সর্বশেষ খবর

আজ মহান ও ঐতিহাসিক মে দিবস


 

টাইমস ডেক্সঃ

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামের স্মারক হিসেবে পয়লা মে সারা বিশ্বে ‘মে দিবস’ পালিত হয়। এ দিবসের একটি গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। ঊনিশ শতকের শেষার্ধ পর্যন্ত শ্রমিকদের ছিল না কোনো ন্যায্য মজুরির নিশ্চয়তা, ছিল না কাজের নির্দিষ্ট সময়ের সীমা। মালিকরা তাদের খেয়ালখুশি মতো শ্রমিকদের দৈনিক ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত খাটাতেন। ১৮৭৭ সালে ন্যায্য মজুরি, আট ঘণ্টা কর্মদিবস ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ব্যাপক ধর্মঘট পালন করেছিল। এই ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেয়া হয়। গুলিতে ১৮৮৪ সাল পর্যন্ত ৩০০ শ্রমিক আহত হয়েছেন। ১৮৮৬ সালের পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনেক শ্রমজীবী মানুষ নিপীড়নের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রচণ্ড দুর্বার আন্দোলন। সেই দিন যুক্তরাষ্ট্রের ১১ হাজার ৫৬২টি শিল্পকারখানাসহ সব শিল্পাঞ্চলে আট ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন শ্রমিকরা।



শিকাগো শহরের ‘হে’ মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভের সমুদ্রে। শহরের তিন লক্ষাধিক মেহনতি মানুষ কাজ বন্ধ রেখে সংগ্রামের লাল ঝাণ্ডা হাতে নিয়ে নেমে আসেন রাস্তায়। এ সময় আন্দোলনরত বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালায় সরকারের পুলিশ। গুলিতে ওই দিনই নিহত হন ১০ জন শ্রমিক, আহত হন হাজার হাজার শ্রমিক। তবুও অব্যাহত থাকে ধর্মঘট ও আন্দোলন। এরপর ৩ মে রিপার কারখানার সামনে প্রতিবাদ সভায় পুলিশের গুলিতে প্রাণ হারান আরো ছয়জন শ্রমিক। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ৪ মে শিকাগোর ‘হে’ মার্কেট স্কয়ারে স্মরণাতীত-কালের বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আবারো বর্বরোচিত হামলা চালায় পুলিশ বাহিনী। ওই ঘটনায় চারজন শ্রমিক ও সাত পুলিশ নিহত হয়। আন্দোলনে অংশ নেয়ার কথিত অপরাধে গ্রেফতার করা হয় বহু শ্রমিককে। গ্রেফতারকৃত ছয়জন শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। কারাগারে আত্মহনন করেন এক শ্রমিক। কারাগারে আটকে রেখে নির্মম নির্যাতন করা হয় হাজার হাজার শ্রমিককে। দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ‘হে’ মার্কেটের শ্রমিকদের আত্মত্যাগ ও রক্তস্নাত প্রতিরোধযুদ্ধে এবং আন্দোলনের মধ্যে দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়। দীর্ঘদিনের বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে অধিকার আদায়ের সংগ্রামের এই দিনে শ্রমিকরা বুকের রক্ত ঝরিয়ে সৃষ্টি করেছিলেন এক অপার উপাখ্যান। অবশেষে দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার।


১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক’ শ্রমিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ‘পয়লা মে’ তারিখকে ঘোষণা করা হয় ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৮৯০ সাল থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়ে আসছে ‘মে দিবস’।


ঐতিহাসিক ও মহান ‘মে দিবস’ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এবং বিশ্বের শ্রমজীবী মানুষের আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন। মনে রাখতে হবে, দেশ ও জাতির উন্নয়নে শ্রমিকদের মর্যাদা প্রদান অতি আবশ্যক।


এক অর্থে সব শ্রমজীবী মানুষকে শ্রমিক বলা যেতে পারে। শুধু পরিবহন, পোশাক কিংবা কলকারখানায় কাজ করা, নিচের পদের মানুষকে শ্রমিক হিসেবে গণ্য না করে কায়িক পরিশ্রম করা মানুষকেই শ্রমিক হিসেবে দেখা যেতে পারে। হোন তিনি দিনমজুর কিংবা চাকরিজীবী বা ব্যবসায়ী। সবাই শ্রম দিচ্ছেন যার যার স্তরের শ্রমিক হিসেবে।


আমাদের দেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বসহকারে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। কিন্তু আজো শ্রমিকদের সার্বিক কল্যাণ সুনিশ্চিত হয়নি। শ্রমিক স্বার্থ সংরক্ষণ ব্যতীত শিল্পের বিকাশ সম্ভব নয়। উল্লেখ্য, গত ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজায় পোশাক তৈরি কারখানা ভবন ধসে পড়ে। এতে পাঁচটি পোশাক কারখানার এক হাজার ১৩৮ জন শ্রমিক প্রাণ হারান। আহত হলেন সহস্রাধিক শ্রমিক। তাদের মধ্যে অঙ্গ হারিয়েছেন ২৭ জন।


২০০৫ সালের ১১ এপ্রিল সাভারের পলাশবাড়ির শাহরিয়ার ফ্যাব্রিকস ইন্ডাস্ট্রিজ ও স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজের ভবন ধসে ৬২ জন শ্রমিকের মৃত্যু, ২০১০ সালে ১ জুন তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে ভবনধসে ২৫ জনের মৃত্যু, ২০১২ সালের নভেম্বরে আশুলিয়ার তাজরীন গার্মেন্টস ভবনে অগ্নিকাণ্ডে প্রায় ১০০ শ্রমিকের মৃত্যু, আশুলিয়ার প্রাণকেন্দ্রের একটি ভবনধসে কয়েকজনের মৃত্যু এবং গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় শ্রমিক প্রাণহানির ঘটনা ঘটেছে। পুরান ঢাকার চকবাজার ও বনানীর বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শ্রমিকসহ অনেকের প্রাণহানির মতো হৃদয়বিদারক ঘটনা আমাদের নিদারুণভাবে শোকাহত ও বেদনাহত করে রেখেছে। তাই আজ নিহত ও আহত সব শ্রমিকের প্রতি আন্তরিক সমবেদনা, সহমর্মিতা ও সহানুভূতি জানানো অপরিহার্য।


বস্তুত বাংলাদেশের সামগ্রিক উন্নতির মূলে সৃজনশীল গরিব শ্রমিক। শ্রমিকদের জীবন নিয়ে টানাহেঁচড়া যেমন কাম্য নয়, তেমনি সবার শ্রমিকবান্ধব হওয়াও বাঞ্ছনীয়। পরিবহন শ্রমিক, পোশাক শ্রমিক, বিভিন্ন শিল্প কলকারখানার শ্রমিকসহ ক্ষুদ্র থেকে বৃহৎ সব কর্মকাণ্ডে নিয়োজিত সব শ্রমিকের সামগ্রিক স্বার্থ ও সঠিক মর্যাদা রক্ষার্থে মালিক পক্ষকে সব গাফিলতির ঊর্ধ্বে উঠে ন্যায্য মজুরি প্রদানসহ শ্রমিকসেবা নিশ্চিত ও ত্বরান্বিত করা জরুরি। তবেই হবে মহান ও ঐতিহাসিক ‘মে দিবস’-এর অঙ্গীকার পূরণ এবং ‘এ দিবস’ হবে সার্থক।

বাগমারায় তরমুজ বাজার মনিটরিং অভিযান ও অবৈধ ভাবে সরকারি রাস্তা নষ্ট অভিযান অব্যাহত থাকবে


স্টাফ রিপোর্টারঃ


কয়েকদিন থেকে দেশে সব স্থানে মৌসুমি  ফল তরমুজের মুল্য নিধারণ ও পিচে নয় কেজিতে বিক্রিয়ের অভিযোগ শুনা যাচ্ছে  ক্রেতাদের কাছে থেকে  উচ্চ বাজার দাম অনেক চড়া ইত্যাদি ইত্যাদি অভিযোগ সাধারণ ক্রেতাদের। @বাগমারা টাইমস হতে আজ পোস্ট করা হয় যে তাহেরপুর  হাট জুড়ে তরমুজ ৫০/৬০ টাকা কেজিতে আজও বিক্রি  করা হচ্ছে  নেই কোন প্রশাসনিক সুব্যবস্থা।  

তারি ধারাবাহিতার মাঠে নামে উপজেলা প্রশাসন শরিফ আহম্মেদ। 




আজ ভবানীগন্জ তাহেরপুর তরমুজ কান্ডে দাম ও মুল্য নিধার্রণ নিয়ে শরিফ আহম্মেদ  ফেসবুক আইডি পোস্ট করেন । 


আজ ভবানীগঞ্জ ও তাহেরপুর বাজারে তরমুজের বাজার মনিটরিং করা হয়েছে শরিফ আহম্মেদ  বিক্রেতার কাছে থাকা রশিদ অনুযায়ী প্রতি কেজি তরমুজের ক্রয়মুল্য ৪২.২৫ টাকা, সাথে পরিবহন ও হাট ইজারামুল্য যোগ করে তারা বিক্রি করছে তরমুজের সাইজ অনুযায়ী ৪৫/৫০ বা ৫৫ টাকা.প্রিয় বাগমারা বাসী এতে বিক্রেতা কত লাভ করছে বা কত বিক্রয় মূল্য হওয়া উচিত, আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানিয়ে বাধিত করবেন।




বিক্রেতা মান ভেদে বিক্রিয় করেছেন ৪৫/৫০/৫৫ টাকা কেজি দরে।  তার সাথে সাথে তরমুজের খুরচা  সঠিক মুল্য কেমন হওয়া  উচিত  সেই পরামর্শ চেয়েছেন উপজেলা প্রশাসন।


তরমুজ অভিযান শেষে শরিফ আহম্মেদ  অবৈধ  যান ( কাকড়া) মাটি বহন করে  রাস্তা নষ্ট করার দায়ে আজ ০৪ জন কে ৪০০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে. অভিযান অব্যাহত থাকবে.আপনার কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে inbox এ তথ্য দিন,ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ. জানিয়েছেন তিনি।

কিসমিস খাবেন যেসব কারণে


 


সুস্বাস্থ্য ডেক্সঃ

রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস। কিন্তু শুকনো কিসমিস খাওয়ার বদলে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। রোজ কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। 


এছাড়া, কিসমিস হৃদয় ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর ভিটামিন এবং খনিজ আছে। আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। যা সহজে রোগমুক্তির কারণ। আর আছে প্রচুর আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার।

কিসমিস খাওয়ার সবচেয়ে ভালো উপায় সারারাত কিসমিস পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে সেটা খান। ভেজানো কিসমিসে থাকে আয়রন, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। তাছাড়া এতে থাকা প্রাকৃতিক চিনি শরীরের কোন ক্ষতিও করে না। হাই ব্লাডপ্রেসারের সমস্যা থাকলেও এটি তা বশে রাখে। একইভাবে কিসমিস

ভেজানো পানিও শরীরের পক্ষে উপকারি।


এবার জেনে নিন ভেজানো কিসমিসের উপকারিতা সম্পর্কে...

# সুস্থভাবে ওজন বাড়ায় : সব ড্রায়েড ফ্রুট যেমন খেজুর কাজুবাদাম ইত্যাদির মতই, কিসমিস সুস্থ উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। কারণ এতে আছে প্রচুর ফ্রুক্টোজ, গ্লুকোয ও পোটেনশিয়াল এনার্জিতে ভরপুর এই কিসমিস। বডি বিল্ডার বা অ্যাথলিটদের ক্ষেত্রে কিসমিস খেতে বলা হয় কারণ তাদের প্রচুর এনার্জি লাগে বা ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্টেরল এড়িয়ে কিসমিস খেলে সুস্থভাবে ওজন বাড়তেও সাহায্য পাওয়া যায়। 

# ক্যান্সার প্রতিরোধ : কিসমিসে ক্যাটেচিন নামক একধরনের অ্যান্টিওক্সিডান্ট থাকে যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি র‍্যাডিকলগুলিকে লড়াই করে নিঃশেষ করে। এটা জানা গেছে যে শরীরের এই ফ্রি র‍্যাডিকলগুলিই ক্যান্সার সেলের স্বতঃস্ফুর্ত বৃদ্ধিতে সহায়তা করে এবং মেটাস্টাসিসএও সাহায্য করে। কিসমিস নিজের রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিন এর মতন শক্তিশালী অ্যান্টিওক্সিড্যান্ট এর মাত্রা বৃদ্ধি পায়,ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বা যারা এতে আক্রান্ত, তাদের শরীরে বৃদ্ধির পরিমাণ খানিকটা হলেও কমিয়ে দেয়।

# ডায়াবেটিস প্রতিরোধ : শুনতে আশ্চর্য লাগলেও, কিছু কিছু পরীক্ষায় দেখা গেছে যে কিসমিস পোস্টপ্রান্ডিয়াল ইন্সুলিন রেস্পন্সকে নামিয়ে দেয়, যার মানে দাঁড়ায় যে কিসমিস খেলে লাঞ্চ বা ডিনারের পরে শরীরে যে ইনসুলিনের হঠাত্‍ বৃদ্ধি বা ঘাটতি দেখা দেয়, তা প্রতিরোধ করতে সাহায্য করে। লেপটিন আর ঘ্রেলিন নামক দুটি হোরমোনের রিলিজেও কিসমিস সাহায্য করে, যেগুলি শরীরকে সিগনাল দেয় কখন খিদে পেয়েছে বা কখন যথেষ্ট পরিমানে খাদ্য গ্রহণ করা হয়েছে। তাই কিসমিস খেলে অত্যাধিক খাওয়া রোধ করা সম্ভব।

তবে অধিক পরিমাণে কিসমিস খেলে সমস্যা হতে পারে, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা। কারণ ফ্রুক্টোজ বা গ্লুকোজ ডায়াবেটিস-এর রোগীর জন্য মারাত্মক হতে পারে।

# মস্তিষ্কের জন্য : কিসমিসে থাকা বোরন মস্তিষ্কের জন্য খুবই উপকারী। বোরন ধ্যান বাড়াতে সহায়ক। ফলে কাজে মনোযোগ বাড়ে। এটি বাচ্চাদের পড়াশোনাতেও মনোযোগী করে তুলতে পারে।

# অ্যানিমিয়া প্রতিরোধ : কিসমিসে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্তাল্পতা বা অ্যানিমিয়া কমাতে সরাসরি সাহায্য করে। এছাড়াও, ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বেশ কিছু ভিটামিন এতে পাওয়া যায়, যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে। কিসমিসে কপারও থাকে যা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে।

# জ্বর সারাতে : কিসমিসে আছে ফেনল ফাইটোনিউট্রিয়েন্টস, যার জীবাণুনাশক শক্তি, অ্যান্টিব্যাক্টিরিয়াল এবং অ্যান্টিওক্সিড্যান্ট বৈশিষ্ট্য ব্যাক্টেরিয়া এবং ভাইরাল ইনফেকশানের জন্য হওয়া জ্বর কমাতে সাহায্য করে।

# চোখের স্বাস্থ্যের পক্ষে উপকারী : চোখের জন্য আদর্শ খাবার। কিসমিস দৃষ্টিশক্তি বাড়ায়। কিসমিসে রয়েছে ভিটামিন-এ ও বিটা ক্যারোটিন।

# দাঁতের যত্নে : অলিওনেলিক অ্যাসিড বলে একটি ফাইটো কেমিকল আছে যেটি দাঁতের ক্ষয়, ক্যাভিটি ও দাঁতের ভঙ্গুরতা থেকে সুরক্ষা প্রদান করে। “স্ট্রেপ্টোকক্কাস মিউটান্স” ও “পরফিরোমনাস জিঙ্গিভালিস”, দাঁতের ক্ষয়ের জন্য দায়ী এই দু’টি ব্যাক্টেরিয়ার বৃদ্ধি ঠেকাতে এই অ্যাসিডের জুড়ি নেই। তাছাড়াও, কিসমিসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকার জন্য এটি দাঁত শক্ত করে এবং এনামেল গড়তেও সাহায্য করে, যা সুস্থ দাঁতের জন্য খুব দরকারী। 

# হাড়ের স্বাস্থ্য বর্ধন : কিসমিসে পাওয়া যায় আরো এক উপাদান, ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের জন্য খুব প্রয়োজন। এছাড়াও, বোরন নামক এক মাইক্রো নিউট্রিয়েন্টও কিসমিসে থাকে যা সঠিক ভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে। মাইক্রো নিউট্রিয়েন্ট শরীরে খুব অল্প পরিমাণে দরকার বলেই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে পরিচিত কিন্তু শরীরে এর উপস্থিতির গুরুত্ব অসীম। তাই বোরন মেনোপজ ঘটে যাওয়া নারীদের মধ্যে অস্টিয়োপোরসিস এবং হাড় ও জয়েন্ট এর জন্য খুব উপকারী। 

# কোষ্ঠ্যকাঠিন্য দূর করে : কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা শরীরের পরিপাকক্রিয়ায় দ্রুত সাহায্য করে। এতে করে খাবার সহজে হজম হয় এবং শরীরের কোষ্ঠ্যকাঠিন্যর মত সমস্যা দূর করে।

# রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে : কিসমিসে থাকা পটাশিয়াম রক্তের চাপ কমাতে সাহায্য করে। শরীরে থাকা উচ্চমাত্রার সোডিয়াম, রক্তচাপ বাড়ার প্রধান কারণ। কিসমিস শরীরের সোডিয়াম মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

# রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : কিসমিসে ভিটামিন এবং খনিজগুলির সাথে অ্যান্টিঅক্সিডেন্টস এবং পলিফেনলগুলির মতো অন্যান্য যৌগগুলির মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলি আমাদের সিস্টেমে ফ্রি র‌্যাডিকালগুলোর সাথে লড়াই করতে, এগুলিকে স্থিতিশীল করতে এবং তাদের শ্বেত রক্তকণিকা সহ আমাদের কোষগুলিকে অক্সিডেটিভ ক্ষতির কারণ হতে রোধ করে যা আমাদের ইমিউন সিস্টেম গঠন করে।

# ঘুম ভালো হয় : ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে। এক্ষেত্র

রাজশাহীতে ইফতার খেয়ে দুই মহল্লার মানুষ ডায়রিয়া আক্রান্ত

 

টাইমস ডেক্সঃ


বারান্দায় বাবা স্বপন শুয়ে আছেন। তাঁর পাশে চার বছরের ছেলে শাহনেওয়াজকে একটা কাটা কাপড় পরিয়ে রাখা হয়েছে। মা জুলেখা বেগম বললেন, ছেলে প্যান্ট খোলার সময় দিচ্ছে না। তাই তাকে কাটা কাপড় পরিয়ে রাখা হয়েছে। তিনি নিজেও সকাল থেকে পাঁচবার বাথরুমে গিয়েছেন। এখন হাত-পা কাঁপছে। তিনি একা আর সামাল দিতে পারছেন না। তাই তার মাকে আসার জন্য ফোন করছেন।


আজ শুক্রবার রাজশাহী নগরের আহাম্মেদনগর মিলপাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে এই অবস্থা দেখা যায়। মহল্লার ঘরে ঘরে এই চিত্র। পাশের মহল্লা ফরিদাবাদেও এই অবস্থা। আক্রান্ত ব্যক্তিরা বলছেন, তাঁরা সবাই সিটি করপোরেশনের বিতরণ করা ইফতার খেয়েছিলেন।


রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান ও কোভিড-১৯ পরিস্থিতিতে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরের ১৮ নম্বর ওয়ার্ডের আলিফ লাম মিম ভাটা মোড়ের ওই দুই মহল্লার ৫০০ গরিব, অসহায় ও নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের মাঝে  ইফতার ও মাস্ক বিতরণ করা হয়েছে। ইফতারের প্যাকেটে বিরিয়ানি, একটা ডিম, এক টুকরা মাংস ও দুটি খেজুর ছিল।


দুই মহল্লার আক্রান্ত ব্যক্তিরা বলছেন, তাঁরা সবাই সিটি করপোরেশনের বিতরণ করা ইফতার খেয়েছিলেন। আজ শুক্রবার সকালে প্রথম আলো ওই দুই মহল্লায় কথা বলে এমন একজন মানুষও পায়নি, যিনি ওই ইফতার খাওয়ার পর ভালো আছেন।


ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নাইমুল হুদা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক, আইন সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুল ওয়াহেদ খান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহরুল ইসলাম প্রমুখ।


আজ শুক্রবার সকালে প্রথম আলো আহাম্মেদনগর মিলপাড়া ও ফরিদাবাদ দুই মহল্লায় কথা বলে এমন একজন মানুষও পায়নি, যিনি ওই ইফতার খাওয়ার পর ভালো আছেন। সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিমতে, ওই দুই মহল্লায় যেহেতু ৫০০ বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়েছে, তাহলে পরিস্থিতি কতটা ব্যাপক তা অনুমেয়। সকালে খবর পাওয়া যায়, পাড়ার মোড়ের ওষুধের দোকানগুলোতে মানুষ স্যালাইন কিনতে ভিড় করছেন।


বেলা ১১টার দিকে মিলপাড়ায় গিয়ে দেখা যায়, ঘরে ঘরে মানুষ পড়ে রয়েছেন। মহল্লার মানুষের মুখে মুখে একই কথা। মিলপাড়ার নাসিমা বেগমের দোকানে শিশুসন্তানকে সঙ্গে করে স্যালাইন কিনতে এসেছিলেন রোকসানা বেগম (১৮)। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। পেটের ব্যথায় কোঁকাচ্ছিলেন। বললেন, বমি আর পাতলা পায়খানা করতে করতে রাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ইফতারের বিরিয়ানি হজম হয়নি। ওই রকমই বের হচ্ছে। তাঁর বাচ্চাকে ডিমটা দিয়েছিলেন। তার কিছু হয়নি। ডিমটা ভালো ছিল।


রোকসানা মহল্লার ভাড়াটে। তাঁর স্বামী আবুল একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। তাঁদের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। দোকানের সামনে দাঁড়িয়েই মাকে আসার জন্য ফোন করছেন। তিনি বলেন, রাতেই এই দোকান থেকে ১০টা স্যালাইন কিনেছেন। হাতে নগদ টাকা নেই। তাই নাসিমা বেগমকে স্যালাইনের দাম খাতায় লিখে রাখার জন্য অনুরোধ করলেন।


চা-দোকানি মকবুল হোসেন (৫০) ও তাঁর স্ত্রী মিনি বেগম হাত-পা ছেড়ে দিয়ে শুয়ে রয়েছেন। তাঁদের ছেলের বউ নগরের কয়েরদাঁড়া এলাকা থেকে এসেছেন শ্বশুর-শাশুড়িকে দেখাশোনা করার জন্য। তিনি বলেন, বাথরুমে যেতে যেতে তাঁর শ্বশুর-শাশুড়ি কাহিল হয়ে পড়েছেন।


পাড়ার বাসিন্দা নয়ন (৩৫) বলেন, মানুষ ত্রাণের চাল নেওয়ার জন্য যেমন হুমড়ি খেয়ে পড়েন, সকালে পাড়ার ওষুধের দোকানের সামনে তেমন ‘চাইলের ভিড়’ লেগে গিয়েছিল। তিনি বলেন, তাঁর আট বছরের মেয়ে আর উঠতে পারছে না। তবে তাঁর স্ত্রী রওশন আরা বেগম তিনবার বাথরুমে যাওয়ার পর কোনোমতে সামলে নিয়েছেন।


মনোয়ারা বেগমের ছেলে এম এ কে ফেরদৌস নগরের বিসিক এলাকার একটি দোকানের বিক্রয়কর্মী। তিনি পড়ে রয়েছেন। বিছানায় তাঁর পাশে শুয়ে রয়েছে নয় বছরের মেয়ে জান্নাতুন ফেরদৌস। তাঁদের অবস্থা খুবই কাহিল। তবে ছেলের বউ কনা আক্তার একটু ভালো আছেন। মনোয়ারা বলেন, তাঁর নাতনিটা হাত শুকানোর সময় দিচ্ছে না। বাথরুমে যেতেই হচ্ছে।


নগরের ফিরোজাবাদ এলাকায় এসে ঘরে ঘরে মানুষের একই চিত্র দেখা যায়। পাড়ার মোড়ের দোকানি জুলফিকার রহমান বলেন, সকাল থেকে শুধু স্যালাইন আর চিড়াই বিক্রি করছেন। তিনি বলেন, তিনি ওই ইফতার খাননি। যে খেয়েছে, তার কমবেশি ঝামেলা হয়েছেই।


এ ব্যাপারে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের ব্যক্তিগত সহকারী আবদুল ওয়াহেদ খান বলেন, প্রতিদিন ১ হাজার ২০০ লোকের জন্য ইফতার রান্না করে তিন জায়গায় বিতরণ করা হয়। কোথাও এ রকম হয়নি। একটা হাঁড়ির বিরিয়ানিতে দুর্ঘটনাবশত কিছু পড়তে পারে। ডায়রিয়ায় আক্রান্ত দু-তিনজনের হাসপাতালে যাওয়ার খবর তিনি পেয়েছেন। এত আক্রান্তের কথা শোনেননি। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। 


সিটি করপোরেশন কী ব্যবস্থা নেবে প্রশ্নে তিনি বলেন, মেডিকেল টিম নিয়ে ওই দুই মহল্লায় গিয়ে আক্রান্তদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। আজ থেকে রান্নার সময় আরও সতর্কতা অবলম্বন করা হবে এবং কেন এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে।


জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, ‘ফুড পয়জনিং হতে পারে। এখন তো গরম, খাবার কখন রান্না হয়েছে সেটি দেখার বিষয়।’ আক্রান্তদের করণীয় সম্পর্কে তিনি বলেন, খাওয়ার স্যালাইন খাবে। বেশি অসুস্থ বোধ করলে হাসপাতালে যাবে। 



বাগমারায় প্রেমের বিয়ের দেড় মাস পর গৃহবধূর গলাটিপে হত্যা অভিযোগ

 


স্টাফ রিপোর্টারঃ


রাজশাহীর বাগমারায় প্রেমের বিয়ের দেড় মাসের মধ্যে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ নিহত গৃহবধূ সাবিনা খাতুনের (২৩) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী সোহাগ হোসেন (১৮) ও শাশুড়ি রুপালি বেগমকে (৩৫) আটক করেছে বাগমারা থানার প্রশাসন।  রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা যায়, উপজেলার চানপাড়া গ্রামের তরুণ সোহাগ হোসেনের সঙ্গে পাশের মাঝগ্রামের সাবিনা ইয়াসমিন (২৩) নামের এক স্বামী পরিত্যাক্তা এক নারীর মুঠোফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। দেড় মাস আগে সোহাগ হোসেন প্রেমিকার সঙ্গে তার বাড়িতে দেখা করতে গেলে তাকে আটকে রাখা হয়। এসময় ওই নারী তাঁকে বিয়ের দাবি জানান। পরে সোহাগের আস্তীয়নস্বজনদের ডেকে উভয়ের সম্মতিতে নারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে উপজেলার চানপাড়ায় নানার বাড়িতে থাকতো সোহাগ।


শুক্রবার ৩০ এপ্রিল, সেহেরি খাওয়ার পর তারা একই ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে স্ত্রীকে রেখে বাড়ির বাইরে যান। বাড়িতে ফিরে স্ত্রী ঘুম থেকে না জাগলে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে বিছানায় মৃত অবস্থায় সাবিনা ইয়াসমিনকে আবিষ্কার করা হয়। থানায় খবর দেওয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তুত করে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


গৃহবধূর মা ছামেনা বিবি অভিযোগ করেন, স্বামী ও শাশুড়ি তাঁর মেয়েকে গলাটিপে হত্যা করেছে। বিয়ের পর থেকে তারা মেনে নিতে পারেনি। বিভিন্ন সময়ে নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন। তাঁর ভাষ্য, মেয়েকে মেরে ফেলে লাশ ঘরের ভেতরেই রেখেছে। মেয়ে সাবিনা ইয়াসমিন আত্মহত্যা  করবে এমন কোনো কারণ ছিল না এবং বিছানায় মরে থাকবে এমন কোনো রোগও ছিল না।


তবে দুপুরে সোহাগের মা রুপালী বেগম সাংবাদিকদের বলেন, মোবাইলের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক হয়। সে সর্ম্পকের সূত্র ধরে একটি ঘটনার মধ্য দিয়ে দেড়মাস আগে উভয়ের মধ্যে বিয়ে হয়েছে।  বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে ভালো সর্ম্পক ছিল। তাদের সঙ্গেও কোনো বিরোধ ছিল না। কী কারণে মারা গেছে তা বলতে পারছেন না তিনি।


বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় এখনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও তাঁর শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। কাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

রাজশাহীতে মধুচক্র ডিজিটাল ফাঁদ


টাইমস ডেক্সঃ


রাজশাহীতে মধুচক্রের ভয়ঙ্কর ডিজিটাল ফাঁদ! অর্থ হাতিয়ে নেওয়ার লোভে এখন নানা ধরনের ভয়ঙ্কর সব প্রতারণা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে সময়ের সঙ্গে বাড়ছে প্রতারকের সংখ্যা। বদলাচ্ছে প্রতারণার ধরন। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে ওঁতপেতে থাকা প্রতারকরা নানা কৌশলে অর্থকড়ি হাতিয়ে নিয়ে নিঃস্ব করছে মানুষকে।


এক শ্রেণীর অর্থলিপ্সু নারী ও তাদের দোসর হিসেবে তথাকথিক অনলাইন সাংবাদিকদের সহযোগীতায় এসব প্রতারণা করে চলেছে বিভিন্নস্থানে। পুলিশের কতিপয় সদস্যও জড়িত এ প্রতারক চক্রের সঙ্গে। নারী লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ। ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিও এসব প্রতারণা শিকার হচ্চেন অহরহ।


সর্বশেষ নারীর ফাঁদ পেতে বাড়িতে নিয়ে আটকে চাঁদাবাজির অভিযোগে নগরীর রাজপাড়া থানা পুলিশ নগরের কয়েরদাঁড়া এলাকা থেকে শীর্ষ চাঁদাবাজ রবিউল ইসলাম ও আরিফ হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছে। এক ব্যবসায়ীকে বাড়িতে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং প্রাণনাশের হুমকির ঘটনায় দায়েরকৃত একটি মামলায় বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার খুদনান্দ গ্রামের মিলন ব্যাপারীর পুত্র আব্দুল কাদের বুধবার দুপুরে নগরীর লক্ষ্মীপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার জন্য আসেন। সেখানে এক মহিলা সঙ্গে তার পরিচয় হয়। ওই মহিলার অনুরোধে আব্দুল কাদের তার বাড়িতে গেলে ওই মহিলাসহ ৫ ব্যক্তি তাকে একটি ঘরে আটকে এক মহিলার সাথে নগ্ন ছবি তোলেন এবং তা প্রকাশ করে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।


আব্দুল কাদের চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা সাড়ে ৫ হাজার টাকা, বিকাশের সিম ও মানি ব্যাগ রেখে জীবননাশের হুমকি দিয়ে বিদায় করে দেয়া হয়। ঘটনার পর আব্দুল কাদের রাজপাড়া থানায় অভিযোগ করলে পুলিশ কয়েরদারা এলাকা থেকে জনৈক আয়েজ উদ্দিনের পুত্র রবিউল ইসলাম ও হারুনুর রশিদের পুত্র আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। ঘটনার অন্যতম আসামি রবিউলের স্ত্রীসহ অপর তিনজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


গ্রেপ্তার রবিউল দীর্ঘদিন থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে চালান দেয়া হয়েছে। শুধু তাই নয়, এমন সব প্রতারণার ঘটনা অনেকে সামাজিক অবস্থানের কথা চিন্তা করে চেপে যাচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, অবস্থাটা এমন- যেন প্রতি এক গজ দূরত্বে দাঁড়িয়ে আছে একেকজন প্রতারক।


তারা বলছেন, এদের খপ্পর থেকে দূরে থাকার একমাত্র মাধ্যম সচেতনতা। তথাকথিত সাংবাদিকরাও এ কাজের সঙ্গে জড়িয়ে পড়েছে। নারী সংখ্যতা গড়ে তোলে তাদের মাধ্যমে খোঁজ নিয়ে ম্যাজেঞ্জারের কথোপকথন কিংবা অডিও রেকর্ড করে তা ভুক্তভোগীদের কাছে পাঠিয়ে খবর করার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। রাজশাহীতে এমন ঘটনা এখন অহরহ।


সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কায়দায় প্রতারণার ফাঁদ পাতে এ চক্রের সদস্যরা। সাধারণত সহজ-সরল ও টাকাওয়ালা মানুষই তাদের লক্ষ্য। সুযোগ বুঝেই নানা ছলচাতুরী ও মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা প্রতারণা করছে। এসব প্রতারণার মধ্যে কম খরচে বিদেশ পাঠানোর প্রলোভন, ঘরে ডেকে এনে জোর করে অশ্লিল ছবি তুলে তা ভাইরাল করার মত বিচিত্র ও অভিনব কৌশলে প্রতারণা করে এরা।


সংশ্লিষ্ট সূত্রমতে, যেসব মানুষ ভার্চুয়াল প্রতারণার শিকার হন, তাদের মধ্যে ৭০ ভাগই মামলা করতে চান না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানায়, নানা ধরনের প্রতারণার ফাঁদ পেতে চারদিকে ওঁতপেতে রয়েছে নানা প্রতারক চক্র। ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগ থাকলেও নেই প্রতিকার। মামলার পর গ্রেফতার হলেও দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও বেপরোয়া হয়ে উঠছে চক্রের সদস্যরা। শুধু রাজশাহীতে শতাধিক প্রতারক এখন সক্রিয়।


এসব প্রতারণার শিক্ষার রাজনৈতিক নেতারাও পড়ছেন। সামাজিকভাবে মান ক্ষুন্ন হওয়ার ভয়ে তারা মামলা করতে চান না। কেউ মামলা করলেও তথাকথিক সাংবাদিকরা প্রতারক চক্রের হয়ে ফেইসবুকে নানা ধরনের অপপ্রচার চালাতে থাকেন। মুলত: ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলা হয়। পরে বিয়ের প্রলোভনে নগ্ন ছবি তৈরি করে মেসেঞ্জারে পাঠিয়ে ওই ভুক্তভোগীদের কাছে টাকা দাবি করা হয়। না দিলে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেওয়া হয়।


সম্প্রতি সাইবার অপরাধবিষয়ক এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাইবার অপরাধ তথা ভার্চুয়াল অপরাধ কমানো সম্ভব। সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকেও শক্তিশালী করা হচ্ছে। এখন পুলিশ অনেক শক্তিশালী বলেও তিনি জানান।


এদিকে রাজশাহী মহানগরীতে এখন অহরহই নারী দিয়ে পাতা হচ্ছে ফাঁদ। সক্রিয় রয়েছে বেশকিছু চক্র। এসব চক্রের নারী সদস্যরা কখনও প্রেমের ফাঁদে ফেলে কখনও সময় কাটানোর নামে টার্গেট করা ব্যক্তিকে বাসায় ডাকছেন। তারপর বাসায় গেলেই দেখানো হচ্ছে তাদের আসল রূপ।


‘ব্ল্যাকমেইল’ করে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। সর্বশেষ এমন চক্রের ফাঁদে পড়েন একজন ব্যাংক কর্মকর্তা। তিনি রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকের রাজশাহীর একটি শাখার ব্যবস্থাপক। তাকে নারীচক্রের ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।


রাজশাহীতে এমন ঘটনা ঘটেই চলেছে। স্থানীয় এক নেতার সঙ্গে প্রথমে সখ্যতা তারপর ভালোবাসার অভিনয় করে বিয়ে হয়। সবকিছুর পর আইনীভাবে তালাক দেওয়ার পরেও টাকার লোভে এখনও পিছু ছাড়ছে না এক নারী। প্রতিনিয়ত ওই নারী নানাভাবে হয়রানী করছেন স্থানীয় ওই নেতাকে।


এ নিয়ে প্রতারণার মামলা হলেও ওই নারী থেকে নেই। তার পক্ষ নিয়ে তথাকথিত অনলাইন ও ফেইসবুক সাংবাদিকরা নানাভাবে নানা অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন। নাম প্রকাশ না করা শর্তে ওই নেতা বলেন, প্রতারক নারীদের পক্ষ নিয়ে ঘটনার মুলে কিছু না জেনে দুর্বলতার সুযোগ খুজছে কথিত সাংবাদিকরা। এদের প্রতিরোধে মানুষকে সচেতন করা জরুরী বলেও মনে করেন ওই নেতা।


সোর্সঃ সানশাইন

শুভডাঙ্গা ইউনিয়নে ১ শিশুর রহস্যজনক মৃত্যু জিজ্ঞেসাবাদের জন্য আটক চার





স্টাফ রিপোর্টারঃ


রাজশাহীর বাগমারায় এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মারুফ হাসান (৭)। সে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বিনোদপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে।


মৃত্যু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা, দুই চাচা ও সৎ মাকে থানায় নেওয়া হয়েছে।


পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশু মারুফ হাসানকে বাড়িতে সৎমায়ের কাছে রেখে তার বাবা শাহজাহান আলী কাজের জন্য বাইরে যান। শিশুটি অস্বাভাবিক আচরণ করছে বলে সৎ মা মুক্তা বেগম মুঠোফোনে তার স্বামীকে জানান। স্বামীর পরামর্শে পড়া পানি শিশুর নাকে মুখে ছিটিয়ে দেওয়া হয়। এতে কোনো উন্নতি হয়নি। এক পর্যায়ে শিশু অচেতন হয়ে পড়ে।


 

এসময় চাচা ও প্রতিবেশিরাও ছুটে এসে শিশুর চেতনা ফেরানোর চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি। সকাল সাড়ে সাতটার দিকে শিশু মারা যায়।


ছেলের মৃত্যুর খবর পেয়ে মা মারুফা বেগমও বাবার বাড়ি থেকে ছুটে আসেন। ছেলেকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশের সুরাতহাল প্রতিবেদন প্রস্তত করে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


মারুফের শাহাজাহান আলী ও সৎ মা মুক্তা খাতুন ও কয়েকজন প্রতিবেশি বলেন, সে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। মাঝে মধ্যে অচেতন হয়ে যেত। শিশুকে কোনো নির্যাতন করা হয়নি।   


বাগমারা থানার উপপরিদর্শক রিপন কুমার জানান, এই ঘটনা সর্ম্পকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নেওয়া হয়েছে। এখনো মামলা হয়নি। তবে শিশুর শরীরে আঘাতের চিহ্ন বা হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।

বাগমারায় তুচ্ছ ঘটনায় যুবকের হাত ভেন্গে দেয়ার থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ



রাজশাহীর বাগমারায় তুচ্ছ ঘটনায় পারভেজ আহম্মেদ ইলিয়াশ নামক এক যুবকের হাত পিটিয়ে ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামে। স্থানীয় ও বাগমারা থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার ইফতারের জন্য সচপেন (পাতিল জাতীয় রান্নার উপকরণ) পরিস্কার করাকে কেন্দ্র করে ভিকটিমের সাথে একই গ্রামের অপর যুবক রাজু আহম্মেদ এর বাকবিতন্ডা হয়।


রাজু পরিবারের লোকজনের নিকট তাঁকে মারধরের অভিযোগ জানায়। তারপর রাজুর পরিবারের সদস্যরা তর্কে জড়িয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইলিয়াশের হাতে লাঠি দিয়ে আঘাত করে হাত ভেঙ্গে দেয়া হয়। স্বজনরা ইলিয়াশকে ভবানীগঞ্জে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়েছে। এ ঘটনায় সগুনা গ্রামের তছির দেওয়ানের পুত্র ইউসুফ দেওয়ানসহ চারজনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করা হয়ছে।

সূত্রে জানা যায়, বেসকারি ক্লিনিক থেকে যে পরীক্ষা নিরীক্ষার ছাড়পত্র দেয়া হয়েছে, তাতে কী পরিমাণ ইন্জুরি লিখা অস্পষ্টতার কারণে তা জানা সম্ভব হয়নি। পুলিশের একটি সূত্র জানিয়েছে , মহামান্য হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, প্রেসকিপশনের লিখা ঝকঝকে-তকতকে হতে হবে।

বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোস্তাক আহম্মেদ, সহকারী পরিদর্শক (এস.আই) রিপন কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগমারা থানার শীর্ষ এক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপোষের সময় চেয়েছেন, তা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগমারার গােয়ালকান্দিতে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

 

এস,এম জাহাঙ্গীর (নিজস্ব প্রতিবেদক) 


রাজশাহীর বাগমারায়  পুকুরে গােসল করতে নেমে আফসানা খাতুন ( ৯ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । আজ শুক্রবার সকালে উপজেলার গােয়ালকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে ।


আফসানা খাতুন মির্জাপুর গ্রামের মসজিদের ইমাম আমিনুল ইসলামে মেয়ে । শিশুর মৃত্যুতে পরিবারে শােকের ছায়া নেমে এসেছে ।


পরিবার ও স্থানীয় লােকজন সূত্রে জানা যায় , আজ শুক্রবার সকালে পাড়ার অন্য শিশুদের সঙ্গে আফসানা বাড়ির পাশের পুকুরে গােসল করতে যায়। বেশ কিছুক্ষণ পর অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও আফসানা আসেনি । এ সময় তার সঙ্গে গােসল করতে যাওয়া আরেক শিশু আফসানার পানিতে ডুব দিয়ে আর না ওঠার বিষয়টি তার বাবাকে জানায় । পরে পুকুরে গিয়ে শিশু আফসানাকে পানিতে ভাসতে দেখা যায় । 

 

অচেতন অবস্থায় বেলা সাড়ে ১১ টায় তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া যায় । সেখানে শিশুকে মৃত বলে জানানাে হয় । শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন , তার মেয়ে সাঁতার জানত না । পুকুরে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি । পানিতে তলিয়ে সে মারা গেছে ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই পুকুর থেকে আরও ২টি মর্টার শেল ও ১টি রকেট লঞ্চার উদ্ধার

 


এস, এম জাহাঙ্গীর 



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মতিহার থানার উপপরিদর্শক ইমরান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ‘সকালে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী বধ্যভূমি এলাকার পুকুরে মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পেয়ে পাশেই নিরাপত্তায় নিয়োজিত পুলিশকে জানায়। পরবর্তীতে কাজলা ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ গিয়ে দুটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার করে।’


এর আগে গত ২৭ এপ্রিল একই জায়গা থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছিল র‍্যাব-৫ এর একটি দল। পরদিন সেনা বাহিনীর বোমা নিস্ক্রিয়কারী দল সেটি নিস্ক্রিয় করে।


র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাকিস্তানি হানাদারদের ক্যাম্প ছিল।তাই সবগুলো  মর্টার শেল যুদ্ধকালীন সময়ের বলে তাদের ধারণা।

মেরাজ উদ্দীনের দ্রুত সুস্থতা কামনা করেন কালাম আজাদ



স্টাফ রিপোর্টারঃ


রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা হঠাৎ অসুস্থ হয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ 


আলহাজ্ব মেরাজ উদ্দিন মোল্লা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে রামেক হাসপাতালের ১৫ নং কেবিনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।


রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস জানিয়েছেন সভাপতি সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছেন। সেই সাথে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতির দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহ পাকের দরবারে সকলের নিকট দোয়া  কামনা করেছেন  মেয়র আবুল কালাম আজাদ

দুর্গাপুরে মাস্ক না পরায় ১৫ যুবককে ১০ মিনিট রোদে বসিয়ে শাস্তি

 


স্টাফ রিপোর্টার:


দুর্গাপুরে মাস্ক না পরায় ১৫ যুবককে ১০ মিনিট রোদে বসিয়ে শাস্তি দিয়েছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১ টার দিকে দুর্গাপুর সদর বাজারের বিভিন্ন মোড় এলাকায় যাদের মাস্ক ছাড়া দেখা গেছে তাদের মাস্ক পরিয়ে কিছুক্ষণ তপ্ত রোদে বসিয়ে শাস্তি দেয়া হয়।


জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজশাহী জেলাজুড়ে পুলিশের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর থানা পুলিশ পথচারী ও বিভিন্ন মানুষের মাঝে সচেতনতা ও মাস্ক বিতরণ করেন।


যারা মাস্কবিহীন রাস্তায় চলাচল করছে তাদের আটক করে মাস্ক পরিয়ে প্রায় ১০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।


মাস্ক ছাড়া বের হওয়ায় পথচারীদের মাস্ক পরিয়ে রাস্তায় ১০ মিনিট বসিয়ে রেখে সাময়িক শাস্তি দেয়া হয়েছে। মূলত এই শাস্তির মূল উদ্দেশ্য সচেতনতা তৈরি।’


তিনি বলেন, ‘এ ধরনের শাস্তি থেকে লজ্জিত হয়ে সাধারণ মানুষ শিক্ষা নেবেন ও নিয়মিত স্বাস্থ্যবিধি মানবেন বলে আশা করছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।’

আবারও বাড়তে পারে লকডাউন

 নিজস্ব প্রতিবেদক ঃ


করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন কিছু বিধিনিষেধ শিথিল করে আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।


বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


 

মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান লকডাউন শেষ হবে আগামী ৫ মে মধ্যরাতে। ঈদ হতে পারে ১৩ বা ১৪ মে। সে হিসেবে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটি বাদ দিলে ঈদের আগে তিন কর্মদিবস পাওয়া যাচ্ছে। এই স্বল্প সময়ের জন্য বিধিনিষেধ শিথিল করার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘ঈদের আগে যেহেতু কর্মদিবস কম, সেহেতু বিধিনিষেধ চলমান রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হতে পারে।’


জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, ‘কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে। চলমান বিধিনিষেধ শেষ হওয়ার আগে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’


এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি। পরিস্থিতি অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়।

রাজশাহীতে আনসার সদস্য মিজানুর রহমান মিজান হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার

 


নিজস্ব প্রতিবেদকঃ


মিজান হত্যাকাণ্ডের দায় স্বীকার করে প্রধান আসামির জবানবন্দী। রাজশাহীতে আনসার সদস্য মিজানুর রহমান মিজান হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন প্রধান আসামি মাধব কুমার সরকার (৩৮)। বুধবার বিকালে তিনি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক সাইফুল ইসলামের কাছে এই জবানবন্দী দেয়।


গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়, জবানবন্দী দেয়া শেষ হলে আদালত আসামিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন।


আসামি মাধব কুমার সরকার নগরীর হেতেমখাঁ এলাকার বাসিন্দা। নিহত মিজানের বাড়িও একই এলাকায়। তিনি আনসার-ভিডিপিতে চাকরি করতেন। আনসারের হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিলেন তিনি। টুর্নামেন্ট শেষে তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। গত ১০ এপ্রিল রাতে তাঁকে ছুরিকাঘাত করেন বন্ধু মাধব। এরপর তাঁকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। মাধব কুমার সরকার ছাড়া অন্য দুজন হলেন- তাঁর ভাই যাদব কুমার সরকার (৩২) ও চাচাতো ভাই মিলন কুমার সরকার (২৮)। এরা দুজন পলাতক রয়েছে।


প্রসঙ্গত, গত ১০ এপ্রিল ২০২১ (শনিবার) সন্ধ্যার সময় ২৪ ব্যাটালিয়নে কর্মরত আনসার সদস্য মিজানুর রহমান মিজান তার বন্ধু শ্রী মাধব সরকার, শ্রী যাদব সরকার ও মিলন কুমার সরকারসহ দুই-তিন জন মিলে হেতেমখাঁ সবজিপাড়া ওয়াসা অফিসের ভিতরে পানির ট্যাংকির নিচে ফাঁকা জায়গায় বসে আড্ডা দিচ্ছিলো। ওয়াসা ভবনের সামনে রেজা নামের এক ব্যক্তির অস্থায়ী দোকান ছিল। মিজান রেজাকে দোকানের লাইট বন্ধ করতে বলেন। অপর দিকে শ্রী মাধব সরকার রেজাকে লাইট জ্বালাতে বলেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। কিছুক্ষণ পর মাধব কুমার মিজানের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর মিজানুর রহামনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামী শ্রী মাধব সরকার (৩৮) কে জেলার পুঠিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।


পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাহিন আকতার বিজ্ঞ আদালতের আদেশে আসামী  শ্রী মাধব সরকারকে পুলিশ হেফাজতে গ্রহণ করে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। অবশেষে বুধবার মাধব আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।


তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ- বাগমারা টাইমস

 


নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুক আইডিতে পরিচয় ঘটে সুমি আক্তার (২০) এবং আব্দুল্লাহ আল মাসুম ওরফে মুরাদের (২১)। ফেসবুক আইডির মাধ্যমে যোগাযোগের কিছু দিনের মধ্যে সুমির সাথে দেখা করতে যায় মাসুম।

দেখার পর থেকে তাদের প্রেমের সম্পর্কটা আরো বাড়তে থাকে, বিয়ের কথা বলে সুমিকে নিজের কাছে ডাকে মাসুম। মাসুমের ডাকে সাড়া দিয়ে পরিবার পরিজন ছেড়ে চলে আসে সুমি। মাসুমের দেয়া ঠিকানায় রাজশাহীতে আসে সুমি,  সেখানে থেকে সুমিকে সাথে নিয়ে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রাজপাড়া থানাধীন কেশবপুর মহল্লার একটি বাড়িতে উঠে মাসুম। সেখানে বিয়ের কথা বলে সুমির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক ঘটায় মাসুম।

এর পর মাসুমকে বিয়ের কথা বললে সে নানান টালবাহানা শুরু করে এবং সুমিকে রাজশাহী থেকে চলে যেতে বাধ্য করে। 

পরবর্তীতে বোয়ালিয়া থানার সুজানগর মহল্লায় এক নিকট আত্মীয়ের বাসায় উঠেন সুমি। তাদেরকে বিষয়টি জানায় সুমি। পরে ২৬ ফেব্রুয়ারি সুমি আক্তার বাদী হয়ে রাজপাড়া থানায় আব্দুল্লাহ আল মাসুম ওরফে মুরাদের বিরুদ্ধে নারী  ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। সুমির বাড়ি ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী গ্রামে, সুমির পিতার নাম আবুল হোসেন।

এদিকে আব্দুল্লাহ আল মাসুম অরফে মুরাদের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ গ্রামে। মাসুমের পিতার নাম মকবুল হোসেন। বিয়ের প্রলোভনে তাদের সেই সম্পর্কটা ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্কে গড়ায়। ফেসবুকে পরিচয়ের পর থেকে সুমির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মাসুম। সেই সাথে মাসুমের বোন জামাই পুলিশের চাকরী করার সুবাদে মাসুম ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বলে অভিযোগ সুমির। আমাসী গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা হীনতায় ভুগছেন সুমি।

সুমির বাড়ি মাসুমের বাড়ি আর থানা তিনটা তিন জায়গায় হওয়ার কারনে তেমন কোন কার্যকরী ফল হচ্ছেনা। সুমির দাবী আমি মেয়ে হওয়ার কারণে মামলার তদবির করতে ঢাকা থেকে নিয়মিত রাজশাহীতে আসা যাওয়া করা সম্ভব হচ্ছে না। আর মাসুমের বোন জামাই পুলিশ এবং রাজপাড়া থানার অন্তর্গত হওয়ার কারনে সর্বদায় পুলিশে থানার সাথে তার একটা যোগাযোগ রয়েছে।

প্রতারণা করে ফেসবুকের পরিচয়ে তিন বছর প্রেমের সম্পর্ক ঘটিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়া সহ শারীরিক সম্পর্ক করেছে মাসুম। মাসুম মোহনগঞ্জে তার নিজ এলাকায় দিব্যি ঘোরাফেরা করলেও তাকে ধরছেনা পুলিশ। দীর্ঘ দিন পার হলেও মাসুম গ্রেফতার না হওয়ার মানুষিক ভাবে ভেঙ্গে পড়েছেন সুমি। সুমির দাবী দ্রুত মাসুমকে গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক।  এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ জানান, ঘটনাটি শুনেছি, যেহেতু এটি নিয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীর বিরুদ্ধে চার্জশীট হলে তাকে অবশ্যই গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাতে প্রেরণ করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার সব ইন্সপেক্টর মকবুল হোসেন বলেন, আসামীকে গ্রেফতার করতে এরই মধ্যে দুই বার বাগমারায় গেলেও তাকে পাওয়া যায়নি। করোনার কারণে আগের মতো কাজ করা সম্ভব হচ্ছেনা। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

রাজশাহীর বাগমারায় আগুনে দুই কৃষকের পানবরজ পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টারঃ




রাজশাহীর বাগমারায় আগুনে দুই কৃষকের পানবরজ পুড়ে গেছে।এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি



হয়েছে। পূর্ব শক্র জের ধরে প্রতিপক্ষরা পানবরজে আগুন দিয়েছে বলে অভিযোগ করা হয়। জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। 


স্থানীয় লোকেরা জানান, গতকাল বুধবার রাতে উপজেলার গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের কৃষক আয়েন উদ্দিন ও আবু সাঈদের পানবরজে আগুন দেখতে পান। আগুন দেখতে ¯’ানীয় লোকজন ঘটনা¯’লে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কৃষক পরিবারের সদস্যরাও ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এসময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ রাতেই ঘটনা¯’লে পৌঁছে। একই সময়ে  স্থায়ীয় ফায়ারস্টেশনের কর্মীরাও পৌঁছেন। ততক্ষণে দুই কৃষকের গোটা পানবরজ পুড়ে যায়। 


কৃষক আয়েন উদ্দিন অভিযোগ করেন, পারিবারিক বিষয় নিয়ে  স্থায়ী  পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষরা পানবরজে আগুন ধরিয়ে দিতে পারে বলে সন্দেহ করছেন।  তিনি জানান, পানবরজটি ছিল জীবিকা নির্বাহের অবলম্বন। আগুনে গোটা পানবরজ ভস্মিভূত হওয়াতে নিঃস্ব হয়ে পড়েছেন। এতে তাঁদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কৃষকেরা দাবি করেন। 


বাগমারা ফায়ার স্টেশনের লিডার ইব্রাহিম হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের একটি দল ঘটনা¯’লে পৌঁছে। তবে পানবরজে পৌঁঁছার রাস্তা না থাকায় আগুন নেভানো যায়নি। তবে স্থায়ীয় লোকজন চেষ্টা করেছেন।


বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন ও আগুন নেভানোর চেষ্টা করেছে।

বাগমারায় জেলা ছাত্রলীগের ইফতার বিতরণ- বাগমারা টাইমস




নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাজশাহী জেলা ছাত্রলীগের উদ্যোগে বাগমারার বিভিন্ন স্থানে দুই শতাধিক পথচারী ও ভ্যানচালকদের মাঝে প্যাকেটজাত ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনুর ইসলাম সজলের নেতৃত্বে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রান্ত, জেলা ছাত্রলীগ নেতা শান্ত সহ ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জমান মিলন, সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সহসভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা জেবাল, নাইমুল এনামুল, রাকিব সহ ভবানীগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক নাহিদ হোসেন প্রমূখ।

তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পযর্ন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

 




মোঃ মিজানুর রহমান 

স্টাফ রিপোর্টারঃ


রাজশাহী বাগমারা তাহেরপুর পৌরসভার একটিও রাস্তা রবেনা কাঁচা। এর ধারাবাহিকতা  মেয়র আবুল কালাম আজাদের হাত ধরে তাহেরপুর পৌরসভার সকল উন্নয়ন উন্নতির  দিকে এগিয়ে যাচ্ছে তাহেরপুর পৌরসভা।  ডিজিটাল করার লক্ষে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনবারের সফল মেয়র আবুল কালাম আজাদ। 



উন্নয়নের ধারাবাহিকতায় অদ্যই মাননীয় মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্দেশনায় আজ ১নং ওয়ার্ড এর  তিলিপাড়া মন্দির হতে বিরেনকুন্ডুর বাড়ি পর্যন্ত আর সি সি ১৭৫ মিটার রাস্তা সহ ১৭৫ মিটার ড্রেন নির্মাণ কাজের  উদ্ভোধন করেন অত্র ওয়ার্ডের  সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলার গিতা রানী। 

এই সময় উপস্থিত ছিলেন এক নং ওযার্ড কাউন্সিলার বাবুল খাঁ, মাস্টার শ্যামল সাহা সম্মানিত ব্যাক্তিগনও  আওয়ামীলীগের অঙ্গসংঠন বৃন্দ।

রাজশাহীর তানোরে জবাই করে ‘নবরূপ’ মিষ্টির দোকানের কর্মচারীকে হত্যা




এস, এম জাহাঙ্গীর ( নিজস্ব প্রতিবেদক) 



রাজশাহীর তানোরে প্রতাপ সিং (২০) নামের এক যুবককে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত প্রতাপ তানোরের চোরখোল গ্রামের বাসিন্দা। প্রতাপ রাজশাহী ‘নবরূপ’ মিষ্টির দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন- বলে জানা গেছে।


বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে তানোরের কলমা ইউনিয়নের একটি বিল থেকে প্রতাপের মরদেহ উদ্ধার করে পুলিশ।


ধারনা করা হচ্ছে, বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় নিহত প্রতাপকে কে বা কারা জবাই করে হত্যা করে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের জখম রয়েছে।


পরে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।


তানোর থানার ওসি রাকিবুল হাসান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে এখনও মামলা হয়নি।

চট্টগ্রামের পতেঙ্গায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে নিহত ২ আহত ২


স্টাফ রিপোর্টারঃ



চট্টগ্রামের পতেঙ্গায় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে দুইজন নিহত


হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 


ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ইরাবতী -দুই নামের একটি জাহাজের ইঞ্জিনরুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 


ইঞ্জিনরুমের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মেয়র মালেক এর পারিবারিক মামলায় তার একমাত্র ছেলে কামরুল গ্রেফতার-বাগমারা টাইমস




এস.এম জাহাঙ্গীর, স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর মেয়রের ছেলে কামরুল হাসান (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ । মেয়র আব্দুল মালেক মন্ডলের করা মামলায় ছেলে কামরুলকে গ্রেফতার করে বাগমারা থানা পুলিশ।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) রাতে ভবানীগঞ্জ বঙ্গবন্ধু কমপ্লেক্স এলাকা থেকে কামরুলকে গ্রেফতার করা হয়েছে । সেখানে অবস্থিত নীহা ডিজিটাল কেবল নেটওয়ার্কের অন্যতম স্বত্ত্বাধিকারী ও মেয়রের ঘনিষ্ঠ নাহিদ জানান, সন্ধ্যার পর তার অফিসের সামনে থেকেই কামরুলকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।


বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ কামরুল হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী (২৯ এপ্রিল) বৃহস্পতিবার মেয়র মালেকের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।


উল্লেখ্য যে, গত ১৫ এপ্রিল পারিবারিক কলহের জেরে ছেলে কামরুল ও প্রথম স্ত্রী কহিনুর বেগমের হাতে মারধরের শিকার হন মেয়র আব্দুল মালেক। এ ঘটনায় মেয়র বাদী হয়ে মামলা করলে পুলিশ ঐদিনেই স্ত্রী কহিনুর বেগম ও তার মেয়েকে গ্রেফতার করে। তখন থেকে কামরুল পলাতক ছিল। ঘটনার পর কোহিনুর বেগমকে তালাক দেন মেয়র। কোহিনুর বেগম ও তার মেয়ে বর্তমানে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

দুগাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে প্রাণ হারায় স্কুলছাএ পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টারঃ


দুর্গাপুরে মাটিবাহী ট্রাক্টর উল্টে প্রাণ হারানো এক স্কুলছাত্র সাগরের পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা 



২৭ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামে উপস্থিত হয়ে সাগরের পরিবারের নিকট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত অর্থ নগদ ২০হাজার টাকা ও খাদ্য উপকরন তুলে দিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা। উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা বেলাল হোসাইন, ইউপি সদস্য আয়েশ উদ্দিন।

উল্লেখ্য, ২৫ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়ায় পুকুর থেকে মাটিবহনকারী ট্রাক্টর গাড়ি উল্টে গেলে গাড়ীর নীচে চাঁপা পড়ে

জয়কৃঞ্চপুর দক্ষিণপাড়া গ্রামের

শহিদুল ইসলামের পুত্র ও মাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী সাগর হোসেন(১১) ঘটনাস্থলে নিহত হয়।

বড় বিহানালীর গরিব মানুষের মাঝে জি আর নগদ অর্থ বিতারণ




মোঃ মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার)



রাজশাহী বাগমারা ৪ নং বড় বিহানালী ইউনিয়ন চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুর রহমান মিলন  তার নেতৃত্বে জি আর নগদ অর্থ বিতারণ করেন। 

আজ বেলা ১০ ঘটিয়া ইউনিয়ন পরিষদ চত্বতে তিনি, গরিব, অসহায় মানুষের মাঝে সুষ্ঠু ভাবে বন্টন ইতিপূর্বে সরকারে দেওয়ার অনুদান করোনা পরিস্থিতিতে মানুষের মাঝে বিতারণ করেছিলেন। অসহায় গরিব ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ৫০০ টাকা করে বিতরন করেন। 



এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহামুদুর রহমান মিলন  ইউপি সদস্য,গ্রাম পুলিশ, সদস্যবৃন্দ।

গোয়ালকান্দি ইউপিতে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জি আর নগদ অর্থ বিতরণ




মোঃ মিজানুর রহমান 

(স্টাফ রিপোর্টার)


রাজশাহী বাগমারা ১৩ নং গোয়ালকান্দি ইউপির  দরিদ্র অসহায় ও দুস্থ ৫০০ পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে জি আর এর নগদ অর্থ  ৫০০টাকা করে বিতরণ করেন  ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার 


এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার মুনজুরুল ইসলাম। ইউপি মেম্বার  সচিব সহকারী গ্ৰাম পুলিশ সদস্যবৃন্দ।

একসাথে দুইটি প্রকল্পের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান আলমগীর সরকার

 


মোঃ মিজানুর রহমান (স্টাফ রিপোর্টার)







রাজশাহী জেলা বাগমারা ১৬ টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়ন ১৩ নং গোয়ালকান্দি  ২০১৬ সালে নিবাচনে আওয়ামী পদপ্রার্থী নৌকার মাঝি হিসাবে ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান নিবাচিত হন মোঃ আলমগীর সরকার সবহারা নিযাতিত শহীদ জাহাঙ্গীর সরকারের ছোট ভাই। 



নিবাচিত হওয়ারা পর থেকে ইউনিয়নের উন্নয়ন উন্নতির কথা ভেবে এবং প্রধানমন্ত্রী  বলছেন গ্রাম হবে শহর সেই লক্ষে আজ ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর সরকার দুইটি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। বাগমারার গড়ায় কারিগর এমপি এনামুল হকের উন্নয়ন প্রকল্পের ২০২০/২০২১ অর্থবছরের তেলীপুকুর বাজারে পাবলিক টয়লেট ও প্রসাবখানা ১ লক্ষ টাকা ব্যায়ে নিমার্ণ কাজের শুভ  উদ্বোধন করেন। 



তার সাথে সাথে এলজি এসপি ২০২০/২০২১ অর্থবছরের দুলালীপাড়া মসজিদের পাশ্বে পুকুরের প্রটেকশন ওয়াল ১ লক্ষ ৫০ টাকায় ব্যায়ে নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেন  ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান।

রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত


এস,এম জাহাঙ্গীর

(


নিজস্ব প্রতিবেদক)  


 

রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বুধবারচ (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়।


রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজশাহীতে দুই দফার এই ভূমিকম্প বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তবে এখন পর্যান্ত কোন  ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। 


ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামে। যার মাত্রা ছিল ৬.২।

বাগমারা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতি অভিযোগ প্রমানিত



স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান দুলালের বিরুদ্ধে ভিজিডি চাল বিতরন ও গর্ভবতী ছাড়াই তালাক প্রাপ্ত এক নারীর নামে মাতৃকালীন ভাতার কার্ড বিতরণে জালিয়াতির প্রমাণ মিলেছে। উপজেলাা যুব উন্নয়ন কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার পৃথক তদন্তে ওই চেয়ারম্যানের বিরু্েদ্ধ ওইসব অনিয়মের প্রমান পাওয়া যায়।


গত ৪মার্চ এসব অভিযোগের ঘটনায় একই ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যা হাসিনা বানু বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি চাল বিতরন ও গর্ভবতী ছাড়াই তালাক প্রাপ্ত এক নারীর নামে মাতৃকালীন ভাতার কার্ড বিতরণে জালিয়াতির লিখিত অভিযোগ দাখিল করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিজিডি চাল বিতরনে অনিয়মের অভিযোগ বিষয়ে তদন্তের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং মাতৃত্বকালীন ভাতার কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়।


গত ২৮মার্চ তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে চেয়ারম্যান কর্তৃক ভিজিডি চাল বিতরনে অনিয়মের সত্যতা পাওয়া যায় মর্মে এবং চলতি মাসের ১ তারিখে অপর তদন্তকারী কর্মকর্তা অবিবাহিত মহিলাকে মাতৃত্বকালীন ভাতা প্রদানের তালিকায় অন্তর্ভূক্তির বিষয়টি প্রমাণিত হয়েছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিল করেন। দাখিকৃত প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের স্থানীয় সরকার রাজশাহীর উপ-পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসক বরাবর অনুলিপি প্রেরণ করেন বলে জানা যায়।


জানা গেছে, দ্বীপপুরের ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান দুলাল জালিয়াতির মাধ্যমে তার ইউপি’র নানসোর গ্রামের এছের আলীর কন্যা অবিবাহিতা নারী সুমি আক্তারের নামে মাতৃত্বকালীন ভাতাভোগির তালিকার নাম অন্তভুক্ত করেন । পরে ওই নারীর নামে ভাতার টাকা উত্তোলনের জন্য জনতা ব্যাংক ভবানীগঞ্জ শাখায় একটি সঞ্চয়ী হিসাব খোলা হয় যার হিসাব নং ০১০০২২১৪১১১৬৮৮। এই হিসাবের মাধ্যমে অবিবাহিতা সুমি আক্তার ওই হিসাব থেকে ভাতার টাকা উত্তোলনের প্রচেষ্টা চালায়। এছাড়াও দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরনের নামে তার বিরুদ্ধে চাল আত্বসাতের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগ দাখিলের পর থেকেই ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান দুলাল নারী ইউপি সদস্য হাসিনা বানুকে বিভিন্ন ভাবে হয়রানী নাজেহাল করেন। এমনকি হাসিনাকে তিনি ইউনিয়নের সকল কর্মকান্ড থেকে বিরত রেখে এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে তাকে লাঞ্চিত করে বের করে দেন। এভাবে তিনি হাসিনা বানুকে কোনঠাসা করে একের পর এক অনিয়ম দূনীতি চালাতে থাকেন বলে জানা যায়।


এ বিষয়ে ইউপি সদস্য হাসিনা বানু তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মোকলেছুর রহমান একজন দূর্নীতিবাজ ও আত্মসাতকারী চেয়ারম্যান। তিনি দুঃস্থদের দুই মাসের চাল দেওয়ার কথা বলে স্বাক্ষর নিয়ে একমাসের চাল বিতরণ করে এক মাসের চাল তিনি আত্মসাত করেছেন। এভাবে তিনি ইউনিয়নের সকল প্রকল্পে কোন কাজ না করেই পুরোটাকাগুলো আত্মসাত করে চলেছেন। তিনি অবৈধ পুকুর খননকারী ও ইটভাটারও মালিক। তার শত শত এমন অন্যায় কাজের কেহ প্রতিবাদ করার সাহস পায়না। আমি প্রতিবাদ করায় আমাকে বিভিন্ন ভাবে হয়রানী ও লাঞ্চিত করা হয়েছে।


এদিকে চেয়ারম্যানের এমন জালিয়াতি প্রমাণের খবর ওই ইউনিয়ন এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারনের মাঝে ব্যাপক সমালোচনা লক্ষ করা গেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


এসব বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মোকলেছুর রহমান দুলাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ উদ্দেশ্যমূলক দাবী করে বলেন, ওই কার্ডটির বিপরীতে কোন ভাতা উত্তোলন করা হয়নি। বিষয়টি আমি জানতে পেয়ে সাথে সাথে কার্ডটি মহিলা বিষয়ক দপ্তরে ফেরত পাঠানো হয়েছে।


যোগাযোগ করা হলে মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মুক্বামাম মাহমুদা জানান, কার্ডটি কি ভাবে হয়েছে তা আমার জানা নেই। তবে ওই ঘটনায় অনীত অভিযোগের বিষয়টি তদন্ত করে তার সত্যতা পাওয়ায় একটি প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করা হয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যানের ইফতার বিতারণ




স্টাফ রিপোর্টারঃ


করোনা পরিস্থিতি ও মাহে রমজানের  রহমত পেরিয়ে মাগফিরাত আজ ১৪ রমজান । 


পবিএ মাহে রমজান উপলক্ষে রাজশাহী বাগমারা  সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু নিজ  তহবিল হতে ভবানীগন্জ জিরো পয়েন্ট,কলেজ মোড়,গোডাউন মোড়ে ৩০০ রোজাদার ভ্যান অটোগাড়ী চালক কর্মহীন বেকার মানুষদের মাঝে ইফতার  বিতারণ করেন ।  করোনা পরিস্থিতি সামাজিক দুরন্ত বজায় রেখে ও সরকারে বিধিনিষেধ মেনে তিনি ইফতার বিতারণ করেন।

ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল- বাগমারা টাইমস



নিজস্ব প্রতিবেদক, বাগমারা টাইমসঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার (২৭ এপ্রিল) বাগমারা উপজেলা চত্বরে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।


ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, সভাপতি, মোঃ নাদিরুজ্জামান মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ এর তত্ত্বাবধায়নে এসময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, বাগমারা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রনেতা মোঃ জেবাল আহমেদ, পৌর ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য জাকিরুল ইসলাম আকাশ, সারোয়ার ইসলাম রাকিব, ছাত্রনেতা নাইমুল সহ উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরদার ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স সহ আরও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সাংবাদিক আলিম সাংবাদিক জীবনের বাবাকে রক্ত প্রদান


মোঃ মিজানুর রহমান ( স্টাফ রিপোর্টার)



মানুষ মানুষের জন্য  সাংবাদিক জীবনের বাবা অসুস্থ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে  অপারেশন জন্য  জন্য রক্তের অতি দ্রুত প্রয়োজন। 



সাংবাদিক আলিম রক্তের কথা শুনে তিনি চুপ থাকতে পারলেন না দ্রুত ছুটে গেলেন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে 


সারাদিন রোজা থেকে ইফতার শেষে রওনা  হন রাজশাহীর উদ্দেশে সাংবাদিক আলিম দৈনিক বার্তা রাজশাহী জেলা প্রতিনিধি, চলনবিলের আলো,দেশের কন্ঠ,রাজশাহী সময়,খবর তাহেরপুর, পএিকার  সাংবাদিকতা করে থাকেন। সাংবাদিক আলিম সাংবাদিকতার পাশাপাশি সমাজ সেবামুলক কাজ করে থাকেন, তরুন প্রজন্মের সাংবাদিকতার আর্দশ তিনি

তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন


রোজা থেকেও সহকর্মীর বাবার জন্য লাল ভালোবাসা প্রদান করলাম। 

আলহামদুলিল্লাহ সহকর্মী জীবন ভাইয়ের বাবা এখন অনেক টা সুস্থ, আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

রাজশাহীতে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ

  

স্টাফ রিপোর্টারঃ

মৌসুমী রসালো ফল তরমুজ বর্তমানে রাজশাহীতে ৫০/৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যাবসায়ীগণ তাদের ইচ্ছেমতো দাম হাকিয়ে তরমুজ বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন ক্রেতা ও জন সাধারণ।



নিম্ন আয়ের মানুষের এ বছরের তরমুজের স্বাদ নিতে খুবই হিমশিম খাচ্ছেন বলে জানা যায়। রমজান মাস এলেই প্রতিটা রোজাদারের পরিবারে ইফতার থাকে তরমুজ সহ হরেক রকমের মৌসুমী ফলের সমাহার। কিন্ত সেই তরমুজের দাম এবার আকাশ ছোয়া। তবে দাম বৃদ্ধির কারনে অনেক রোজাদার সহ নিম্ন আয়ের মানুষ আজও তরমুজের স্বাদ নিতে পারেননি।

গত বছর রাজশাহীতে সর্বত্রই তরমুজের ছড়াছড়ি এবং সল্পমূল্যে বিক্রি হতে দেখা গেছে। কিন্তু এবার চিত্রটা ভিন্ন! চলতি মৌসুমে বাজারে পর্যাপ্ত তরমুজের দেখা গেলেও এ বছর তরমুজ কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকায় দরে বিক্রি করছে বিক্রেতা।


রাজশাহী বাগমারা  হরিতলা মোড়, মাদ্রাসামোড়  বিভিন্ন বাজার, হাট ঘুরে দেখা গেছে, কেজিতে ৫০/৬০ টাকা দরে তরমুজ বিক্রি করতে। অনেক ক্রেতা এসে বিক্রেতার সাথে দাম নিয়ে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়ছেন।


অটোচালক ভাদু, হায়দার, মিন্টু সহ আরও অনেকেই বলেন, লকডাউন চলছে। ভয় নিয়ে সড়কে আছি, দিন শেষে যা আয় হচ্ছে কোনো রকমে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছি। এই রোজগারে এ বছর তরমুজ খাওয়া সম্ভব হবে না।


বাজারে আসা রোজাদার সহ নানা শ্রেনী পেশার মানুষের প্রশ্ন তরমুজের কেজি এত হওয়ার কারন কি? যে তরমুজ গত বছরও মানুষ ১৫/২০ টাকা দরে কিনেছে, সেই তরমুজ এ বছর কেজিতে ৫০/৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে গত বছরের মত কেজিতে যদি ১৫/২০ টাকা হতো তাহলে সাধ্যের মধ্যে থাকতো, অথচ ৫০/৬০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করতে দেখা যাচ্ছে। 

 ভোক্তাদের প্রশ্ন এই টাকা কি প্রকৃতপক্ষে ওই চাষি, যে মাথার ঘাম পায়ে ফেলে তরমুজ উৎপাদন করেছে তার পকেটে যাচ্ছে নাকি অন্য কারও পকেটে? কৃষকের তরমুজের ক্ষেত থেকে শুরু করে বাজারে বিক্রেতা পর্যন্ত যারা ভোক্তার পকেট খালি করে চলেছে তাদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।


বাজারের কয়েকজন খুচরা ব্যবসায়ী জানান, বড় ব্যবসায়ীরা তরমুজ পাইকারী বাজার হতে শ’ হিসেবে কিনে তা কেজিতে বেশি দামে বিক্রি করছেন। তাই আমরাও বিক্রি করতে বাধ্য হচ্ছি। বাজার মনিটরিং করলে কেজি কাহিনী উন্মোচন হবে বলে তারা মনে করছেন।

প্রধানমন্ত্রী ঈদ উপহার অসহায়ের মাঝে বিতারণ করলেন মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান

স্টাফ রিপোর্টারঃ



মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার সারাদেশে ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে বিতারণ কার্য পরিচালনা করছেন।


আজ রাজশাহী জেলা বাগমারা  মাড়িয়া ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে মাড়িয়া ইউনিয়নের গরিব অসহায় ৫০০ জন কে ৫০০ টাকা করে বিতরণ করেন। মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আসলাম আলী আসকান।



এই সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান আসলাম আলী আসকান সরকারি সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম ওযাড মেম্বার সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে যুদ্ধকালীন মর্টার শেল উদ্ধার

 

এস,এম জাহাঙ্গীর 

(রাজশাহী জেলা প্রতিনিধি)



রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বধ্যভূমির পাশে যুদ্ধকালীন সময়ের মর্টার শেল পাওয়া গেছে।মঙ্গলবার সকালে খননকৃত পুকুর থেকে মাটি তুলতে গিয়ে এক শ্রমিক মর্টার শেলটি পেয়ে পাশেই অবস্থিত বধ্যভূমির পাহারায় নিয়োজিত পুলিশ সদস্যদের কাছে নিয়ে আসেন। পরে পুলিশের সদস্যরা র‌্যাব ফোন করলে র‌্যাবের দল এসে তা ঘিরে দেয়।


রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ে। যেহেতু বধ্যভূমির পাশেই শহীদ শামসুজ্জোহা হলে পাক হানাদারদের ক্যাম্প ছিলো। সেখান থেকেই ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি যুদ্ধকালীন সময়ের।মর্টার শেলটি তাজা না নিষ্ক্রিয় তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা আজকের মধ্যে পৌঁছালে কাল সকালের মধ্যে মর্টার শেলটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।

এমপি এনামুল হকের সুপরামর্শে নরদাশ ইউপিঃকৃষকলীগের মাস্ক বিতারণ


স্টাফ রিপোর্টারঃ




রাজশাহী জেলা বাগমারা হুলিখালী বাঁধের হাট। সভাপতি বাগমারা কৃষক লীগ। বাগমারার জনপ্রিয় জননেতা সফল এম পি জনাব ইঞ্জিঃ এনামুল হকের সুপরামর্শে এবং বাগমারা কৃষক লীগের উদ্যোগে নরদাশ ইউনিয়নের বাঁধের হাটে করোনা মুক্ত থাকার আহব্বান ও সচেতনতা বৃদ্ধি  জনগনের মাঝে মাস্ক বিতরন করা হয়। 


উপস্হিত ছিলেন।

অত্র ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৃষক লীগ সভাপতি / সাধারন সম্পাদক ও উপজেলা কৃষক লীগ সহ সভাপতি জনাব গিয়াস উদ্দীন সহ আরো নেতৃবৃন্দ।


মোঃ এমদাদুল হক সভাপতি বাংলাদেশ কৃষক লীগ বাগমারা উপজেলা শাখা তিনি বলেন সবাই সাবধানে থাকি আমাদের এলাকা ভালো রাখি।  করোনা পরিস্থিতি ও করোনা দুঃসময়ে সচেতন সচেতনতা বৃদ্ধিসহ নানা রকম পদক্ষেপ ও সামাজিক দুরন্ত বজায় রাখা উচিত সবার। সরকারের দেওয়ার লগডাউন ও প্রয়োজন ছাড়া ঘরের বাহিয়ে না যাওয়া সহ সরকারে বিধিনিষেধ মেনে চলি  করোনা ভাইরাস প্রতিরোধ করি।

১৩ নং গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে কবিতা


কবিতাঃআলমগীর সরকার।

লেখকঃ ইব্রাহিম হোসেন।


আমার নেতা, শ্রেষ্ঠ নেতা আলমগীর সরকার,

অভিভাবক তিনি গোয়ালকান্দি ইউপির।

সমাজসেবক, জনদরদি, বাড়ি রামরামা, 

তার জেলাটা রাজশাহী, থানা বাগমারা।

জ্ঞানে,গুণে শ্রেষ্ঠ তিনি, তিনি মহান নেতা ,

তিনিই গোয়ালকান্দি ইউনিয়নের  শ্রেষ্ঠ জনক পিতা।

মানব দুখে অশ্রু ঝরে, ঝরে চোখের পানি ,

এমন নেতা কোথাও খুঁজে পাবো নাকো জানি।

শ্রেষ্ঠ নেতার অবদানের নেই যে তুলনা,

দেখলে তারে মনের মাঝে জাগে অনুপ্রেরণা।

ধন্য  গোয়ালকান্দি এলাকাবাসী,

শ্রেষ্ঠ নেতা পেয়ে চোখে স্বপ্ন রাশি রাশি। 

মনের সুখে নাও ভাসিয়ে গায় মাঝিরা গান,

জয় বাংলা শ্লোগানে সবার মুখরিত প্রাণ ।

আমার নেতার,তোমার নেতার, শ্রেষ্ঠ অবদান,

 গোয়ালকান্দি ইউনিয়নের উন্নয়নের মান। 

ধনী, গরিব,হিন্দু,মুসলিম আমরা সবাই খুশি,

সারাজীবন বাজুক মনে এমন সুখের বাঁশি।

এমন নেতার তরে মোরা তুলি দুটি হাত,

শুভ যাত্রা পথে শত্রু  যেন হয় কুপোকাত ।

ডাবের পানির উপকারিতা

 টাইমস ডেক্সঃ

ডাবের পানির উপকারিতা সমূহঃ 



১। দেহে ক্যালসিয়াম ও পটাশিয়ামের অভাব হলে এবং বিভিন্ন অসুখ-বিসুখ হলে ডাক্তার ডাবের পানি পান করার পরামর্শ দেন৷ কারণ ডায়রিয়া বা কলেরা রোগীদের ঘনঘন পাতলা পায়খানা ও বমি হলে দেহে প্রচুর পানি ও খনিজ পদার্থের ঘাটতি দেখা যায়৷ এই ঘাটতি ডাবের পানি অনেকাংশেই পূরণ করতে পারে৷


২।মানুষের শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। রাইবোফ্লবিন, নিয়াসিন, থিয়ামিন ও পাইরিডোক্সিনের মতো উপকারী উপাদানে ভরপুর ডাবের পানি প্রতিদিন পান করলে শরীরের ভেতরের শক্তি এতটা বৃদ্ধি পায় যে জীবাণুরা কোনওভাবেই ক্ষতি করার সুযোগ পায় না।


৩। ডাবের পানিতে খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফরাসের উপস্থিতিও উচ্চমাত্রায়। এসব খনিজ লবণ দাঁতের ঔজ্জ্বল্য বাড়ায়। দাঁতের মাড়িকে করে মজবুত। অনেকের দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে। মাড়ি কালচে লাল হয়ে যায়। এই অবস্থা থেকে পরিত্রাণ দেবে খনিজ লবণ।


৪। এই গরমে ছোট-বড় সবারই দেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক তাপমাত্রা বেড়ে যায়। এতে ত্বকে ফুটে ওঠে লালচে কালো ভাব। ডাবের পানি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে শরীরকে রাখে ঠাণ্ডা। তারুণ্য ধরে রাখতে এর অবদান অপরিহার্য। ডাবের পানি যেকোনো কোমল পানীয় থেকে অধিক পুষ্টিসমৃদ্ধ। কারণ, এটি সৌন্দর্যচর্চার প্রাকৃতিক মাধ্যম ও চর্বিবিহীন পানীয়। ডাবের পানি মিষ্টি হওয়া সত্ত্বেও ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী। 


৫। মুখে জলবসন্তের দাগসহ বিভিন্ন ছোটছোট দাগের জন্য সকালবেলা ডাবের পানি দিলে দাগ মুছে যায় এবং মুখের লাবণ্য ও উজ্জ্বলতা বাড়ে৷ গ্লুকোজ স্যালাইন হিসেবেও ডাবের পানি ব্যবহৃত হয়৷ ডাবের পানিতে উল্লেখযোগ্য কোনো পুষ্টি না থাকলেও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী৷


৬। ডাবের পানিতে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে।


৭। ডাবের পানি রয়েছে সাইটোকিনিস নামে নামে একটি অ্যান্টি-এজিং উপাদান, যা শরীরের উপর বয়সের ছাপ পড়তে দেয় না।


বি.দ্র. রমজানে ইফতারে প্রতিদিন একটু করে ডাবের পানি পান করা বেশ উপকারী।

লকডাউন’ বাড়ছে আরো ১ সপ্তাহ


অনলাইন ডেক্সসঃ


করোনা ভাইরাস সংক্রমণে রোধে বিদ্যমান বিধি-নিষেধ বা ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২৯ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহ তা কার্যকর থাকবে।


    

সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, কোভিড-১৯ বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে চলমান বিধি-নিষেধ বা ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন হতে পারে।


তিনি আরও জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কোভিড-১৯ বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে।


 

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, করোনা সংক্রমণে মৃত্যু বাড়ার কারণে ২৯ এপ্রিল থেকে আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত নতুন করে বিধি-নিষেধ দেওয়া হবে।

 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হলে অফিস-আদালত, গণপরিবহন এবং দোকানপাট ও শপিংমলমল বন্ধ করে দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক নির্দেশনায় ২৫ এপ্রিল থেকে দোকানপাট এবং শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

 

এর আগে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন ছিল। তবে গণপরিবহন, মার্কেট খোলা রেখে এই লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। পরে ১৪ এপ্রিল থেকে গণপরিবহন, দোকানপাট এবং মানুষের চলাচল নিয়ন্ত্রণ করে লকডাউন দেওয়া হয়।

 

গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতষ্ঠান বন্ধ এবং ২৬ মার্চ থেকে সব অফিস-আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই সময়ে গণপরিবহনও বন্ধ রাখা হয়েছিল। ৬৬ দিন পর সাধারণ ছুটি শেষ হলেও একবছর গড়িয়ে এখনও বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন শিক্ষাকার্যক্রম চালু রেখেছে।

রাজশাহীতে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে, আবারও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা

 এস,এম জাহাঙ্গীর (নিজস্ব প্রতিবেদক) 

রাজশাহীতে তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে, আবারও সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা ।


দুই দিন স্বাভাবিক থাকার পর আবারও বৃদ্ধি পাচ্ছে রাজশাহীর তাপমাত্রা।  গত শনিবার থার্মোমিটারের পারদ উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে যা পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়েছিল।   চলমান এ তাপপ্রবাহ আরও মাত্রা বৃদ্ধির সঙ্গে বিস্তৃত হতে পারে। আজও রাজশাহীর তাপমাত্রা ৩৮-৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে। রাজশাহীতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। 


রাজশাহী আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী বিভাগসহ দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।


পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এসময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিমি থাকবে। এছাড়া রোববার দেশে বেশ কিছু জায়গায় ৩৯ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. রহিদুল ইসলাম জানান, রোববার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত বাগমারার কৃষকেরা

 



এইচ এম শাহাদত (স্টাফ রিপোর্টার)


দেশের সর্বাধিক চাল উৎপাদন খ্যাত উত্তরের জেলা রাজশাহী  বাগমারায়  শুরু হয়েছে বোরোধান কাটার উৎসব।

বছরের প্রথম বৃষ্টি না থাকার কারনে কৃষকেরা অতি অনন্দের সাথে ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত সময় পার করছে।


 উপজেলার গোয়ালকান্দী, হামিরকুৎসা,মারিয়া, যুগি পড়া, বাসুপাড়া ও ঝিকরা  ইউনিয়নের বেশ কিছু জমিতে আগাম রোপণকৃত বোরোধান কেটে ঘরে তুলতে শুরু করেছে স্থানীয় কৃষকরা। 

এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় ১০ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরো ধান রোপন করা হয়েছে যা গত মৌসুমের চেয়ে ২৪০ হেক্টর বেশি। 

এই মৌসুমে উচ্চ ফলনশীল হীরাতেজ, হাইব্রিড, ব্রি ধান -২৮ ও জিরাশাইল জাতের ধান বেশি রোপণ করা হয়েছে বলে জানান উপজেলা কৃষি অধিদপ্তর। 

এ ব্যপারে উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের জসেরবিলের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলল্লে তারা 'বাগমারা টাইমস' এর প্রতিনিধি কে  তারা জানন, অনুকূল আবহাওয়া, সঠিক সেচ ব্যবস্থা এবং আগাম ধানের চারা রোপণ করা সত্বেও কোন কীটপতঙ্গের আক্রমণ না থাকায়, অধিক ভালল ফলন আশা করছেন তারা। গোয়ালকান্দী ইউনিয়ন  কৃষি কর্মকর্তা মোঃ আঃ মজিদ বি.এস জানান, গোয়ালকান্দী ইউনিয়নের নিচু অঞ্চলগুলোতে আগাম রোপণকৃত বোরোধান কাটার কাজ শুরু হয়েছে।

এই মৌসুমে কৃষকের ধানের ফলন ভালো হওয়ায় এবং বর্তমানে আবহাওয়া ভালো থাকায় কৃষকেরা অনেক আনন্দের সাথে ধান কাটা ও মারাই কাজে ব্যস্ত সময় পার করছেন।