ওই অনুষ্ঠানে বক্তব্যে তিনি আরো বলেন, ‘ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।’


গত বছরের ১৫ এপ্রিল পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. বেনজীর। এরপর থেকে বিভিন্ন সভা, আলোচনা ও নির্দেশনামূলক বক্তব্যে তিনি পুলিশ বাহিনীকে ‘জনগণের প্রতি উন্নত আচরণের মানবিক পুলিশ বাহিনী’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ বাহিনীকে জনমুখী করতে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেন তিনি। স্বচ্ছ, জবাবদিহিমূলক পুলিশিব্যবস্থা গড়ার লক্ষ্যে পাঁচটি মূলনীতি ঘোষণা করেন আইজিপি। এগুলো হলো দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, জনগণের প্রতি অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করা, বিট পুলিশিং চালুর মাধ্যমে দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করা, শৃঙ্খলা নিশ্চিত করা ও পুলিশের সার্বিক কল্যাণ। এ নীতিগুলো প্রতিপালনে তিনি সব পুলিশ কর্মকর্তা ও ফোর্সকে নির্দেশনা দেন। মানবিক পুলিশ হিসেবে প্রতিটি সদস্যকে সাফল্য দেখাতে উৎসাহ জোগান। জনগণের কল্যাণে গঠিত ডিজিটাল ফরেনসিক ল্যাব, ডিএনএ পরীক্ষা, সাইবার ক্রাইম, ফিন্যানশিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক হেল্পডেস্ক, বিট পুলিশিং, জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমকে আইজিপি আরো কার্যকর করার উদ্যোগ নেন। 


সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনাকালে মানবিক সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে পুলিশ। আচরণ পাল্টে পুলিশের সেবা দেওয়ার মানসিকতা অব্যাহত আছে।


চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে ড. বেনজীর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে মানবিক পুলিশে পরিণত হতে হবে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। আপনাদের এমনভাবে উন্নত দেশের পুলিশের নেতৃত্ব দিতে হবে, যাতে চাকরি শেষে একটি উন্নত দেশের আধুনিক পুলিশ সদস্য হিসেবে আত্মতৃপ্তি নিয়ে গর্বের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন।’


আইজিপি এরই মধ্যে পুরো দেশকে ছয় হাজার ৯১২টি বিটে ভাগ করে প্রতিটি বিটে একজন কর্মকর্তা পদায়নের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। প্রতিটি এলাকার মানুষ বিপদে বা প্রয়োজনে বিট অফিসারের কাছে যান। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আইজিপি এই কার্যক্রম বাস্তবায়ন করেন। নারীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হয়, নারীদের জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজ চালু করেন আইজিপি। করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশপ্রধান চালু করেন ‘প্যানডেমিক পুলিশিং’। প্রণয়ন করেন আন্তর্জাতিক মানের এসওপি এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রটোকল। করোনায় সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশিসংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। মারাও যান অনেকে। এ অবস্থায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২৫০ শয্যার স্থানে বর্তমানে ৭৫০ শয্যার কভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে। আইজিপির এসব উদ্যোগে, সুরক্ষায় মনোবল বেড়েছে পুলিশ সদস্যদের।

বাগমারায় সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে শিক্ষকের চাঁদাবাজি, থানায় জিডি-বাগমারা


স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী বাগমারা উপজেলার মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ ওরফে হাফিজ মাষ্টারের বিরুদ্ধে সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে।


তথ্যসূত্রে জানাযায়, ঘটনা-১। ২০২১সালের মার্চ মাসের ৭ তারিখে অর্থাৎ প্রায় ছয় মাস আগে আউচপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড মির্জাপুর গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে আঃ বারির বিরুদ্ধে নিউজ করা হয়। নিউজটি হওয়ার পরে সমাধান করে দেওয়ার নামে আঃ বারির নিকট থেকে জোর পূর্বক একই এলাকার মোজাফফর ও জামালের  মাধ্যমে সাংবাদিকদের ম্যানেজ করার নামে পাঁচ হাজার টাকা নেয় হাফিজ মাষ্টার। কিন্তু উক্ত টাকা তিনি সাংবাদিকদের না দিয়ে আত্মসাৎ করেন। 

ঘটনা - ২। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অনুদান ও তত্বাবধানে মাগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আশ্রয়ণ প্রকল্পের  ভবন নির্মানের কাজ শুরু হয় প্রায় দুই বছর আগে। যা চলমান রয়েছে। এই ভবন নির্মানে নানা অনিয়ম ও দুর্নীতি স্থানীয় মানুষের চোখে পড়লে জনসাধারণ বাধা দেয়। যা গত ২০২১ সালের রমযান মাসের মাঝামাঝি ঘটে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যায় স্থানীয় কয়েকজন সাংবাদিক। এখানেও এই হাফিজ মাষ্টার সাংবাদিক সহ স্থানীয়দের ম্যানেজ করার নামে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারি প্রকৌশলী সাদ্দাম হোসেনের নিকট থেকে পাঁচ হাজার টাকা নেয়। যা সাদ্দাম হোসেনের স্বিকারুক্তি মূলক রেকর্ড রয়েছে। কিন্তু তিনি কাউকেই দেননি। এছাড়াও তার বিরুদ্ধে নারী ক্যালেঙ্কারি,  জমি জবরদখল সহ টাকা আত্মসাৎ এর একাধিক অভিযোগ রয়েছে। সকল বিষয়ের প্রেক্ষিতে ২৬ তারিখ ( সোমবার) রাত আনুমানিক ৯ টার দিকে মুঠোফোনে জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিকেই হুমকি দেয়। এবং চাঁদাবাজ বলে আখ্যা দেয়। যার ফোনের কল রেকর্ড সংরক্ষিত রয়েছে।  পরে ঐ সাংবাদিক হাফিজ মাষ্টারের বিরুদ্ধে বাগমারা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডি নাম্বার ১৩১০। মিডিয়ার অনুসন্ধানী টিম এই হাফিজ মাষ্টারের তথ্য অনুসন্ধানে নামে এবং না জানা অনেক তথ্য উঠে আসে। বেরিয়ে আসে থলের বিড়াল। এই হাফিজ মাষ্টার বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য সক্রিয় ভুমিকা রেখেছেন প্রতিনিয়ত। সরকার যেখানে লকডাউন ঘোষনা করেছেন, সেখানে সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিন নিজ চেম্বারে ১০-১৫ জন মানুষ নিয়ে দলীয় মিটিং করেন। যা এলাকায় খোঁজ নিলেই মিলবে সত্যতা। ২০০৭ সালে ত্রাণের টিন আত্মসাৎ করেছিলেন। তৎকালীন সময়ে একাধিক পত্রিকাতে প্রকাশ হয়েছে। ২০০২ সালে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সাক্ষর জাল করে স্কুল এমপিও করেছিলেন। কিন্তু বড়ভাই উপ-সচিব হওয়ায় সেই যাত্রায় তিনি বেঁচে যায়। 

এছাড়াও তিনি তার নিজের গ্রামের আঃ সাত্তারের ১৪ শতক জমি জোরপূর্বক জবরদখল করে রেখেছেন যা সম্পুর্ণ বেআইনি। ২০১৮ সালে একই গ্রামের মৃত পচা'র স্ত্রী আলেয়া মারা যাওয়ার পর তার সন্তানরা ( মেয়েরা ) গ্রামের সমাজ উন্নয়নের জন্য  ৫ শতক জমি দান করেন।  কিন্তু হাফিজ মাষ্টার  সমাজ কমিটির সভাপতি হওয়ায় তিনি জমিটি বিক্রির সিদ্ধান্ত নেন এবং মৌখিক ডাক/নিলাম দেয়। নিলাম শুনে একই গ্রামের রেজাউলের ছেলে আনোয়ার পঁয়ছট্টি হাজার টাকা তৎক্ষনাৎ বায়না করে। বায়নার টাকা নিয়ে নিজের নামে জমিটি লিখে নেয় হাফিজ মাষ্টার। পরে শালিস করেও সেই টাকা ফেরত দেয়নি। এই রকম অসংখ্য অপকর্মের তথ্য প্রমান পাওয়া গেছে।  

এবিষয়ে মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাষ্টার এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিষয়ে যেগুলো বললেন সেগুলো মিথ্যা। আর আমার কাছে সাংবাদিক ফোন দিয়েছিল, এরকম অনেক সাংবাদিক আজে বাজে তথ্য বলে বিভ্রান্তি করে। আপনার কাছে কোন সাংবাদিক চাঁদা চেয়েছে এমন প্রমান রয়েছে কিনা? উত্তরে বলেন যারা ছিল তারাই বলবে।

তবে এবিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহীতে কর্মরত সাংবাদিক। দুর্নীতিবাজ ও চাঁদাবাজ শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছেন সাংবাদিকরা। সাংবাদিকদের  সম্মানকে কুলষিত করার দায়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে মানহানী মামলা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

আমাদের জীবন ও মরণ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য-বাগমারা টাইমস







ইসলামী ডেক্সঃ

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম।’’ [সুরা মুলক, আয়াত: ০২]

.

ইমাম ফুদ্বাইল ইবনু আয়াদ্ব (রাহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে ‘আমলের দিক থেকে সর্বোত্তম’ (أَحْسَنُ عَمَلاً) অর্থ হলো, ‘সর্বাধিক ইখলাসপূর্ণ ও যথার্থ (সঠিক) আমল।’ 

.

তিনি বলেন, ‘আমল যদি ইখলাসপূর্ণ হয়, কিন্তু সঠিক না হয়, তবে তা গ্রহণ করা হবে না। আর যদি সঠিক হয়, কিন্তু ইখলাসপূর্ণ না হয়, তবুও তা গ্রহণ করা হবে না, যতক্ষণ না কোনো আমলে যথার্থতা ও ইখলাস একত্র হবে। আর, আমল তখনই ইখলাসপূর্ণ হবে, যখন সেখানে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনই উদ্দেশ্য হবে এবং আমলটি তখনই যথার্থ হবে, যখন তা (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) সুন্নাহ (পদ্ধতি) মোতাবেক হবে।’ [ইবনুল কায়্যিম, ই’লামুল মুওয়াক্কিঈন: ২/১২৪]

তাহেরপুরে খোলা বাজারে ওএমএসের চাল-আটা বিক্রি-বাগমারা টাইমস





নাজিম হাসান বাগমারাঃ

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী ভাবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। 

চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। রবিবার (২৫জুলাই) সকাল ৯টা থেকে পৌরসভা এলাকার চারটি পয়েন্টে এ কার্যক্রমের একযোগে উদ্বোধন করা হয়।


গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার সময় ২নং ওয়ার্ড চকিরপাড়ায় অবস্থিত অডিটোরিয়ামে  গিয়ে দেখা যায় চাল-আটা বিক্রি চালিয়ে যাচ্ছেন ডিলার মাহাবুবুল হক শাহী। তিনি জানান,মহামারি করোনার সংক্রমণ রোধে টানা লকডাউনে অসহায় ও দু:স্থদের মাঝে ৩০ টাকা দরে একজন সর্বোচ্চ ৫ কেজি চাউল এবং ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। এছাড়া শুক্রবার ছাড়া প্রতিনি এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে। 


ওএম এসের ডিলারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাহেরপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে ওএমএস এর চাল ও আটা বিক্রি জন্য চারজন ডিলার নিয়োগ রয়েছে। তারা ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত চাল ও আটা বিক্রি করবেন। উল্লেখ্য,ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়। এছাড়া এই কার্যক্রম ৭ই আগষ্ট পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।

পাকা ঘরে বসবাস করার ইচ্ছে বাগমারার বাসুপাড়া ইউপির আতেজান বেওয়ার- বাগমারা টাইমস


এইচ এম শাহাদতঃ

স্বামীর রেখে যাওয়া কুঁড়েঘরই সম্বল বৃদ্ধ আতেজান বেওয়ার (৭৪)। ভাঙা সেই ঘরে ঝুঁকি নিয়ে থাকেন তিনি। পাকা ঘরে বসবাস করতে ইচ্ছা করে তাঁর। সরকার অসহায় ব্যক্তিদের পাকা ঘর করে দিচ্ছে শুনে আশাবাদী হোন আতেজান। তবে জীবদ্দশায় সেই আশা পূরণ হবে কি না, জানেন না এই বৃদ্ধা।

আতেজান বেওয়ার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কামনগর সোনার পাড়া গ্রামে। এক যুগ আগে তাঁর স্বামী জেহের আলী মারা যান। এরপর থেকে মানসিক প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে স্বামীর ভিটাতেই বসবাস করছেন। অভাব–অনটনের মধ্যে জীবন যাপন করছেন।

পাঁচ মেয়ের বিয়ে দিতে পারলেও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিপাকে পড়েন বৃদ্ধা। উপার্জনের অন্য কোনো পথ নেই। তাই বাড়িতে হাঁস-মুরগি পালন করে এবং এলাকার লোকজনের সহায়তায় কোনোরকমে টিকে রয়েছেন। যোগ্য হলেও এত দিন বয়স্ক ভাতা পাননি। মাত্র ছয় মাস আগে প্রতিবেশী অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের প্রচেষ্টায় ভাতার তালিকায় আতেজানের নাম উঠেছে।


সোমবার (২৬ জুলাই) বিকেলে সরেজমিনে বৃদ্ধা আতেজানের বাড়িতে গিয়ে তাঁর দুরবস্থা চোখে পড়ে। মাটির পুরোনো বাড়ি। টিনের চালা ভেঙে গেছে। দেয়ালের অনেক স্থানে ফাটল ধরেছে। ঘরের দরজা ভেঙে গেছে। কাঠের তৈরি জানালাও নষ্ট। ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এবং বৃষ্টির পানি পড়ায় চৌকি বসানো হয়েছে ঘরের বারান্দার এক কোণে। চৌকিতে বসে ছিলেন প্রতিবন্ধী ছেলে মাহাবুর রহমান (৪৫)। তার পাশেই রয়েছে হাঁস-মুরগি রাখার ঘর।


তিনি বলেন, মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি খুব কষ্টে আছেন। ছেলে যখন কিছুটা স্বাভাবিক থাকেন, তখন মাঝেমধ্যে দিনমজুরের কাজ করেন। অবস্থা খারাপ হয়ে গেলে কোনো কাজ করতে পারেন না। মধ্যবয়সী ছেলেকেও তাঁকেই দেখেশুনে রাখতে হয়। তিনি আরও বলেন, সরকার অনেককে পাকা ঘর করে দিচ্ছে বলে তিনি শুনেছেন। পাকা ঘরে ঘুমানোর ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সরকারকে বলে তাঁর একটা পাকা ঘর করে দেওয়ার জন্য এই প্রতিবেদককে অনুরোধ করেন ওই বৃদ্ধা।

স্থানীয় ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলেন, আতেজান বেওয়ার থাকা ও খাওয়ার খুবই কষ্ট। কিছুদিন আগে তাঁর বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন তাঁর একটি ঘরের খুব প্রয়োজন। তাঁর ভাঙা বাড়ির ছবি তুলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, বিষয়টি দেখা হবে। খাসজমিতে বাড়ি নির্মাণের প্রকল্প এই মুহূর্তে চালু রয়েছে। প্রাথমিকভাবে ওই বৃদ্ধাকে ঢেউটিন দিয়ে সহযোগিতা করা হবে।

বাগমারায় কোভিড-১৯ জনসচেতনতায় মাঠে উপজেলা প্রশাসন-বাগমারা টাইমস



মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা: 

সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অভিযানে নেমেছেন বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ। সোমবার বেলা ১২ টার দিকে ইউএনও শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন। 

এর আগে ঈদের পর শুরু হওয়া লকডাউন যথাযথ ভাবে মেনে চলার জন্য ইউএনও’র অফিস থেকে জনসাধারনকে সচেতন করার জন্য মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা পরিচালনা করা হয়। কিন্তু এসব প্রচারনায় তেমন কোন কাজ না হওয়ায় সোমবার সকালে ইউএনও শরিফ আহম্মেদ ভবানীগঞ্জ বাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অভিযান পরিচালনা করেন।


এ সময় মাস্ক না পরিধান করার জন্য অনেক যানবাহন চালককে কৈফিয়ত তলব করা হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে নিত্যপন্যের দোকানে কেনাকাটা করার অপরাধে বেশ কিছু দোকানীকে জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে ইউএনও শরিফ আহম্মেদ জানান, করোনা সংক্রামনের হাত থেকে রেহাই পেতে সরকার যে কঠোর লকডাউন জারি করেছে।


আমরা মাঠ পর্যায়ে সরকার ঘোষিত এসব বিধিবিধান যথাযত ভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, এই লকডাইন মেনে চলার কারণে যদি কেউ চরম ভাবে খাদ্য সংকটে পড়ে তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভাবে খাদ্য সরবরাহ করা হবে। 


মাননীয় সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক জনগনের খাদ্য ও চিকিৎসা সহ অতীব প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য আমাদের দিকনের্দশনা দিয়েছেন।

বাগমারার কৃষকরা পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছে-বাগমারা টাইমস





জাহিদুল ইসলাম মিঠুঃ

রাজশাহী জেলার কৃষি প্রধান উপজেলা বাগমারা।বাগমারা উপজেলায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়।

পাট কাটা শেষে বাগমারার কৃষকরা পাটের  আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় করছেন।

বাগমারার কৃষকরা পাট কেটে পাট পানিতে কিছুদিন ডুবিয়ে রাখে যাকে গ্রাম্য ভাষায় বলা হয়, পাট জাক দেওয়া।

পাট সম্পুর্ণরুপে  জাকে হলে পাট থেকে শ্রমিকরা পাটের আঁশ বের করে নেয়।কৃষকরা পাটের আঁশ গুলো বের করে নিয়ে রোদে শুকাতে দেয়।

রোদে পাটের আঁশ সম্পুর্ণরুপে শুকিয়ে গেলে সেটি বাজারজাত করা হয়।

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের কৃষক মোঃ আবুল মোল্লাহ বলেন, আমি পাট চাষ করছি পাটের ভাল ফলন হয়েছে। পাটের দাম ভাল থাকলে লাভবান হব।

উদপাড়া গ্রামের শ্রমিক নেতা আজাদ আলী বলেন, আমরা শ্রমিকরা পাট এর আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছি। আমরা সকাল ৬টায় পাটের আঁশ ছড়ানোর  কাজ শুরু করে দুপুর ১টা পর্যন্ত কাজ করি থাকি।

আমরা দৈনিক পাট ধোয়ার কাজ করে মজুরি পাই ৫০০ টাকা।

একেকজন শ্রমিক দিনে গড়ে ১৫থেকে ২০বিরা পাটের আঁশ ছড়াতে পারে।

উপজেলা উপসহকারি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা কৃষকদের পাট চাষের জন্য উদ্ভুদ্ব করেছি।

সরকারি প্রণোদনায় কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণ করেছি। বাগমারায় পাটের ভাল ফলন হয়েছে।

আশা করি বাগমারার কৃষকরা পাট চাষ করে লাভবান হবে।

রাজশাহীতে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক। রাজশাহী সিটি কর্পোরেশন পার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে ৪ কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছে। পার্কটির উন্নয়ন কাজ যাতে দ্রুত শেষ করা যায়, তার নির্দেশনা দিতে ইতোমধ্যেই উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২ দশমিক ১৪ এক জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন কাজ শেষ হলে শেখ রাসেল শিশুপার্কটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র।



রাসিক সূত্র জানায়, মাননীয় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে শেখ রাসেল শিশুপার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে সাজাতে নকশা তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের নকশা অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান সেই কাজ বাস্তবায়ন করছে। শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন সেতু। মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেটসহ আধুনিক সুযোগ-সুবিধা।


এ ব্যাপারে মেয়র মহোদয় বলেন, নগরায়ণের কারণে শিশুদের খেলার জায়গা কমে যাচ্ছে, মানুষের আড্ডার জায়গা কমে যাচ্ছে। ফলে শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিশুপার্ক নির্মাণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ এগিয়ে চলেছে।


ছবি:  শেখ রাসেল শিশুপার্ক এর ডিজাইন।




বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্যসহ আটক ৭- বাগমারা টাইমস





নাজিম হাসান বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্য, চোলাইমদ ও জুয়ারীসহ সাত জনকে আটক করেছে পুলিশ। রবিবার ও শনিবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।


 গ্রেপ্তারকৃতদের মধ্যে হলেন, রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার এলাকার হাবিবুর রহমানের ছেলে নয়ন আলী (২০) একই এলাকার মৃত মাজেদুর রহমানের ছেলে রাব্বী হোসেন (২৮)। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার তাহেরপুর পৌর বাসটার্মিনাল থেকে আটক করে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ। 



জুয়ারীরা হলেন, শহিদুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২৫)। তাদের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। শহিদুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং শাহীন আলম একই গ্রামের ভাদু শেখ এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় ছিনতাইকারী ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।  এদিকে রোববার দুপুরে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মচমইল রাজবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃরা হলেন শ্রাবণী সরদার (২০) এবং আমিনুল ইসলাম (২৮)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মচমইল রাড়বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়ের সময় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের মৃত আব্দুল এর ছেলে আমিনুল ইসলামকে ৬ বোতলমদসহ গ্রেপ্তার করে। 


পরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিদ্যুৎ সরদারের স্ত্রী শ্রাবণী সরদারের ঘর তল্লাসি করে ১৮ বোতল চোলাইমদ উদ্ধার করে পুলিশ। অপরদিকে উপজেলাা বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে রফিকুল ইসলামকে ওয়ারেন্ট আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের রোববার দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

বাগমারায় নদীতে চামড়ার অপ্রয়োজনীয় অংশ ফেলা হয়েছে-বাগমারা টাইমস






মাহাফুজুর রহমান প্রিন্স,বাগমারা: 

রাজশাহীর বাগমারায় নদীতে ফেলা চামড়াগুলো কোরবানীর পশুর পরিত্যাক্ত ও উচ্ছৃষ্ট অংশ। সেগুলো চামড়ার মূল অংশ ছিল না। 


সরেজমিন দেখে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, গত ২৪ জুলাই দৈনিক সানশাইনের অনলাইন সংস্করনে প্রকাশিত সংবাদে ”ক্রেতা নেই, চামড়া ফেলে দেওয়া হচ্ছে নদীতে” শিরোনামে প্রকাশিত সংবাদে নদীতে চামড়া ফেলার একটি সংবাদ প্রকাশ পাওয়ার পর বিষয়টি যাচাই করা হয়। চামড়া ফেলার সঙ্গে সংশ্লিষ্ট ও স্থানীয় ব্যক্তিরা জানান, ওই চামড়া গুলো ছিল কোরবানীর পশুর মাথার অপ্রয়োজনীয় অংশ। দূর্গন্ধ ছড়াতে পারে এমন আশংঙ্কায় সুইপার সেগুলো পাশ্ববতর্ী ফকিরানী নদীতে ফেলে দেয়। 


অপর দিকে বাগমারায় কোরবানীর পশুর চামড়াগুলো ন্যায্য মূল্যে বিক্রি হয়েছে বলে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। হাটের ইজারাদাররা জানান, তারা চামড়ার অপ্রয়োজনীয় অংশ নদীতে ফেলার জন্য কাউকে নির্দেশ দেননি। বাজারে আসা চামড়াগুলো ন্যায্য দামে বিক্রি হয়েছে। এছাড়া খোঁজ নিয়ে আরো জানা গেছে, স্থানীয় বাজারে লবনের কোন সংকট নেই। এবারের কোরবানীর চামড়াগুলো যথাযত প্রক্রিয়ায় লবন দিয়ে সংরক্ষন করা হয়েছে। 



বাগমারার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন-বাগমারা টাইমস





রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খালিশপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মোল্লা  শনিবার দিনগত রাত ৩ টার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মৃত্যুকালে ১ স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  



গতকাল রবিবার  বেলা ২টার সময় খালিশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন করা হয়েছে। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাক আহম্মেদ, ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুুুুক্তিযোদ্ধা আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী  ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


এদিকে, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।


বাগমারা গোবিন্দপাড়ায় বিয়ের দাবিতে মেয়ের অনশন-বাগমারা টাইমস

 




আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া গ্রামের মমতাজে হোসেন এর ছেলে মিলন হোসেন (২৭)এর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তার বাড়িতে একই জেলার পুঠিয়া উপজেলার চিতলপুকুর গ্রামের মুক্তার হোসেন এর মেয়ে মোছাঃ মুক্তি খাতুন (২৬)গত ৩দিন থেকে বিয়ের দাবিতে অনশন করছে।


এবিষয়ে মেয়ে মুক্তির সাথে কথা বললে তিনি বলেন মিলন এবং আমি একই বিষয়ে একই কলেজে পড়াশোনা করছি।দীর্ঘ দিন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের কথা বলে তার বাসাই আসতে বললে আমি তার বাসাই আসি।আমি মিলনের বাসাই আসলে সে আমাকে রেখে বাসা থেকে পালিয়ে যায়।


এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন আমি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলামকে এখনই বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

বাগমারায় কুরবানির চামড়া ক্রেতা না থাকায় ফেলে দিচ্ছে নদীতে-বাগমারা টাইমস





এইচ এম শাহাদাতঃ

রাজশাহী বাগমারা উপজেলা  কুরবানির পশুর চামড়ার দাম নেই,ক্রেতাও আসছেন না।

গতকাল পবিত্র ঈদুল আযহা মুসলমানদের দ্বিতীয় উৎসব যা  পশু কুরবানির মধ্যে অন্যতম। বাগমারা উপজেলা ১৬ টি ইউনিয়ন ২ টি পৌরসভা রয়েছে  উপজেলা বাজার গুলো ঘুরে বাগমারা টাইমস প্রতিনিধিদের নজরে আসে বাজারে চামড়া নিয়ে আসলেও ক্রেতা নেই আবার মুল্য অনেক সামান্য যা ছাগলের চামড়া ১ কাপ ১০ টাকা সমান গরুর চামড়া ২৫০/৩০০ টাকা তবুও ক্রেতা নেই।  বর্তমান সময়ে লকডাউন শীতিল করা হয়েছে  এবং গত দুই বছর থেকে দেশে চামড়া মুল্য অনেক কম। 


অনেকে বাজারে নিয়ে এসে ক্রেতা না পেয়ে ফেলে রেখে চলে গেছেন অনেকেই।

এসব চামড়া নিয়ে বিপাকে পড়েছেন হাটকমিটি। নিরুপায়ে চামড়াগুলো ফেলে দিচ্ছেন নদীতে। অনেকে মাটিতে পুঁতে রাখছেন এসব চামড়া। আজ বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ সেতু থেকে চামড়া ফেলা হচ্ছে ফকিন্নি নদীতে।

আলোকনগর হামিরকুৎসা ঈদগাঁ মাঠে আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ এর উদ্যোগে মাস্ক বিতারণ






নিজস্ব প্রতিবেদকঃ

দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা পরিস্থিতি, করোনা মহামারী সংক্রমণ ঠেকাতে লকডাউন, বিশেষ লকডাউন, কঠোর লকডাউন শেষে পবিত্র ঈদুল আযহা উপক্রম করে শিথিল করা হয়েছে। লকডাউনে,করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের কোন বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। 



আজ বুধবার, পবিত্র ঈদুল আজহা উপক্রম করে রাজশাহী জেলা বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন ঈদগাহ মাঠে মুসলমানদের দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭.৩০ মিনিট এ অনুষ্ঠিত ঈদের নামাযকে কেন্দ্র করে আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ এর নেতৃত্বে শতভাগ মাস্ক বিতারণ করা হয়। 


আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ মালিক মোহাম্মদ আলী বাবু বলেন, সারাদেশে করোনা পরিস্থিতি ও মাস্ক ব্যবহার একটি সঠিক পদক্ষেপ যা করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে কমতে পারে করোনা সংক্রমণ যা বাংলাদেশ তথা বাগমারা মানুষের করোনা পরিস্থিতি প্রতিরোধে এগিয়ে আসবে। 


এ সময় তিনি আরও বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক ও সরকারি বিধিনিষেধ মেনে চলুন।

বাগমারাসহ দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল-বাগমারা টাইমস





নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাগমারাবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিঃ এনামুল হক।


এমপি ইঞ্জিঃ এনামুল হক বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহার প্রকৃৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক এই কামনা করেন তিনি।


বিবৃতিতে তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই দিনে আমি মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি।


তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। সেজন্য সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। করোনা ভাইরাস থেকে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখুন। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। আল্লাহ যেন আমাদের পৃথিবীকে ভয়াল এই মহামারি থেকে হেফাজত করেন।

শ্রীপুর ইউনিয়ন ও দেশবাসীকে ঈদুল আযহা শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা-বাগমারা টাইমস

 



নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

পবিত্র ঈদুল আযহার শ্রীপুর ইউনিয়ন সহ দেশবাসীকে সকল মুসলিমকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শ্রীপুর ইউনিয়নের সভাপতি চেয়ারম্যান জনাব মোঃ মকবুল হোসেন মৃধা

তিনি বলেন,  বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত। এবারের ঈদুল আজহা ভিন্ন প্রেক্ষাপটে করোনাভাইরাসের মহামারির মধ্যেই উদযাপিত হতে যাচ্ছে।


এবার সর্তকতার সাথে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর ইউনিয়ন সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাতে অংশগ্রহণ করার আহ্বান জানাই।

গোয়ালকান্দি ১৭ লক্ষ টাকা ও ১১ ভরি সোনা নিয়ে প্রবাসী স্ত্রী উধাও-বাগমারা টাইমস





মোস্তাফিজুর রহমান জীবনঃ

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা হাসনিপুর গ্রামের প্রবাসী স্ত্রী আন্জুয়ারা (৩৫)।

১৭ লক্ষ টাকা ও ১১ ভরি সোনার গহনা নিয়ে উধাও হয়েছে।

বাগমারা থানার অভিযোগ শুত্রে জানাযায়, গত ১৮ জুলাই সকাল ৯ টার সময় কেনাকাটা করার জন্য বাড়ি হতে বাহির হয় আন্জুয়ারা।


দুপুর পর্যন্ত বাড়ি না আসলে আন্জুয়ারার ব্যবহিত মোবাইল ফোনে কল দিলে ঘরের ভিতরে ফোন বেজে ওঠে।এদেখে তাদের সন্দেহ হয় পরে চারিদিকে খোঁজা খুঁজি করে না পেলে রাতে গিয়ে বাগমারা থানায় প্রবাসীর মা বাদি হয়ে অভিযোগ দায়ের করে।


অভিযোগ শুত্রে আরো জানাযায়,তাহেরপুর সুলতানপুর মহল্লার তফিক এর মেয়ের সাথে রামরামা হাসনিপুর গ্রামের শাজাহান এর সাথে ১৫ বছর পূর্বে বিবাহ হয়।বিয়ের পর ভালোই চলছিলো তাদের সুখের সংসার।

তাদের এ সংসার জীবনে দুই কন্যা সন্তানের জন্ম হয়।বড় মেয়ের বয়স ১৫ বছর আর ছোট মেয়ের বয়স ৪ বছর। শাহজাহান

প্রবাসে থাকলেও মাঝে মাঝে বাড়ি আসতেন।

স্ত্রী সন্তানের সুখের জন্য বিশাল বাড়ি সহ অনেক কিছু করেছেন কিন্তু সুখের ঘরে নেমে আসলো অন্ধকার।

কি হবে দুই সন্তানের এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।তাছাড়া দুই সন্তানের বিয়ের জমানো সব টাকা নিয়ে উধাও হওয়া আন্জুয়ারা কে ধরতে মাঠে কাজ করছে বাগমারা থানা পুলিশ।


কার সাথে চলে গিয়েছে এমন প্রশ্নের উত্তরে প্রবাসীর পরিবার জানান,আন্জুয়ারা রেখে যাওয়া ব্যবহিত মোবাইলে কথপ কথপ শুনে জানাযায় বগুড়া হতে আসা সগুণা কোম্পানি তে কর্মরত জাহাঙ্গীর আলম নামে এক ব্যাক্তির সাথে প্রেমর সম্পর্ক গড়ে উঠে।

বাড়িতে মুরগীর খামার মাঝে মাঝে দেখতে আসতেন জাহাঙ্গীর আলম।এরি শুত্রধরে প্রেমর সম্পর্ক গড়ে উঠে।শেষ পর্যন্ত গত রবিবার দুই সন্তান রেখে টাকা ও সোনা নিয়ে উধাও হয় আন্জুয়ারা।এপর্যন্ত তাদের কোন খোঁজ খবর পাওয়া যায় নি।

বাগমারা গোয়ালকান্দি বাসী কে মনোনয়ন প্রত্যাশী বকুল খরাদীর ঈদের শুভেচ্ছা-বাগমারা টাইমস





রুস্তম আলী শায়ের বাগমারা প্রতিনিধিঃ

বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক,উপজেলা আওয়ামী লীগের কার্যকারী কমিটির অন্যতম সদস্য, দলীয় মনোনয়ন প্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী বকুল খরাদী গোয়ালকান্দি ইউনিয়ন বাসীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। 

শুভেচ্ছা বার্তায় তিনি জানান,প্রিয় নেতা রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইজ্ঞিঃ এনামুল হক আমাকে গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ কৃতজ্ঞ করে রেখেছেন।আমিও সেই পদের সৎ ব্যাবহার করে দলীয় নেতাকর্মী তথা গোয়ালকান্দি ইউনিয়ন বাসীর পাশে থেকে সেবা করে যাচ্ছি।গোয়ালকান্দি বাসীই আমার রাজনীতির চালিকা শক্তি তাই তাদের পবিত্র ঈদুল আজহা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।

সেই সাথে আগামী দিনের জন্য সকলের দোআ কামনা করেছেন তিনি।

মহামারী করোনা কালিন সময়ে গোয়ালকান্দি ইউনিয়ন বাসীর পাশে থাকার কথাও তিনি জানান।

এছাড়াও সকল কে স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপনের আহব্বান জানান।

ড্রীম বাংলাদেশ ইয়ুথ সোসাইটি’র সভাপতি সাব্বির, সম্পাদক জান্নাতুল



নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ

শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী, সমাজ উন্নয়নমূলক যুব সংগঠন ‘ড্রীম বাংলাদেশ ইয়ুথ সোসাইটি’ (ডিবিওয়াইএস) এর ২০২১ কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে জান্নাতুল নেসা ইরা মনোনীত হয়েছেন।


সোমবার (১৯ জুলাই) অত্র সংগঠনটির প্রতিষ্ঠাতা ও (বিদায়ী) সভাপতি মোঃ শাহিনুর ইসলাম ও সাধারণ সম্পাদক সামিরা ইয়াসমিন এর যৌথ স্বাক্ষরিত অনুমোদনে ২৫ সদস্য বিশিষ্ট নতুন ওই কমিটির ঘোষণা করা হয়।


কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সামিরা ইয়াসমিন, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সঞ্জিত কুমার (সবুজ), সাংগঠনিক সম্পাদক শুভ চন্দ্র, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দিনা লায়লা, দপ্তর সম্পাদক মোঃ সোলাইমান, অর্থ সম্পাদক এস এম তাওফীক আনাম, পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক আবু কাহার জুনায়েদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আতিক হাসান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিম উদ্দিন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক উমিলা ইয়াসমিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রত্না বতী, স্বাস্থ্য বিষয়ক মোঃ সুজন, এীয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, তাণ ও দূযোগ বিষয়ক সম্পাদক তাহেরা সুলতানা, নির্বাহী সদস্য শারমিন সুলতানা, মোঃ সজীব হোসেন, সামিয়া আক্তার শোভা, শিবলী সাদিক, ফয়সাল আহমেদ (বাপ্পী)।


এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। এছাড়াও সংগঠনের অন্য তিন উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর শাহ আজম শান্তনু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক দেবেন্দ্রনাথ রায় এবং বাংলাদেশ সিটিজেন জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম।


এছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক ও যুব সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


উল্লেখ্য, ‘Explore Yourself The World Will Explore You’ স্লোগানে যুবা সংগঠনটি মূলত বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমন্বয়ে ২০১৯ সালের ০৬ মার্চ যাত্রা শুরু করে।

বাগমারায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন ও স্বর্নালংকার ছিনতাই-বাগমারা টাইমস





মাহাফুজুর রহমান প্রিন্সঃ

তুই চরিত্রহীন, তুই নষ্টা, তুই বেশ্যা এমনি নানান অপবাদ দিয়ে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ভয়ানক ভাবে শারীরিক নির্যাতন করে তার শরীর থেকে স্বর্নালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে তাকে সমাজ থেকে এক ঘরে করে রেখেও ক্ষান্ত হয়নি তথাকথিত সমাজ পতিরা। আসন্ন কুরাবানির ঈদেও তাকে কুরবানীর ভাগ থেকেই বঞ্চিত করে রেখেছে। যে প্রবাসীদের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। সেই প্রবাসীর এ অহসায় স্ত্রীকে এমনি ভাবে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে একঘরে করে রাখা ও নির্যাতন করে তার গায়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনায় হতবাগ হয়ে পড়েছ আশেপাশের লোকজন।


গত ৬ জুলাই রাত সাড়ে আটটার দিকে ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লায় এই অমানবিক ঘটনা ঘটলেও নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী সেলিমা বেগম স্থানীয় সমাজপতিদের কাছে এর বিচার না পেয়ে শরনাপন্ন হন বাগমারা থানা পুলিশের। পুলিশ তার অভিযোগটি হাতে হাতে নিলেও তা এখনো মামলা হিসাবে নথিভুক্ত না কারায় হতাশা ব্যক্ত করেছেন গৃহবধু সেলিমা বেগম। 


পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, সেলিনার স্বামী সোহেল রানা গত বছর ধরে সৌদি প্রবাসী। তাদের দশ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সেলিনা তাকে নিয়ে স্বামী গৃহে বসবাস করেন।  সেলিনা অভিযোগ করে বলেন, এবাদত সর্দার সহ তার সাঙ্গপাঙ্গরা গ্রামের রাস্তায় প্রায় তাকে উৎতক্ত করে এবং কুপ্রস্তাব দিতে থাকে। তিনি তাদের কথায় কর্নপাত না করায় তারা পরিকল্পিত ভাবে গত ৬ জুলাই রাতে এবাদত সর্দার তার বাড়িতে এক প্রহসনের সালিসী বৈঠক ডেকে সেখানে সেলিনাকে জোরপূর্ব ধরে এনে তাকে এলোপাতাড়ি মারপিট করা হয় এবং এক পর্যায়ে মাটিতে ফেলে দিয়ে এবাদতের স্ত্রী পারুল বেগম সেলিনার চুলের মুটি ধরে মাটিতে টানা হেঁচড়া করে তার কানের ৫ আনা ওজনের দুল ছিনিয়ে নেয়। সেলিনাকে এভাবে মারপিট করার সময় এবাদুর ও তার স্ত্রীকে পারুলকে প্রতিবেশি বাবলু(৪২) সাহায্য সহযোগিতা করে বলে সেলিনা অভিযোগ করেন। এ সময় সেলিনার আত্মচিৎকারে প্রতিবেশি আনারুল, শামসুল ও শাহজাহান এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে বাড়ি পৌছে দেয়। সেলিনা অভিযোগ করে বলেন, ওই দিন রাতে তারা প্রাহসেনর সালিস বৈঠক ডেকে তাকে সমাজ থেকে এবং কুরবানীর অংশ থেকে বাদ দেওয়ার উদ্যোগে নেওয়া হয়। আমি এর প্রতিবাদ করে কেন সমাজ থেকে বাদ দেওয়া হবে তা জানতে চাইলে তারা আমার উপর অকর্থ নির্যাতন শুরু করে বলে আমি নাকি নষ্টা চরিত্রহীন। তাই আমাকে তাদের সমাজে রাখা হবে না। এক পর্যায়ে এবাদের স্ত্রী পারুল আমার কানের দুল ছিনিয়ে নেয় এবং চুলের মুটি ধরে টানা হেঁচড়া করলে আমি মাথায় প্রচন্ত আঘাত পাই। আমি এসব ঘটনার সুষ্ট বিচার চেয়ে স্থানীয় সমাজপতিদের কাছে গেলে তারা আমাকে পাত্তা না দেওয়ায় আমি বাগমারা থানা পুলিশের শরনাপন্ন হয়েছে । কিন্তু এখানেও আমি বারবার হয়রানীর শিকার হচ্ছি। তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চলেছে । আমার স্বামী যাতে আমাকে তালাক দেয় আমি যাতে এই গ্রাম ছেড়ে চলে যাই এমনি নানান চক্রান্ত তারা শুরু করেছে ।বিষয়ে গ্রাম প্রধান ইবাদত সর্দারের কাছে জানতে চাইলে তিনি আবারও সেলিনাকে নষ্টার অপবাদ দিয়ে বলেন, ওই নারী এর আগেও ধরা পড়েছে। কেউ তার বিচার করেনি। তাই আমরা তাতে সমাজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তাকে মারপিট বা তার কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগকে তিনি মিথ্যা বলে দাবী করেন। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, এমন একটি অভিযোগ তদন্তের জন্য এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলেই পরবতী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসান জানান, অভিযোগের সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। সমস্যার সমাধান গ্রামবাসীরা নিজেরাই করবেন বলে দুই দিন সময় চেয়েছেন।

বাগমারায় শেষ সময়ে জমে উঠেছে ঈদ বাজার- বাগমারা টাইমস





মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:

রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজার সহ ১৬ টি ইউনিয়ান ও দুটি পৌরসভার বিভিন্ন মার্কেট ও বিপনী বিতান গুলোতে পুরোদমে ঈদের কেনা-কাটা শুরু হয়েছে। এসব এলাকায় ছোট বড় বিভিন্ন বিপনী বিতান রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে কেনা কাটার জন্য অস্থায়ী ভাবে নতুন বাজারও গড়ে উঠেছে অনেক এলাকায়। তবে সব কিছু ছাপিয়ে বাগমারা  ও আশেপাশের এলাকার মানুষের ঈদের কেনা কাটার  প্রধান আকর্ষণের স্থান হয়ে দাঁড়িয়েছে ভবানীগঞ্জ নিউমার্কেট। স্থানীয় এমপি’র ব্যবসায়িক প্রতিষ্ঠান ভবানীগঞ্জ নিউমার্কেট এখন বাগমারাবাসীর অহংকার। বাগামারার বিভিন্ন এলাকাসহ আশেপাশের এলাকার শত শত মানুষ প্রতিদিন এই মার্কেটে আসছেন ঈদের কেনাকাটা করতে। নিত্যপন্যের প্রায় সবকিছুই এখানে মিলছে সুলভ মল্যে। ভবানীগঞ্জ নিউমার্কেটে এবার ঈদ কেনাকাটায় বাড়তি আকর্ষণ হিসাবে রয়েছে বিভিন্ন দোকানীর ডিসকাউন্ট অফার। বিগত ঈদুল ফিতরে তারা ভালো ব্যবসা করতে না পারায় তাদের অনেক পন্য দোকানেই রয়ে গেছে। তাই তারা ওইসব পন্য এবার অনেক কম দামে ডিসকাউন্ট দিয়ে বিক্রির জন্য ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। ফিরোজা বস্ত্র বিতানের মালিক রহিদুল ইসলাম জানান, এবার কুরবানীর ঈদে সরকার লকডাউন তুলে দেওয়ায় তাদের ব্যবসা এখন বেশ জমে ওঠেছে। গত ঈদুল ফিতরে তারা করোনার কারণে ভাল ব্যবসা করতে পারেননি। তাই তারা বেশি পন্যের ক্রেতাকে এবার ডিসকাউন্ট সুবিধা দিয়ে আরো বেশি ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন। 


ঈদ উপলক্ষ্যে বিভিন্ন রেডিমেট ও কসমেটিকক দোকানে কেনাকাটা জমজমাট হয়ে উঠলেও বিভিন্ন টেইলারিং হাউজগুলো বসে নেই ।  হরদম পরিশ্রম করে যাচ্ছেন টেইলার্সের কারিগর ও কর্মচারীরা। ইতিমধ্যে অনেক টেইলার্স নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে। 


ভবানীগঞ্জ নিউমার্কেটে বেশির ভাগ ক্ষেত্রে মহিলা ক্রেতাদের পাশাপাশি ছোট সোনামনিদের ভিড় লক্ষণীয় । এখানে পর্যাপ্ত জায়গা ও নিউমার্কেটের নিচ তলায় চা কপি পান করা সহ বিভিন্ন ফাস্ট ফুড খাওয়ার সুবিধা থাকায় সবাই ছুটে আসেন এই নিউমার্কেটে। এছাড়া এখানে প্রতি তলায় নারী পুরুষের জন্য আলাদা আলাদা পেশাব পায়খানায় পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। রয়েছে নিচ তলায় বিশাল পার্কিয়ের ব্যবস্থা। ফলে যে কেউ এখানে নিরাপদে গাড়ি রেখে অনায়েসে কেনাকাটা ও চা নাস্তা সারতে পারবে । নিউমার্কেটের সামিয়া সুজ দোকানের মালিক সোহেল রানা জানান, ভবানীগঞ্জ নিউমার্কেটে তার দুটি দোকান রয়েছে। এখানকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। তাই সাধারন ক্রেতারা এই নিউমার্কেটে আসতে পছন্দ করেন। কলেজ ছাত্রী সুমাইয়া ও তার বান্ধবী রিক্তা খাতুন জানান, নিরাপত্তা ঝামেলা মুক্ত পরিবেশে কেনা কাটার জন্য ভবানীগঞ্জ নিউমার্কেট তাদের প্রথম পছন্দ। এখানে একি সাথে অনেক দোকান রয়েছে। তাই তারা পছন্দমত জিনিস দরদাম করে কিনতে পারে। ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, নিউমার্কেট বাগমারার অহংকার ও গৌরবের বিষয়। এখানে অনেক বড় বড় এমপি মন্ত্রীর পদার্পন ঘটে। রয়েছে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম। বিভিন্ন অনুষ্ঠানের সময়ে এখানে হাজার হাজার লোকের সমাগম ঘটে। তখন নিউমার্কেট সহ গোটা ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন দোকানীর কেনাকাটা ব্যাপক বেড়ে যায়। ভবানীগঞ্জ নিউমার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দরা জানান, নিউ মার্কেটের কাজ এখনো চলমান রয়েছে। পুরো কাজ শেষ হলে এবং গোটা নিউমার্কেট পুরোদমে চাল হলে এখানে প্রায় দশ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে। স্থানীয় এমপি ইঞ্জিঃ এনামুল হক জানান, বাগমারার উন্নয়ন ও এলাকাবাসীর স্বার্থে এই নিউমার্কেট। পুঠিয়া থেকে ভবানীগঞ্জ পর্যন্ত মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। আগামী বছরের মধ্যে এটি শেষ হবে। একি ভাবে আমরা ভবানীগঞ্জ থেকে নওগাঁ পর্যন্ত একই মহাসড়ক নির্মাণ করব। আগামী দুএক বছরের মধ্যে এসব রাস্তাঘাট নির্মাণ হলে ভবানীগঞ্জ একটি আধুনিক শহরে রুপান্তর হবে।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের যাত্রা শুরু, নীরো আহবায়ক ও আব্দুল আউয়াল সদস্য সচিব নির্বাচিত-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদকঃ

পেশাগত দক্ষতা উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য, মর্যাদা, সৌহার্দ্য-সম্প্রীতি বজায়, নিরাপত্তা নিশ্চিত ও ন্যায় সংগত অধিকার আদায়ের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো রাজশাহী মহানগর প্রেসক্লাব।


সোমবার (১৯ জুলাই) বিকেলে নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এক সভায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের মোট ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। 


এতে উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক রাজশাহীর আলো’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনা’র সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো আহবায়ক এবং দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মুহা: আব্দুল আউয়াল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। 


এছাড়া দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানী ও অনলাইন নিউজ পোর্টাল মতিহার বার্তা ডটকমের সম্পাদক আনোয়ার হোসেন যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।


আর কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন- দৈনিক আমাদের নতুন সময়’র রাজশাহী ব্যুরো চীফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চীফ রিপোর্টার মঈন উদ্দিন, দৈনিক সময়ের কাগজের রাজশাহীর স্থানীয় সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, দৈনিক আমাদের নতুন সময়’র স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল রাজশাহীর সময় ডটকমের চীফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, দৈনিক আমাদের সময়’র রাজশাহী জেলা প্রতিনিধি ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার ফয়সাল আহমেদ এবং দৈনিক সময়ের কাগজের ফটোসাংবাদিক ফায়সাল হোসেন।


এতে সভাপতিত্ব করেন দৈনিক রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত ভাবনা পত্রিকার সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো। সভায় প্রেসক্লাবের নতুন সদস্য অন্তর্ভুক্তকরণ, পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় আগামী এক মাসের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি (নির্বাহী পরিষদ) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 


তথ্যঃ রাজশাহীর সময়

বগুড়া ডিবির মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজা সহ গ্রেফতার ১-বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদকঃ

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি।


 বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১ কেজী গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির একটি টিম ইং-১৮/০৭/২০২১ তারিখ ১৯.৩৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন ভূবনগাতী জাঙ্গালপাড়া চারমাথা বাজার সাকিন্থ জনৈক মোঃ শাহেদ আলীর টেইর্লাসের সামনে পাকা রাস্তার উপর  হইতে ১ কেজী গাঁজাসহ আসামী মোঃ জাহিদুল ইসলাম @ জাহিদ (২৬), পিতা-মৃত আবুল মন্ডল, সাং-পাঁচথুপি,থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া ধুনট থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা করা হইয়াছে। 

সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903