নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) সময়সূচি ঘোষণা করেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফ আহম্মেদ।
আগামী ২৯ মে, (শনিবার) সকাল ৯ ঘটিকায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন- ৫৫, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ ইঞ্জিঃ মোঃ এনামুল হক।
এ খেলায় দিনের প্রথম দল হিসেবে অংশগ্রহণ করবে বড়বিহানালী বনাম যোগীপাড়া ইউনিয়ন (অনূর্ধ্ব-১৭)।
ইতোমধ্যে টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে শিরোপা লড়াইয়ে অংশ নিচ্ছে ২ (দুই) গ্রুপ। যথাক্রমে ক- গ্রুপে ৮টি দল এবং খ- গ্রুপে ১০টি দল।
ক- গ্রুপের দলগুলো হলো- বড়বিহানালী, যোগীপাড়া, আউচপাড়া, শ্রীপুর, ভবানীগঞ্জ পৌরসভা, গোয়ালকান্দি, হামিরকুৎসা, কাচারি কোয়ালিপাড়া।
খ- গ্রুপে রয়েছে- শুভডাঙ্গা, নরদাশ, বাসুপাড়া, গোবিন্দপাড়া, ঝিকড়া, সোনাডাঙ্গা, তাহেরপুর পৌরসভা, দ্বীপপুর, গণিপুর, মাড়িয়া। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতা করছে উপজেলা ক্রীড়া সংস্থা।
খেলার সময়কাল ৩০ মিনিট, প্রথমার্ধ ১৫ মিনিট, এর পর ৫ মিনিট বিরতি এবং দ্বিতীয়ার্ধ ১৫ মিনিট। প্রতিটি খেলায় তালিকাভুক্ত খেলোয়াড় হতে সর্বোচ্চ ৪ (চার) জন খেলোয়াড় পরিবর্তন করা যাবে। খেলোয়াড় তালিকায় অথবা খেলা শুরুর পর খেলায় অংশগ্রহণকারী কোন দলের ০৭ (সাত) জন খেলোয়াড় কম থাকলে প্রতিপক্ষ দলকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হবে এবং গোল সংখ্যা ২ (দুই) এর বেশি হলে তা বহাল থাকবে। প্রতিবন্ধী দুইটি দলের ০৭ (সাত) জনের কম খেলোয়াড় থাকলে খেলাটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। যদি কোন দল খেলা শুরু হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত না থাকলে ১০ মিনিট অপেক্ষা করে উপস্থিত দলকে বিজয়ী ঘোষণা করা হবে। উল্লেখ্য, তালিকা ভুক্ত খেলোয়াড়দের এসএসসি পরীক্ষার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) এর অনুলিপি ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা প্রদান করতে হবে। অবশ্যই, প্রত্যক খেলোয়াড়কে বুট পরিধান করতে হবে
প্রত্যক দলের খেলোয়াড় এর সংখ্যা হবে ১৬ জন, কোচ কর্মকর্তা ২ জন সহ মোট ১৮ জনের তালিকা জমা দিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ বলেন, আমরা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে খেলার জন্য ভালো একটি টিম গঠন করতে চাই। উপজেলার বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে এই টিম গঠন করা হবে। যা ‘অনূর্ধ্ব-১৭’ ঝাঁকজমকভাবে স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
খেলার সময়সুচীঃ
প্রথম দিন (ক- গ্রুপ)
১। ২৯ মে- শনিবার, বড়বিহানালী বনাম যোগীপাড়া
২। ২৯ মে- শনিবার, আউচপাড়া বনাম শ্রীপুর
৩। ২৯ মে- শনিবার, ভবানীগঞ্জ পৌরসভা বনাম গোয়ালকান্দি
৪। ২৯ মে- শনিবার, হামিরকুৎসা বনাম কাচারি কোয়ালিপাড়া
২য় দিন (খ- গ্রুপ) সময়সুচীঃ
১। ৩০ মে- রবিবার, শুভডাঙ্গা বনাম নরদাশ
২। ৩০ মে- রবিবার, বাসুপাড়া বনাম গোবিন্দপাড়া
৩। ৩০ মে- রবিবার, ঝিকড়া বনাম সোনাডাঙ্গা
৪। ৩০ মে- রবিবার, তাহেরপুর পৌরসভা বনাম দ্বীপপুর
৫। ৩০ মে- রবিবার, গণিপুর বনাম মাড়িয়া।
খেলা হবে নকআউট পদ্ধতিতে।
প্রথম দিনের (ক- গ্রুপ) এর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে উক্ত দিনে বেলা ১১: ৫০ মিনিট যথাক্রমে ১২: ৪০ মিনিট এবং (ক- গ্রুপ) এর ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার (২৯ মে) বিকাল ৪ ঘটিকায়।
দ্বিতীয় দিনের (খ- গ্রুপ) সেমিফাইনাল অনুষ্ঠিত হবে উক্ত দিনে বেলা ১২টা, যথাক্রমে ১২:৪০ মিনিট, ১: ৩০ মিনিট, ২: ৩০ মিনিট।
ক- গ্রুপ) এর ১ম দিনের চ্যাম্পিয়ান দল ২য় দিনের চ্যাম্পিয়ন দলের সঙ্গে ফাইনাল খেলবে।
উল্লেখ্য, দ্বিতীয় দিনের (খ- গ্রুপ) এর খেলায় সেমিফাইনাল পর্বে ৮ (আট) নং খেলায় নির্ধারিত সময়ে ড্র হলে ৭ (সাত) নং খেলার দলকে পরবর্তী পর্যায়ে খেলায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।