বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার দাফন সম্পন্ন- বাগমারা টাইমস
মোস্তাফিজুর রহমান জীবন, বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—- রাজেউন)। শনিবার (৩১ জুলাই) ভোর ৫.২০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
শনিবার বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা মৃত গনি মৃধার ছেলে। তাঁর বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৮ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ্ মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ এনামুল হক। সেই সাথে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার জানাযায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাক আহম্মেদ, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি এ্যাডঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ হাকিম প্রাং, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকার, সাধারণ সাম্পাদক প্রভাষক আবু সাইদ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।