সর্বশেষ খবর
বাগমারায় ভ্রাম্যমান ক্যাম্পে দ্বিতীয় দিনে ২৬০ জনের করোনা টিকা গ্রহণ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
গত শনিবার (৩১ জুলাই) থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু হয়েছে ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প। এখানে গ্রামের যেকোন মানুষ ফ্রি রেজিস্ট্রেশন করে করোনার টিকা গ্রহণ করছেন। গ্রামের মহিলাদের করোনার টিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল মেয়রের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাাদক জাহানারা বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য দেন এমপি এনামুল হক।
বক্তব্যকালে তিনি বলেন, বাগমারায় বিশেষ করে মহিলাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুুদ্ধকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে এই টিকা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে গ্রামের সাধারণ নারী-পুরুষরা এতে উদ্বুদ্ধ হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো লোকমান আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, প্রমুখ। মঙ্গলবার ২৬০ জন নারী-পুরুষকে করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে।
লকডাউন বাড়লো ১০ আগস্ট পর্যম্ত-বাগমারা টাইমস
বাংলাদেশে চলমান লকডাউন সময় ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকের পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
চলমান লকডাউনের মেয়াদ ছিল ৫ই অগাস্ট মধ্যরাত পর্যন্ত। এখন সেই লকডাউনের সময় ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হল।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মি: হক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১১ই অগাস্ট থেকে দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবে। সেই সময় থেকে শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলও করবে।
তিনি বলেছেন, ১১ই অগাস্টের পর বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ১৮ বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না।
তিনি উল্লেখ করেছেন, কেউ টিকা না নিয়ে বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বাগমারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-বাগমারা টাইমস
এইচ এম শাহাদতঃ
রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের পর শিশুর ভাসমান লাশ পাওয়া যায়। ওই শিশুর নাম আমির হামজা (৪)। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে শিশু বাড়ি থেকে নিখোঁজ হয় পরিবারের লোকজন তাকে খোঁজেও পাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের বিলের পানিতে শিশুর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।
ততোক্ষণে শিশু আমির হামজা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে মারা যাওয়ার বিষয় নিশ্চিত হওয়ার পর লাশ দাফনের অনুমতি দেয়।
শিশুর মা শিউলি বেগম জানান, বাড়িতে খেলা করা অবস্থায় শিশু অসাবধান বশত গড়ে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে যায়।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, শিশুটি বাড়ির পাশের পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি মর্মান্তিক বলে মন্তব্য করেন।
বাগমারায় শেষ সময়ে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষকেরা-বাগমারা টাইমস
এইচ এম শাাহাদতঃ
রাজশাহী বাগমারায় আমনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ধান রোপণ আর জমি প্রস্তুত করতে প্রতিদিন ভোর থেকেই কৃষকের পদচারণায় মাঠ সরগরম হয়ে ওঠে।
বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, এ উপজেলার কৃষকরা আমন, বোরো ধান উৎপাদনে অভিজ্ঞ। এ কারণে তারা বছরে একই জমিতে তিনবার ধানের আবাদ করে থাকেন। পাশাপাশি রবিশস্যেরও চাষাবাদ করা হয়।
এই উপজেলার আবাদী জমির উর্বরতা বেশি। এবার বর্ষা মৌসুমে ঈশ্বরদীতে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়েছে। মাঠে পানি থাকায় শ্রাবণের শুরু থেকেই এখানকার কৃষকেরা আমন ধানের চারা রোপণ শুরু করেন। শ্রাবণের শেষ অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত চারা লাগানোর ব্যস্ত থাকবেন কৃষকেরা।
এর আগে উপজেলা কৃষি অধিদপ্তর আমনের বীজতলা তৈরি করে। পাশাপাশি কৃষকদের আমন ধান আবাদের জন্য জমি প্রস্তুত করার সহযোগিতা করেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা।
বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ৪ হাজার ২৬৫ হেক্টর জমিতে আমন ধানের নতুন জাত ‘ব্রি-৪৭’ সহ নানান জাতের চারা রোপণ শুরু করেছেন কৃষকরা। এ কার্যক্রম চলবে আগস্ট মাসের মাঝামাঝি পর্যন্ত। আগামী নভেম্বরের মাঝামাঝিতে ধান পাকতে শুরু করবে।
উপজেলার পৌর এলাকার গোয়ালকান্দী ইজমিতে সরেজমিন ইউনিয়নের বেশকটি গ্রাম ঘুড়ে দেখা যায়, কৃষকরা সোনালী স্বপ্ন নিয়ে এ মৌসুমে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।
গোয়ালকান্দী গ্রামের কৃষক মোঃ ইব্রাহিম মন্ডল বলেন, গত মৌসুমে ফলন ভালো হওয়ায় এবারও আমন ধানের ফলন দ্বিগুন হবে। এবার আবহাওয়া পুরোপুরি আমন ধান চাষের অনুকুলে। সময়মতো বৃষ্টি হয়েছে। মাঠে যথেষ্ট পরিমাণ পানি আছে। এবার হয়তো পানি সেচও করা লাগবে না।
গোয়ালকান্দী ইউনিয়নের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মজিদ বলেন, 'গোয়ালকান্দী ইউনিয়নের কৃষকরা ধান উৎপাদনে অনেক অভিজ্ঞ। তারা যথাসময়ে প্রস্তুতকৃত জমিতে আমন ধানের চারা রোপন শুরু করেছে। ১২০ হেক্টর আবাদী জমির মধ্যে এ পর্যন্ত ২১ হেক্টর জমিতে চারা লাগানো সম্পন্ন হয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে বাকি জমিতে ধানের চারা রোপণ কাজ সম্পন্ন হবে।'
তিনি বলেন, 'আমন ধান আবাদে ব্যয় যেমন কম, তেমনি ফলনও দ্বিগুন হয়। এ কারণে আমন ধান আবাদে এখানকার কৃষকরা বেশি আগ্রহী। এ ছাড়া জমির উর্বরাশক্তি বেশি হওয়ায় গতবারের মতো এবারও আমন ধানের বাম্পার ফলনের লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করি।'
এর আগে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সরবরাহ করা হয়।
কৃষি কর্মকর্তা জানান, এবার বাগমারায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৮১৭ মেট্রিকটন।
ইরি-বোরো মৌসুমে বাগমারা উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। তেমনি কৃষকরা ধানের ন্যায্য মূল্যও পেয়েছে। এতে কৃষকরা অনেকটা খুশি। এজন্য কৃষকরা সোনালী স্বপ্ন নিয়ে আমন ধানের চাষাবাদ শুরু করে দিয়েছে।
এদিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫ একর জমিতে ১৫ জন করে কৃষকে সার, বীজ ও কীটনাশক সরবরাহ এবং তদারকি করা হচ্ছে।
বাগমারায় বিকল্প পদ্ধতিতে আদা চাষ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
প্রয়োজন নেই কোন জমি বা হাল চাষ। এবার বসতবাড়ির আনাচে কানাচে বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন উপজেলার কুলিবাড়ি পূর্বপাড়া গ্রামের উদ্যোক্তা আরিফুল ইসলাম রিপন। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। জমিজমা তেমন নেই। তারপরও থেমে নেই রিপনের উদ্যোগ। তিনি নিজ বসতবাড়ির চারিপাশে এবার তিনশ' বাস্তায় আদা চাষ করে সফল হয়েছে। ফেলে দেওয়া সিমেন্টর বস্তা কিংবা অল্পদামে কেনা সারের বস্তায় বালি মাটি জৈবসার ও অন্যান্য উপাদান মিশিয়ে তিনশ বস্তায় আদা চাষ করেছেন রিপন।
তিনি ইউটিউব থেকে এই পদ্ধতি জেনে তা বাস্তবায়নের কাজে হাত দেন। তবে বস্তা ছাড়াও ফেলে দেওয়া পানির বোতল টব ছাড়াও মোটা পলিথিনের ব্যাগেও একই পদ্ধতিতে আদা চাষ করা সম্ভব বলে জানান রিপন। তিনি আরো জানান যারা শহরে বাস করেন তারা চাইলে বাড়ির ছাদে এই পদ্ধতিতে খুব অল্প খরচে ও অল্প পরিশ্রমে আদা চাষ করতে পারেন। বীজ আদা তিন টুকরো করে বালি মিশ্রিত বস্তায় লাগাতে হয়।
পরে অল্প পানি ছিটিয়ে দিয়ে রাখলে অল্প দিনের মধ্যেই গাছ গজিয়ে যায়। এভাবে বস্তা বা টবে রোপিত আদা গাছের বিশেষ কোন যত্নের প্রয়োজন পড়ে না। তবে গাছ যাতে ছায়া ও স্যাতস্যেতে জায়গায় না থাকে তা খেয়াল রাখতে হবে। উন্মুক্ত স্থান যেখানে আলো বাতাস পড়ে এমন জায়গায় এসব বস্তা বা টব রাখতে হবে। আদার বিশেষ কোন রোগবালাই নেই ।
তবে আলো বাতাস কম পেলে রাইজম জট নামে পাতা হলুদ বর্ণের এক রোগ হবে পারে। উদ্যোক্তা রিপন জানান, এবার তিনি তিনশ বস্তায় আদা চাষ করেছেন। আগামীতে আরো ছয়শ বস্তায় আদা চাষ করবেন। এবারের আদা থেকে কমবেশি রিপন ৩০ থেকে ৪০ হাজার টাকার আদা বিক্রি করতে পারবেন । স্থানীয় হাটে ভালো মানের আদা প্রতি কেজি এখন একশ টাকা।
বাগমারার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক-বাগমারা টাইমস
নাজিম হাসানঃ
রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে অভিযান চালিয়ে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জেলার বাগমারা উপজেলার সারন্দী মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে শামীম রেজা (২৮) ও সারন্দী নিশুপাড়া গ্রামের মোঃ ইসহাক আলীর ছেলে সাগর(২২)। নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তাঁর টিম ৩১ জুলাই মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পবা থানার মধুসুদনপুর এলাকায় দুইজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এবং ডিবি পুলিশের ওই টিম বিকেল সাড়ে ৫ টার দিকে,ঘটনাস্থলে পৌঁছে শামীম রেজা ও সাগরকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ব্যাপারে পবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বাগমারা উপজেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-বাগমারা টাইমস
আবু রায়হান সরকারঃ
রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ ঘটিকায় আউচপাড়া ইউনিয়নের (ওয়ার্ড ০৯) মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা কৃষকলীগের সহ-সভাপতি মহসিন আলী প্রামানিক, বাগমারা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক আফছার আলী, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি ও ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল হোসেন,এবং অত্র ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি মোজাফফর হোসেন,
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য সিরাজ উদ্দিন কবিরাজ,আওয়ামীলীগ নেতা জাবেদ আলী,আব্দুল বারী, ও প্রবীণ আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামী ৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
ব্যাট মেরামতে পাঠিয়ে ফেরত পেলেন ভাঙ্গা ব্যাট-বাগমারা টাইমস
ক্রিড়া ডেক্সঃ
আগামী ৮ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাইফউদ্দিনের। এই সফরকে সামনে রেখে নিজের ব্যাট মেরামত করতে পাঠিয়েছিলেন রাজশাহীতে। ফেনী থেকে এস এ পরিবহনে পাঠানো সে ব্যাট দুটি মেরামতের পরিবর্তে ফেরত পান ভাঙা অবস্থায়। এই অলরাউন্ডারের দাবি, এস এ পরিবহনের অসতর্কতার কারণেই এমনটা ঘটেছে।
ব্যাট দুটি সাইফউদ্দিন পেয়েছিলেন সাকিব আল হাসানের কাছ থেকে। যে কারণে একটু বেশিই পছন্দের ছিলো ব্যাটগুলো। ফেসবুকে তিনি লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাট-এর অবস্থা (ছবিতে)। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
এ ব্যাপারে এস এ পরিবহনের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর পাননি সাইফউদ্দিন, ‘আমি এস এ পরিবহনে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা পরিষ্কার করে কিছু বলেনি। একবার বলেছিল গাড়ি দুর্ঘটনা হয়েছে। গাড়ি দুর্ঘটনা হলে তো ব্যাটের এমন চেহারা হওয়ার কথা না। আর এসব তো আমার দেখার বিষয় না। জিনিসটা নিরাপদে পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব।’
জিম্বাবুয়ে সিরিজের জন্যে ইতিমধ্যে দেশটিতে পৌঁছে গেছে টেস্ট দল। ৮ জুলাই যাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ওস্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। তার আগে এমন ঘটনা নিঃসন্দেহে বিপাকে ফেলবে এই পেস অলরাউন্ডারকে।
কপিঃ চ্যানেল ২৪
বাগমারা উপজেলার সমন্ময় কমিটির সভা- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার, (১লা আগস্ট) পরিষদ মিলনায়তনে উপজেলা সমন্ময় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. রাজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
সভায় শোকের মাস আগস্টকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহন ও মহামারি করোনা ভাইরাসের সংক্রামন থেকে সুরক্ষার জন্য বাগমারার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে শতভাগ করোনার টিকা প্রদান কার্যক্রমকে সফল করার জন্য বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার দাফন সম্পন্ন- বাগমারা টাইমস
মোস্তাফিজুর রহমান জীবন, বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে—- রাজেউন)। শনিবার (৩১ জুলাই) ভোর ৫.২০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি।
শনিবার বেলা ২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধা মৃত গনি মৃধার ছেলে। তাঁর বাড়ি উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ৮ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ্ মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ মোঃ এনামুল হক। সেই সাথে শোক প্রকাশ করেছেন সাবেক উপজেলা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ্ মৃধার জানাযায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাক আহম্মেদ, হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী জজ কোর্টের সাবেক পিপি এ্যাডঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, আউচপাড়া ইউপি চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ, শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আঃ হাকিম প্রাং, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু বকর সরকার, সাধারণ সাম্পাদক প্রভাষক আবু সাইদ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
রাজশাহীতে করোনায় কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না খাবার বিতরণ করেন আইএইচসিআরএফ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে মানবাধিকার সংগঠন "ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন" (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে রাজশাহী নগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে।
শনিবার (৩১জুলাই) রাজশাহী পঞ্চবটি পাঁচানি মাঠে ২০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা ।
আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন যতোদিন লকডাউন ততোদিন এ কর্মসূচি চলমান থাকবে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক এসএম আব্দুল মুগনী নীরো, বিডি সোশ্যাল নিউজ ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, বিডি সোশ্যাল নিউজ স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনি, অনুরাগ কমিউনিটি সেন্টারের পরিচালক কাজী আসাদুর রহমান টিটু।
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল ফেরদৌস রাসেল, আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, সহ-প্রচার সম্পাদক আক্তার হোসেন হীরা, তুষার ,আরিফুল ইসলাম আরিফ, আইয়ুব আহমেদ সহ প্রমুখ।
রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ১২ হাজার ২২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী দিচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মহোদয়। উক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে মহানগরীর রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৩১ জুলাই) বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে বোয়ালিয়া থানা(পশ্চিম) এলাকার ২৩২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। আগামী রোববার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজশাহী বিশ^বিদ্যালয় স্কুল মাঠে মতিহার থানা এলাকার ২৯৪০ পরিবারকে, সোমবার (২ আগস্ট) দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বোয়ালিয়া (পূর্ব) এলাকার ২০১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে শাহ মখদুম থানা এলাকার ২৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ১২ হাজার ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। এরআগে সরকারি খাদ্য সহায়তা দফায় দফায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আরো বেশি বেশি খাদ্য সহায়তা দেওয়ার জন্য সচেষ্টা আছেন। সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের পাশে আছি, আগামীতেও এভাবেই মানুষের পাশে থাকবো।
অনুষ্ঠানে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা এবং করোনার টিকা গ্রহণের আহ্বান জানান রাসিক মেয়র।
এরআগে জেলা শিল্পকলা একাডেমির সামনে চত্বরে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় ২ হাজার ৬৩০টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় খাদ্য সামগ্রীর ১টি করে প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল। রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে স্থান ত্যাগ করেন।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য নজরুল ইসলাম তোতা, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ সহ সাংগঠনিক ৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগমারায় করোনার টিকার ভ্রাম্যমান ক্যাম্প- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
দেশে প্রতিনিয়তই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। শহরের সাথে পাল্লাদিয়ে গ্রামেও বেড়ে চলেছে করোনা রোগী। গ্রামের মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। শনিবার থেকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে চালু করেছেন ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প। এখানে গ্রামের যেকোন মানুষ ফ্রি রেজিস্ট্রেশন করে করোনার টিকা নিতে পারবেন। বিশেষ করে গ্রামের মহিলাদের করোনার টিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছেন তিনি।
ভ্রাম্যমান করোনা টিকা প্রদান ও ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধনী সভায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মন্ডল মেয়রের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন এমপি এনামুল হক।
বক্তব্যকালে তিনি বলেন, বাগমারায় বিশেষ করে মহিলাদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুুদ্ধকরণের লক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে এই টিকা গ্রহনের উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে গ্রামের সাধারণ নারী-পুরুষরা এতে উদ্বুদ্ধ হয়।
সভায় বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাসির উদ্দীন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো লোকমান আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ প্রমুখ।
উদ্বোধনী দিনে তিন শতাধিক মহিলাকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলবে এই টিকা প্রদান কার্যক্রম।
করোনায় হতাশ পান চাষী- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় করোনার কবলে পান হাটে কেনা-বেচা একেবারেই কমে গেছে। পানের বাজারে বাইরের পান ব্যাপারী (ক্রেতা) না আসায় ভালো দামে পান বিক্রি করতে না পেরে পান চাষীরা হতাশ হয়ে পড়েছেন। দ্রব্য মূল্য উর্দ্ধগতির সাথে পান চাষের উপকরণের মূল্য বৃদ্ধিতে টিকতে পারছেন না পান চাষীরা। ফলে দীর্ঘ দিনের বহুল প্রচলিত ঐতিহ্যবাহী বাগমারার মিষ্টি পানচাষ হুমকির পথে। সরকারী ভাবে পানচাষিদের সহায়তা না করা হলে ধবংশের সম্মুখীন হয়ে পড়বে এমনটি আশঙ্কা করছেন অভিজ্ঞমহল।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পান চাষে অধিক লাভ হওয়ায় এলাকার কৃষকরা পান চাষে বেশী আগ্রহী। বিগত বছর বাগমারায় ৯২০ হেক্টর জমিতে পান বরজ ছিল। অন্যান্য আবাদের চেয়ে পান বরজে তুলনামূলক লাভ বেশী হওয়ায় এলাকার কৃষকরা পান চাষে ঝুঁকে এলাকায় বর্তমানে ১ হাজার ৫ শত জমিতে পান বরজ গড়ে তুলেছেন। রাজশাহীর বাগমারার পান দেশের চাহিদা মিটিয়ে বহির বিশ্বে রপ্তানী হয়ে থাকে। এই এলাকার পান মিষ্টি ও সুস্বাদ হবার কারণে দেশে-বিদেশে কদর বেশী। উপজেলার পান কেনা-বেচার রয়েছে কয়েকটি হাট। সেগুলোর মধ্যে মচমইল, তাহেরপুর, মাদারীগঞ্জ, শিকদারী ও মোহনগঞ্জ উল্লেখযোগ্য। রাজশাহীর অন্যতম হাট তাহেরপুর, মচমইল থেকে প্রতি সপ্তায় ৬০/৭০ ট্রাক পান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে বলে জানান পানচাষিরা। বর্তমানে করোনার কারণে কোন বাইরের ব্যবসায়ী নেই। ফলে হাটে বাজারে ক্রেতা শুন্য হয়ে পড়েছে।
সম্প্রতি মোহনগঞ্জ-মাদারীগঞ্জ হাটে ও বাগমারা উপজেলার সর্ববৃহৎ তাহেরপুর ও মচমইল পানের হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে পানের প্রচুর আমদানী। পান ব্যবসায়ীরা ঢিলে-ঢালা পান কেনা-বেচা করছেন না। মহামারীর কারণে পান বাইরে নেয়ার ব্যবস্থা বঞ্চিত পানচাষীরা পানের সঠিক দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। পান বিক্রয় করতে আসা এই রকম একজন পানচাষী বালানগর গ্রামের সাহেব আলী জানান, পান চাষ করতে যে টাকা ব্যয় হচ্ছে পান বিক্রয় করে তার অর্ধেক মূল্যও পাওয়া যাচ্ছে না। তিনি জানান যে, একটি লোক নিয়ে দুই পোয়া পান ভেঙ্গে হাটে বিক্রয় করে দাম পাওয়া যায় মাত্র ৬০০ টাকা ,অথচ সেই লোকের বর্তমান মজুরী দিতে হচ্ছে ৫০০ টাকা। পানের দাম কম হওয়ার কারণ জানতে চাইলে মচমইল হাটে পান ব্যবসায়ী সেলিম জানান, পূর্বে মধ্যপ্রাচ্যে প্রচুর পানের চাহিদা ছিল।
এখন করোনার কারণে কোন পান বাইরে যাচ্ছে না। এতে পানের গুরুত্ব্ব কমে গেছে। হাটে আসা পানচাষীরা জানান, নিত্য পণ্য দ্রব্য মূল্য উর্দ্ধগতি। এছাড়া পান চাষের উপকরণ পান বরজের ব্যবহৃত লগড়, ছুচ, ছায়ন, বাতা, খড়, উলা ও উয়াশির প্রচুর পরিমান দাম বেড়েছে। কিন্তু সেই তুলনায় পানের দাম খুবই কম থাকায় তারা হতাশ হয়ে পড়েছেন।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক প্রতারক গ্রেফতার-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
" হ্যালো আসসালামু আলাইকুম । আমি পুলিশ হেড কোয়ার্টারের সংস্থাপন শাখার ইন্সপেক্টর সালাম বলছি। আপনার নাম পার্বত্য জেলার জন্য নমিনেশন দেয়া হয়েছে। ঠেকাতে চাইলে যোগাযোগ করেন।“
গত ১০/০৭/২০২১ ইং তারিখে এভাবেই রাজ়শাহী জেলার একজন পুলিশ সদস্যের কাছে ফোন আসে। ফোন পেয়ে উক্ত পুলিশ সদস্য রাজশাহী জেলা পুলিশের আরওআই নিরঞ্জন ঘোষকে জানালে তিনি বিষয়টি রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার স্যারকে জানান।
পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) স্যার রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) সনাতন চক্রবর্তীকে বিষয়টি উদ্ঘাটনের নির্দেশনা দেন। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় কাজ শুরু হয় এবং ২০ দিনের প্রচেষ্টায় প্রতারক মোঃ আল আমিন সরকার , পিতাঃ মোঃ আপেল মাহমুদ সরকার গ্রামঃ চাদপুর ডাকঘরঃ বিরামপুর থানাঃ বিরামপুর জেলাঃ দিনাজপুরকে গতকাল ৩০ জুলাই রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুর জেলার বিরামপুর থানার সহযোগিতায় আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক আল আমিন তার প্রতারণার কথা স্বীকার করে এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অগণিত সংখ্যক পুলিশ সদস্যের কাছ থেকে এভাবে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায়।২০১৫ সাল থেকে সে এ কাজের সাথে জড়িত বলে জানা যায় ।
তার প্রকাশ্য কোন জীবিকা নাই এবং প্রতারণার মাধ্যমেই চলে বলে জানায়। বিভিন্ন নামে নিবন্ধন করা বিকাশ এবং নগদের কয়েকটি সিম তার কাছে পাওয়া গেছে। এ ব্যাপারে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ও উক্ত প্রতারককে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।
:: মো: ইফতে খায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
মাছ দেওয়ার কথা বলে শিশু ধর্ষণ কিশোর গ্রেপ্তার-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারা উপজেলায় মাছ দেওয়ার কথা বলে ১০ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গতকাল শুক্রবার রাতে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার এক কিশোর তার বাবার সঙ্গে ট্রাকে করে বিভিন্ন স্থানে তাজা মাছ সরবরাহের কাজ করে। গতকাল বিকেলে প্রতিবেশী মেয়েশিশুকে মাছ দেওয়ার কথা বলে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে ওই কিশোর। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। কিশোর তখন পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।এ ঘটনায় গতকাল রাতে বাগমারা থানায় ধর্ষণ মামলা করেন শিশুটির বাবা। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করেছে। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।
সূত্র: প্রথম আলো
করোনায় ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র লিটন
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা প্রাদুর্ভাবের কারণে রাজশাহীতে কর্মরত ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগর ভবনে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মহোদয় বলেন, করোনার এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশে দফায় দফায় করোনা ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করছে। রাজশাহীতে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। করোনা যতদিন থাকবে, এভাবেই আমরা মানুষের পাশে থাকবো। করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের পাশে দাঁড়ানোয় রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব ও অসহায় মানুষেরা উপকৃত হবেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।
সবাইকে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। করোনার টিকা গ্রহণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এসএম এহসান রকেট, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, সহ-সভাপতি ও হোটেল ডালাস ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী আবুল বাশার মোঃ শহীদুল্লাহ (পলাশ) প্রমুখ।
উল্লেখ্য, ২৩৩ জন আবাসিক হোটেল কর্মচারীকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০মিলি সয়াবিন তেল।
পাট চাষে কৃষক হাসে- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
পান আলু পিয়াজ তরকারি ও মাছ সহ নানান কৃষি পন্য রপ্তানীতে জেলার অন্যতম উপজেলা বাগমারার সুনাম ও খ্যাতি যখন ছড়িয়ে পড়েছে। এবার পাট সেই তালিকায় অন্তভুক্ত হয়ে বাগমারার ঐতিহ্য সুনাাম আরো বৃদ্ধি করেছে।
উপজেলা কৃষি অফিস ও পাট চাষী সূত্রে জানা গেছে, পাটের বীজ বপনের সময় আবহাওয়া অনুকুলে না থাকলেও পরবর্তীতে সময় মত বৃষ্টিপাত হওয়াতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে পাট চাষীরা পাট আরোহন করে পানিতে পচানী দেওয়া পাট পরিস্কার করা ধোয়া) শুরু করেছেন। তবে পরিমিত বন্যা না হওয়ার কারণে পাট ক্ষেতের আশেপাশে পর্যাপ্ত জলাশয় না থাকলেও পাট ধোওয়া শ্রমিক সংকটের কারণে পাট চাষীরা বড়ই বেকায়দায় পড়েছেন। মোহনপুরের পাট চাষী বাবলু ও দুলাল জানান, বাগমারায় দু’বেলা খাবার দিয়ে একজন পাট ধোয় শ্রমিকের মজুরী সাড়ে ৪শ থেকে ৫শ টাকা। সারা দিনে একজন শ্রমিক ১৮ থেকে ২০ বিড়া (৮ মুঠায় এক বিড়া) পাট ধুতে পারে। অনেকে চুক্তি ভিত্তিক পাট ধোয়া শ্রমিক নিয়োগ করেছেন। তবে পাটের দাম এবার ভাল থাকায় পাট চাষীরা এসব নানান খরচ মিটিয়ে পাট বিক্রি করে লাভের মুখ দেখতে পারছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান জানান, বাগমারায় এবার কমবেশি সব এলাকাতেই পাটের চাষাবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার একশ হেক্টর জমিতে পাটের আবাদ বেশি হয়ে মোট পাটের চাষ হয়েছে ১ হাজার ৯শ ২০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে ২.৪ মেট্রিক টন উৎপাদনের লক্ষ হিসাবে এখানে মোট উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারিন করা হয়েছে সাড়ে চার হাজার মেট্রিক টন।
তিনি বলেন বাগামার পাট মানে ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা বাগমারায় ছুটে আসছেন পাট ক্রয় করতে। ঢাকা খুলনা সহ দেশের দূর দূরান্ত থেকে তারা বাগমারায় এসে ট্রাক বোঝাই করে পাট কিনে নিয়ে যাচ্ছেন। বাগমারার মধ্যে তাহেরপেুর হাট পাটের জন্য বিখ্যাত। এছাড়া ভবানীগঞ্জ মচমইল মোহনগঞ্জ সহ বিভিন্ন হাটে কমবেশি পাট কেনা বেচা হয়। তাহেরপুর হাটে পাট কিনতে এসেছেন নাটোরের বেপারী বেলাল উদ্দিন। তিনি জানান, তারা বাপ দাদার আমল থেকে পাটের ব্যবসা করে আসছেন। তিনি নিয়মিত তাহেরপুর হাট থেকে পাট কিনে থাকেন। প্রতি হাটে তিনি ৪/৫ ট্রাক করে পাট কিনে থাকেন। গত বছরের তুলনায় এবার পাটের দর কিছুটা বাড়তি বলে তিনি জানান। এবার পাটের দর মানভেদে ২২শ থেকে ২৬শ টাকা পর্যন্ত। গতকাল শুক্রবার ভবানীগঞ্জ -তাহেরপুর রোড়ে যাওয়ার পথে ট্রাক চালকের সাথে কথা বলে জানা যায়, তারা এই পাট ভবানীগঞ্জ হাট থেকে কিনেছেন। এগুলো তাহেরপুর গিয়ে বড় বড় ট্রাকে লোড দেওয়া হবে। পরে পাট গুলো ঢাকায় নিয়ে যাওয়া হবে। এভাবে বাগমারা থেকে প্রতিদিন ২০/২২ টি ট্রাক ভর্তি হয়ে পাট চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান আরো জানান, বর্তমানে পলিথিন যে ভাবে মহামারী আকার ধারন করছে এবং যত্রতত্র ভাবে পলিথিনির ব্যবহার বাড়তে থাকায় পরিবেশ ক্রমশই বিষময় হয়ে ওঠছে। এ থেকে পরিত্রানের জন্য পাটের বহুমূখী ব্যবহার ছাড়া কোন বিকল্প নেই। বাগমারায় আমরা পাট চাষীদের বিভিন্ন ভাবে সহায়তা করে থাকি । যাতে পাটের উৎপাদন আগামীতে আরো বৃদ্ধি করা যায়।
বাগমারার তাহেরপুরে স্বাস্থ্যবিধি না মেনেই হাট-বাজারে হাজার হাজার মানুষ- বাগমারা টাইমস
নাজিম হাসান বাগমারাঃ
ঈদের পর শুরু হওয়া লকডাউন বাস্তবায়নে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা। কিন্তু লকডাউনের (৮ম দিন) শুক্রবার (৩০ জুলাই) ভোর রাত থেকে বেলা ১১টা পযর্ন্ত তাহেরপুর পৌরসভার হাটে চিত্র দেখা গেছে, সড়ক ও হাটের ভেতর মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে তিনগুন। কোথাও কোথাও তো দেখা গেছে চার্জার ভ্যান গাড়ীর কারনে যানজট লেগেছিল। এছাড়া একের পর এক ভটভটি ব্যাটারী চালিত ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যাও বেশি দেখা গেছে। ফলে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি হচ্ছে না। মানছে না স্বাস্থ্যবিধি, বজায় রাখছে না সামাজিক দূরত্ব।
শুক্রবার সকাল থেকে হাট-বাজারে অলি-গলিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে অবস্থান নিয়েছিল তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্যরা। এলাকাবাসি সুত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষায় গত (২৩ জুলাই) নিধিনিষেধ ঘোষণা করেছে সরকার কিন্তু রাজশাহী জেলার সর্ব বৃহতম তাহেরপুর পৌরসভার সাপ্তাহিক হাটবার শুক্রবার ও সোমবার ভোর রাত থেকে বসছে এবং এই হাটতে মাস্ক ছাড়াই হাজার হাজার মানুষ জমায়েত হয়ে দেদারছে নিত্যপণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করছে।
এ হাট-বাজারে নিয়ন্ত্রণে বাগমারা উপজেলা প্রশাসনের নজরদারি নেই বলে অভিযোগ স্থানীয়দের এবং ওই বিধিনিষেধ জেলা শহরে প্রভাব পড়লেও তাহেরপুর হাট-বাজারে কোনো প্রভাব নেই। হাট কামিটির পক্ষ থেকে শুধু মাত্র আনছার ভিডিপির কয়েকজন সদস্য নিয়োগ করা হয়েছে। তারা যানজোট নিরাসন না করে হাটে আসা বিভিন্ন যানবাহন রাস্তায় রাস্তায় আটকে রেখে চাঁদা তোলার কারনে আরো বেশী তারা যানজোট লেগেই থাকে। স্থানীয়রা ও হাটে আসা লোকজন আরো অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনকে জানালেও তারা গুরুত্ব দিচ্ছেন না। এতে অনায়সেই স্বাস্থ্যবিধি না মেনেই হাটে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে ক্রয়-বিক্রয় করে যাচ্ছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তাহেরপুর পুলিশ তদস্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল রাজ্জাক বলেন লোকজনদের স্বাস্থ্যবিধি, বজায় রাখার জন্য সকাল থেকে আমাদের একটি টহল গাড়ি মাইকিং করে যাচ্ছে। কিন্ত পুলিশের অবস্থানের ওপর চোখ রেখে বাজারের কয়েক হাজার দোকানের অধিকাংশই অর্ধেক সাটার খুলে ব্যবসা করছে। এছাড়া পুলিশ আসার খবরে দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার পুলিশ চলে গেলে দোকান খুলে ক্রয়–বিক্রয় করছেন এখানকার বিভিন্ন ব্যবসায়ীরা।
RAB- 5 রাজশাহী কর্তৃক অস্ত্র ও গুলিসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
RAB- 5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই ২০২১ইং তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন ০৫নং রসুলপুর ইউনিয়ন এলাকায় অপারেশন পরিচালনা করেন।
উক্ত অভিযানে, ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ওয়ান শুটারগান,০১ টি ম্যাগজিন, ০২ রাউন্ড গুলি, ০১ টি অটোভ্যান, ০১ টি মোবাইল ও ০২ টি সীমকার্ডসহ আসামী মোঃ ডালিম (৩৫), পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-আলামপুর, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে হাতেনাতে গ্রেফতার করেন। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
অবৈধঅস্ত্র-মুক্ত সমাজ গড়ুন।
বাগমারার উদপাড়ায় আগুনে ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদক বাগমারা টাইমসঃ
রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামে আগুনে ঘর পুড়ে প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা যায় ২৯/৭/২০২১ইং রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের মৃত সৈয়দ আলী মোল্লার ৩য় পুত্র জালাল মোল্লার বাসায় মারাত্মক আগুন ধরে।
প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
উদপাড়া গ্রামবাসী দীর্ঘ ২ঘন্টা যাবত চেষ্টা করে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রনে আনে।
আগুনে জালাল মোল্লার বাসার টিনের চাল আগুনে পুড়ে নষ্ট গেছে, তার বাসার পিয়াঁজ আগুনে পুড়ে গেছে, অসংখ্য পাটকাঠি পুড়ে ছাঁই হয়ে গেছে।
বাগমারা আউচপাড়া ইউপি'তে মাদক সেবনের দায়ে ছেলেকে পুলিশে দিলেন মা-বাগমারা টাইমস
আশিক ইসলাম আউচপাড়া প্রতিনিধিঃ
নেশা খাওয়ার জন্য বাগানের গাছ বিক্রি করে টাকা দিতে হবে। না দিলে করা হবে মারধর। মাদকাসক্ত ছেলের হুমকিতে ভয়ে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন এক মা (৫১)। বিষয়টি তিনি মুঠোফোনে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। ছেলেটির নাম মাজেদুর রহমান(২৬)। মানিক আউচপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহাতাবুর রহমান মাতুর ছেলে।ঘটনাটি ঘটেছে আউপাড়া ইউপির অভ্যাগতপাড়া গ্রামে।
তার মা তানজিমা খাতুন বলেন ছোটবেলা থেকেই সে বন্বুদের সাথে নেশা করতো।তাকে এ পথ থেকে ফিরিয়ে আনতে গেলে আমাকেও হত্যার জন্য এগিয়ে আসে। আমি আমার ছেলেকে ভালো দেখতে চায়।এজন্যয় আমি পুলিশকে জানিয়ে আমার ছেলেকে ভালো পথে আনতে চায়।
এমপি এনামুল হকের নির্দেশে শুভডাঙ্গা ইউপিতে মাস্ক বিতরণ-বাগমারা টাইমস
আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ
করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকতে আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির নির্দেশ মোতাবেক আজ (২৯ জুলাই) বিকাল ৪ ঘটিকায় ৯নং শুভডাঙ্গা ইউনিয়ন এর দলীয় কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আঃ হাকিম এর সভাপতিত্বে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধে সচেতনেতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বাগমার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা,ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মী ও ইউপি সদস্য।
বাগমারার ইউএনও সহযোগিতায় অবশেষে ঘর সংস্কারের টাকা ও টিন পেলেন বৃদ্ধা আতেজান বেওয়া
নাজিম হাসানঃ
নাম হলো তার আতেজান বেওয়ার, বয়স ৭৫ পেরিয়ে ৮০ বছরে ছুই-ছুই করছে। এ বয়সেও তার স্বপ্ন পূরন হলনা। জীবনের শেষ মহর্তে এসে নিজ বড়িতে স্বামীর রেখে যাওয়া কুঁড়েঘর সংস্কার করে সেখানে আপাতত নির্বিঘ্নে ঘুমাতে পারবেন বৃদ্ধা আতেজান বেওয়া।
উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে সেই ব্যবস্থা করে দিয়েছে। এজন্য গতকাল বৃহস্পতিবার নতুন ঢেউটিন ও নগদ টাকা ও খাবার সহায়তা দিয়েছেন। এই প্রাপ্তিতে খুশি বৃদ্ধা আতেজান বেওয়া। তিনি ও গ্রামবাসীরা উপজেলা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
বৃদ্ধা আতেজান বেওয়া রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়নের কামনগর সোনারপাড়া গ্রামের মৃত জেহের আলীর স্ত্রী। গত কয়েক দিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় এক যুগ ধরে ঘর নেই বৃদ্ধা আতেজান বেওয়ার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ ব্যক্তিগত ভাবে খোঁজ খবর নেন। পরে তিনি বৃদ্ধা আতেজান বেওয়াকে স্থানীয় একজন সাংবাদিকের মাধ্যমে নিজ দপ্তরে আমন্ত্রণ জানান।
এরই ফলে বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধাকে নিয়ে ওই গ্রামের আলাউদ্দিন নামের একজন অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্য ইউএনওর দপ্তরে আসেন। এবং সেখানে তাঁকে আপ্যায়ন শেষে ঘর মেরামতের জন্য নগদ ছয় হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন দেন। এছাড়াও দুই সপ্তাহের খাবার তাঁর হাতে তুলে দেওয়া হয়। পরবর্তীতে তাঁর স্বপ্ন পূরণের জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের পক্ষে এসময় জানানো হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, সংবাদটি তাঁর নজরে আসার পর জরুরী ভিত্তিতে বৃদ্ধার মাথা গোঁজার জায়গা করার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে তাঁর জন্য পাকা ঘরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য কামনগর সোনারপাড়া গ্রামের এই বৃদ্ধার স্বামী এক যুগ আগে মারা যাওয়ার পর তিনি এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অসহায় হয়ে পড়েন। মাথা গোঁজার একমাত্র জায়গাটিও বসবাসের অনুপযোগি হয়ে পড়ে।
ঘরের দেয়াল ও টিনের চালা ভেঙে যায়। ঝুঁকি নিয়ে তাঁর একমাত্র প্রতিবন্ধী ছেলে মাহাবুর রহমান (৪৫)কে সাথে নিয়ে বারান্দায় ঘুমাতে পারলেও অতিরিক্ত জায়গা না থাকায় বৃদ্ধা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না। সারাদিন বাড়িতে অবস্থানের পর রাতে গ্রামের এক ব্যাক্তির বাড়িতে ঘুমান।
গোয়ালকান্দি ইউপিতে এলজিএসপি-৩ এর অর্থায়নে এসবিবি রাস্তার শুভ উদ্বোধন- বাগমারা টাইমস
সারোয়ার হোসেন স্বাধীন, বাগমারা টাইমসঃ
‘গ্ৰাম হবে শহর’ ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় ডিজিটাল বাগমারা গড়ার কারিগর মাননীয় সংসদ ইঞ্জিঃ এনামুল হক এর দিকনির্দেশনায় ১৩ নং গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার আজ বৃহস্পতিবার, দুপুর ২ ঘটিকায় রামরামা গ্রামে এলজিএসপি ৩ এর অর্থায়নে এসবিবি রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন।
এটি রামরামা গ্রামের চৌগাছীপাড়ার পাকা রাস্তা থেকে সোবহান মোল্লার বাড়ী পর্যন্ত বরাদ্দ হয়। ২০২০-২১ অর্থবছরে কিন্তু বাস্তবায়ন ২০২১-২০। বরাদ্দকৃত অর্থ হলো ২০৯৮৮৪ টাকা, যার দৈঘ্য ৯৬ মিটার। এতে করে চৌগাছীপাড়ার, চুনাপাড়া ও রামরামা পূর্বপাড়া মানুষের যাতায়াতের দুর্ভোগ দূর ও নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারবে। অত্র এলাকার সাধারণ মানুষ জানান, উক্ত কাজ হওয়ায় তারা অনেক আনন্দিত। এ সময় এলাকাবাসী জানান যে, এভাবে সরকার কাজ করলে দেশনেত্রী শেখ হাসিনা ঘোষণাকৃত কথা আসলেই বাস্তবায়ন হবে।
বাগমারায় লকডাউন বাস্তবায়নে ইউএনও’র অভিযানে জরিমানা- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযানে নেমেছেন বাগমারা উপজেলা প্রশাসন।
বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভবানীগঞ্জ বাজারে ব্যবসায়ী সহ তিনজন এবং কালিগঞ্জ বাজারে একজন মটর সাইকেল চালকের নিকট থেকে সাত হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিনা প্রয়োজনে কেউ যেন যেখানে সেখানে ঘুরাফেরা না করে সে ব্যাপারে সচেতন করা হয়েছে। সেই সাথে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে জরুরী প্রয়োজনে মাস্ক পড়ে বের হওয়ার আহ্বান জানানো হয়।
চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও। অভিযানকালে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।
ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মিত হবে বঙ্গবন্ধুর মুর্যাল-বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর মুর্যাল নির্মাণের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের নির্দেশনায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়। এ জন্য ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্রলীগ নেতাকর্মীরা ও আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ইউএনও জিরো পয়েন্টর বেশ কিছু অবৈধ স্থাপনা পানবিড়িরি দোকান, ফলমূলের দোকান সহ চা স্টল সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ দিকে সাংসদের এই পরিকল্পনা বাস্তবায়নে ইউএনও’র অভিযানকে সাদুবাদ জানিয়েছেন সাধারণ জনগন। তারা জানান, ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হলে জাতীর জনক বন্ধুবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে সেই সাথে বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
এছাড়া জিরো পয়েন্টে এসব অবৈধ স্থাপনার জন্য প্রতিনিয়ত যে যানজট লেগে জনসাধারনের প্রচন্ড ভোগান্তি পোহাতে হয় তার অবসান হবে। তাই আমরা চাই দ্রুত এই উদ্যোগে বাস্তবায়ন করা হোক। ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক আব্দুল মজিদ সহ অন্যান্য নেতা কর্মীরা জানান, ভবানীগঞ্জ বাজারে বাগমারার কৃতি সন্তান ইঞ্জি এনামুল হক ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর যে ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন তা একটি যুুগান্তকরী পদক্ষেপ।
এর মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস সঠিক ভাবে জানান ও উপলদ্ধি করার সুযোগ পাবে। এর পাশাপাশি উপজেলা হেডকোয়ার্টার হিসাবে ভবানীগঞ্জ বাজারের সৌন্দর্য বৃদ্ধি পাবে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, স্থানীয় সাংসদ ইঞ্জি এনামুল হকের নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ জন্য জিরো পযেন্টের সকল অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুর করেছি। দ্রুত এখানে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মানের কাজ শুর করা হবে। পাশাপাশি ভবানীগঞ্জ বাজারের অন্যান্য সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজারের সৌন্দর্য বৃদ্ধি ও যানচলাচল নির্বিগ্ন করা হবে।
বাগমারায় গাজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর বাগমারায় গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ীর নাম সান্টু সরদার (৩৪)। সে তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া মহল্লার আবুল কাশেমের ছেলে।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক পৌর বাস স্ট্যান্ডে গাজা বিক্রয় কালে ১০০ গ্রাম গাজা সহ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করেছে।
মঙ্গলবার দুপুরে সান্টু সরদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় আটককৃত সান্টু সরদার দীর্ঘদিন থেকে গাজার ব্যবসা করে আসছে। তার নামে এর আগেও মাদকের মামলা রয়েছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, আটককৃত সান্টু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশকে মানুষের প্রথম ভরসাস্থল হতে হবে ড. বেনজীর আহমেদ-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
‘যাঁরা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তাঁরাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন, কলম ধরেছেন। এ প্রাপ্তি আমাদের বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদের ধরে রাখতে হবে। মানুষের প্রথম ভরসাস্থল হিসেবে পুলিশকে কাজ করতে হবে।’ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের এভাবেই নির্দেশনা দেন। সম্প্রতি ওই অনুষ্ঠানে বক্তব্যে তিনি আরো বলেন, ‘ব্যক্তিস্বার্থ ও মোহের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হবে। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা নিয়ে পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে প্রতিকূল ও অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।’
গত বছরের ১৫ এপ্রিল পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. বেনজীর। এরপর থেকে বিভিন্ন সভা, আলোচনা ও নির্দেশনামূলক বক্তব্যে তিনি পুলিশ বাহিনীকে ‘জনগণের প্রতি উন্নত আচরণের মানবিক পুলিশ বাহিনী’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ বাহিনীকে জনমুখী করতে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেন তিনি। স্বচ্ছ, জবাবদিহিমূলক পুলিশিব্যবস্থা গড়ার লক্ষ্যে পাঁচটি মূলনীতি ঘোষণা করেন আইজিপি। এগুলো হলো দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, জনগণের প্রতি অমানবিক ও অপেশাদার আচরণ বন্ধ করা, বিট পুলিশিং চালুর মাধ্যমে দোরগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করা, শৃঙ্খলা নিশ্চিত করা ও পুলিশের সার্বিক কল্যাণ। এ নীতিগুলো প্রতিপালনে তিনি সব পুলিশ কর্মকর্তা ও ফোর্সকে নির্দেশনা দেন। মানবিক পুলিশ হিসেবে প্রতিটি সদস্যকে সাফল্য দেখাতে উৎসাহ জোগান। জনগণের কল্যাণে গঠিত ডিজিটাল ফরেনসিক ল্যাব, ডিএনএ পরীক্ষা, সাইবার ক্রাইম, ফিন্যানশিয়াল ক্রাইম, ভিকটিম সাপোর্ট সেন্টার, নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক হেল্পডেস্ক, বিট পুলিশিং, জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমকে আইজিপি আরো কার্যকর করার উদ্যোগ নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনায় করোনাকালে মানবিক সেবা দিয়ে সুনাম কুড়িয়েছে পুলিশ। আচরণ পাল্টে পুলিশের সেবা দেওয়ার মানসিকতা অব্যাহত আছে।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সারদায় পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানে ড. বেনজীর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের সঙ্গে মানবিক আচরণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে মানবিক পুলিশে পরিণত হতে হবে। নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। আপনাদের এমনভাবে উন্নত দেশের পুলিশের নেতৃত্ব দিতে হবে, যাতে চাকরি শেষে একটি উন্নত দেশের আধুনিক পুলিশ সদস্য হিসেবে আত্মতৃপ্তি নিয়ে গর্বের সঙ্গে বাড়ি ফিরে যেতে পারেন।’
আইজিপি এরই মধ্যে পুরো দেশকে ছয় হাজার ৯১২টি বিটে ভাগ করে প্রতিটি বিটে একজন কর্মকর্তা পদায়নের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। প্রতিটি এলাকার মানুষ বিপদে বা প্রয়োজনে বিট অফিসারের কাছে যান। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আইজিপি এই কার্যক্রম বাস্তবায়ন করেন। নারীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হয়, নারীদের জন্য নিরাপদ সাইবার স্পেস নিশ্চিত করতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজ চালু করেন আইজিপি। করোনাভাইরাস থেকে সাধারণ মানুষকে সেবা দিতে পুলিশপ্রধান চালু করেন ‘প্যানডেমিক পুলিশিং’। প্রণয়ন করেন আন্তর্জাতিক মানের এসওপি এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রটোকল। করোনায় সাধারণ মানুষকে সেবা দিতে গিয়ে একক বাহিনী হিসেবে সবচেয়ে বেশিসংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। মারাও যান অনেকে। এ অবস্থায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২৫০ শয্যার স্থানে বর্তমানে ৭৫০ শয্যার কভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে। আইজিপির এসব উদ্যোগে, সুরক্ষায় মনোবল বেড়েছে পুলিশ সদস্যদের।
বাগমারায় সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে শিক্ষকের চাঁদাবাজি, থানায় জিডি-বাগমারা
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী বাগমারা উপজেলার মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ ওরফে হাফিজ মাষ্টারের বিরুদ্ধে সাংবাদিকের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
তথ্যসূত্রে জানাযায়, ঘটনা-১। ২০২১সালের মার্চ মাসের ৭ তারিখে অর্থাৎ প্রায় ছয় মাস আগে আউচপাড়া ইউনিয়নের ৯ ওয়ার্ড মির্জাপুর গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি দেওয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে আঃ বারির বিরুদ্ধে নিউজ করা হয়। নিউজটি হওয়ার পরে সমাধান করে দেওয়ার নামে আঃ বারির নিকট থেকে জোর পূর্বক একই এলাকার মোজাফফর ও জামালের মাধ্যমে সাংবাদিকদের ম্যানেজ করার নামে পাঁচ হাজার টাকা নেয় হাফিজ মাষ্টার। কিন্তু উক্ত টাকা তিনি সাংবাদিকদের না দিয়ে আত্মসাৎ করেন।
ঘটনা - ২। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অনুদান ও তত্বাবধানে মাগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মানের কাজ শুরু হয় প্রায় দুই বছর আগে। যা চলমান রয়েছে। এই ভবন নির্মানে নানা অনিয়ম ও দুর্নীতি স্থানীয় মানুষের চোখে পড়লে জনসাধারণ বাধা দেয়। যা গত ২০২১ সালের রমযান মাসের মাঝামাঝি ঘটে। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে যায় স্থানীয় কয়েকজন সাংবাদিক। এখানেও এই হাফিজ মাষ্টার সাংবাদিক সহ স্থানীয়দের ম্যানেজ করার নামে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারি প্রকৌশলী সাদ্দাম হোসেনের নিকট থেকে পাঁচ হাজার টাকা নেয়। যা সাদ্দাম হোসেনের স্বিকারুক্তি মূলক রেকর্ড রয়েছে। কিন্তু তিনি কাউকেই দেননি। এছাড়াও তার বিরুদ্ধে নারী ক্যালেঙ্কারি, জমি জবরদখল সহ টাকা আত্মসাৎ এর একাধিক অভিযোগ রয়েছে। সকল বিষয়ের প্রেক্ষিতে ২৬ তারিখ ( সোমবার) রাত আনুমানিক ৯ টার দিকে মুঠোফোনে জানতে চাইলে তিনি উল্টো সাংবাদিকেই হুমকি দেয়। এবং চাঁদাবাজ বলে আখ্যা দেয়। যার ফোনের কল রেকর্ড সংরক্ষিত রয়েছে। পরে ঐ সাংবাদিক হাফিজ মাষ্টারের বিরুদ্ধে বাগমারা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডি নাম্বার ১৩১০। মিডিয়ার অনুসন্ধানী টিম এই হাফিজ মাষ্টারের তথ্য অনুসন্ধানে নামে এবং না জানা অনেক তথ্য উঠে আসে। বেরিয়ে আসে থলের বিড়াল। এই হাফিজ মাষ্টার বিএনপির এজেন্ডা বাস্তবায়নের জন্য সক্রিয় ভুমিকা রেখেছেন প্রতিনিয়ত। সরকার যেখানে লকডাউন ঘোষনা করেছেন, সেখানে সরকারের নির্দেশনা উপেক্ষা করে প্রতিদিন নিজ চেম্বারে ১০-১৫ জন মানুষ নিয়ে দলীয় মিটিং করেন। যা এলাকায় খোঁজ নিলেই মিলবে সত্যতা। ২০০৭ সালে ত্রাণের টিন আত্মসাৎ করেছিলেন। তৎকালীন সময়ে একাধিক পত্রিকাতে প্রকাশ হয়েছে। ২০০২ সালে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সাক্ষর জাল করে স্কুল এমপিও করেছিলেন। কিন্তু বড়ভাই উপ-সচিব হওয়ায় সেই যাত্রায় তিনি বেঁচে যায়।
এছাড়াও তিনি তার নিজের গ্রামের আঃ সাত্তারের ১৪ শতক জমি জোরপূর্বক জবরদখল করে রেখেছেন যা সম্পুর্ণ বেআইনি। ২০১৮ সালে একই গ্রামের মৃত পচা'র স্ত্রী আলেয়া মারা যাওয়ার পর তার সন্তানরা ( মেয়েরা ) গ্রামের সমাজ উন্নয়নের জন্য ৫ শতক জমি দান করেন। কিন্তু হাফিজ মাষ্টার সমাজ কমিটির সভাপতি হওয়ায় তিনি জমিটি বিক্রির সিদ্ধান্ত নেন এবং মৌখিক ডাক/নিলাম দেয়। নিলাম শুনে একই গ্রামের রেজাউলের ছেলে আনোয়ার পঁয়ছট্টি হাজার টাকা তৎক্ষনাৎ বায়না করে। বায়নার টাকা নিয়ে নিজের নামে জমিটি লিখে নেয় হাফিজ মাষ্টার। পরে শালিস করেও সেই টাকা ফেরত দেয়নি। এই রকম অসংখ্য অপকর্মের তথ্য প্রমান পাওয়া গেছে।
এবিষয়ে মুগাইপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাষ্টার এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমার বিষয়ে যেগুলো বললেন সেগুলো মিথ্যা। আর আমার কাছে সাংবাদিক ফোন দিয়েছিল, এরকম অনেক সাংবাদিক আজে বাজে তথ্য বলে বিভ্রান্তি করে। আপনার কাছে কোন সাংবাদিক চাঁদা চেয়েছে এমন প্রমান রয়েছে কিনা? উত্তরে বলেন যারা ছিল তারাই বলবে।
তবে এবিষয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহীতে কর্মরত সাংবাদিক। দুর্নীতিবাজ ও চাঁদাবাজ শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া দাবী জানিয়েছেন সাংবাদিকরা। সাংবাদিকদের সম্মানকে কুলষিত করার দায়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে মানহানী মামলা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আমাদের জীবন ও মরণ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য-বাগমারা টাইমস
ইসলামী ডেক্সঃ
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেন, ‘‘যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদের পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে সর্বোত্তম।’’ [সুরা মুলক, আয়াত: ০২]
.
ইমাম ফুদ্বাইল ইবনু আয়াদ্ব (রাহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে ‘আমলের দিক থেকে সর্বোত্তম’ (أَحْسَنُ عَمَلاً) অর্থ হলো, ‘সর্বাধিক ইখলাসপূর্ণ ও যথার্থ (সঠিক) আমল।’
.
তিনি বলেন, ‘আমল যদি ইখলাসপূর্ণ হয়, কিন্তু সঠিক না হয়, তবে তা গ্রহণ করা হবে না। আর যদি সঠিক হয়, কিন্তু ইখলাসপূর্ণ না হয়, তবুও তা গ্রহণ করা হবে না, যতক্ষণ না কোনো আমলে যথার্থতা ও ইখলাস একত্র হবে। আর, আমল তখনই ইখলাসপূর্ণ হবে, যখন সেখানে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনই উদ্দেশ্য হবে এবং আমলটি তখনই যথার্থ হবে, যখন তা (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) সুন্নাহ (পদ্ধতি) মোতাবেক হবে।’ [ইবনুল কায়্যিম, ই’লামুল মুওয়াক্কিঈন: ২/১২৪]
তাহেরপুরে খোলা বাজারে ওএমএসের চাল-আটা বিক্রি-বাগমারা টাইমস
নাজিম হাসান বাগমারাঃ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারী ভাবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
চাল প্রতি কেজি ৩০ টাকা এবং আটা ১৮ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। রবিবার (২৫জুলাই) সকাল ৯টা থেকে পৌরসভা এলাকার চারটি পয়েন্টে এ কার্যক্রমের একযোগে উদ্বোধন করা হয়।
গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) বেলা পৌনে ১১টার সময় ২নং ওয়ার্ড চকিরপাড়ায় অবস্থিত অডিটোরিয়ামে গিয়ে দেখা যায় চাল-আটা বিক্রি চালিয়ে যাচ্ছেন ডিলার মাহাবুবুল হক শাহী। তিনি জানান,মহামারি করোনার সংক্রমণ রোধে টানা লকডাউনে অসহায় ও দু:স্থদের মাঝে ৩০ টাকা দরে একজন সর্বোচ্চ ৫ কেজি চাউল এবং ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। এছাড়া শুক্রবার ছাড়া প্রতিনি এই কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করা হবে।
ওএম এসের ডিলারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাহেরপুর পৌরসভা এলাকায় খোলা বাজারে ওএমএস এর চাল ও আটা বিক্রি জন্য চারজন ডিলার নিয়োগ রয়েছে। তারা ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত চাল ও আটা বিক্রি করবেন। উল্লেখ্য,ওএমএস কর্মসূচির জন্য প্রত্যেক ডিলারকে ১ হাজার ৫০০ কেজি করে চাল ও ১ হাজার কেজি আটা প্রতিদিন বরাদ্দ দেওয়া হয়। এছাড়া এই কার্যক্রম ৭ই আগষ্ট পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।
পাকা ঘরে বসবাস করার ইচ্ছে বাগমারার বাসুপাড়া ইউপির আতেজান বেওয়ার- বাগমারা টাইমস
এইচ এম শাহাদতঃ
স্বামীর রেখে যাওয়া কুঁড়েঘরই সম্বল বৃদ্ধ আতেজান বেওয়ার (৭৪)। ভাঙা সেই ঘরে ঝুঁকি নিয়ে থাকেন তিনি। পাকা ঘরে বসবাস করতে ইচ্ছা করে তাঁর। সরকার অসহায় ব্যক্তিদের পাকা ঘর করে দিচ্ছে শুনে আশাবাদী হোন আতেজান। তবে জীবদ্দশায় সেই আশা পূরণ হবে কি না, জানেন না এই বৃদ্ধা।
আতেজান বেওয়ার বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের কামনগর সোনার পাড়া গ্রামে। এক যুগ আগে তাঁর স্বামী জেহের আলী মারা যান। এরপর থেকে মানসিক প্রতিবন্ধী এক ছেলেকে নিয়ে স্বামীর ভিটাতেই বসবাস করছেন। অভাব–অনটনের মধ্যে জীবন যাপন করছেন।
পাঁচ মেয়ের বিয়ে দিতে পারলেও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বিপাকে পড়েন বৃদ্ধা। উপার্জনের অন্য কোনো পথ নেই। তাই বাড়িতে হাঁস-মুরগি পালন করে এবং এলাকার লোকজনের সহায়তায় কোনোরকমে টিকে রয়েছেন। যোগ্য হলেও এত দিন বয়স্ক ভাতা পাননি। মাত্র ছয় মাস আগে প্রতিবেশী অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের প্রচেষ্টায় ভাতার তালিকায় আতেজানের নাম উঠেছে।
সোমবার (২৬ জুলাই) বিকেলে সরেজমিনে বৃদ্ধা আতেজানের বাড়িতে গিয়ে তাঁর দুরবস্থা চোখে পড়ে। মাটির পুরোনো বাড়ি। টিনের চালা ভেঙে গেছে। দেয়ালের অনেক স্থানে ফাটল ধরেছে। ঘরের দরজা ভেঙে গেছে। কাঠের তৈরি জানালাও নষ্ট। ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এবং বৃষ্টির পানি পড়ায় চৌকি বসানো হয়েছে ঘরের বারান্দার এক কোণে। চৌকিতে বসে ছিলেন প্রতিবন্ধী ছেলে মাহাবুর রহমান (৪৫)। তার পাশেই রয়েছে হাঁস-মুরগি রাখার ঘর।
তিনি বলেন, মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তিনি খুব কষ্টে আছেন। ছেলে যখন কিছুটা স্বাভাবিক থাকেন, তখন মাঝেমধ্যে দিনমজুরের কাজ করেন। অবস্থা খারাপ হয়ে গেলে কোনো কাজ করতে পারেন না। মধ্যবয়সী ছেলেকেও তাঁকেই দেখেশুনে রাখতে হয়। তিনি আরও বলেন, সরকার অনেককে পাকা ঘর করে দিচ্ছে বলে তিনি শুনেছেন। পাকা ঘরে ঘুমানোর ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সরকারকে বলে তাঁর একটা পাকা ঘর করে দেওয়ার জন্য এই প্রতিবেদককে অনুরোধ করেন ওই বৃদ্ধা।
স্থানীয় ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলেন, আতেজান বেওয়ার থাকা ও খাওয়ার খুবই কষ্ট। কিছুদিন আগে তাঁর বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন তাঁর একটি ঘরের খুব প্রয়োজন। তাঁর ভাঙা বাড়ির ছবি তুলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ বলেন, বিষয়টি দেখা হবে। খাসজমিতে বাড়ি নির্মাণের প্রকল্প এই মুহূর্তে চালু রয়েছে। প্রাথমিকভাবে ওই বৃদ্ধাকে ঢেউটিন দিয়ে সহযোগিতা করা হবে।
বাগমারায় কোভিড-১৯ জনসচেতনতায় মাঠে উপজেলা প্রশাসন-বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারা:
সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়ন করতে অভিযানে নেমেছেন বাগমারার ইউএনও শরিফ আহম্মেদ। সোমবার বেলা ১২ টার দিকে ইউএনও শরিফ আহম্মেদ লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভবানীগঞ্জ বাজার সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন।
এর আগে ঈদের পর শুরু হওয়া লকডাউন যথাযথ ভাবে মেনে চলার জন্য ইউএনও’র অফিস থেকে জনসাধারনকে সচেতন করার জন্য মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচার প্রচারনা পরিচালনা করা হয়। কিন্তু এসব প্রচারনায় তেমন কোন কাজ না হওয়ায় সোমবার সকালে ইউএনও শরিফ আহম্মেদ ভবানীগঞ্জ বাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর অভিযান পরিচালনা করেন।
এ সময় মাস্ক না পরিধান করার জন্য অনেক যানবাহন চালককে কৈফিয়ত তলব করা হয় এবং স্বাস্থ্যবিধি না মেনে নিত্যপন্যের দোকানে কেনাকাটা করার অপরাধে বেশ কিছু দোকানীকে জরিমানা আদায় করা হয়। এ প্রসঙ্গে ইউএনও শরিফ আহম্মেদ জানান, করোনা সংক্রামনের হাত থেকে রেহাই পেতে সরকার যে কঠোর লকডাউন জারি করেছে।
আমরা মাঠ পর্যায়ে সরকার ঘোষিত এসব বিধিবিধান যথাযত ভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি আরো জানান, এই লকডাইন মেনে চলার কারণে যদি কেউ চরম ভাবে খাদ্য সংকটে পড়ে তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী ভাবে খাদ্য সরবরাহ করা হবে।
মাননীয় সংসদ সদস্য ইঞ্জি এনামুল হক জনগনের খাদ্য ও চিকিৎসা সহ অতীব প্রয়োজনীয় বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য আমাদের দিকনের্দশনা দিয়েছেন।
বাগমারার কৃষকরা পাটের আঁশ ছড়াতে ব্যস্ত সময় পার করছে-বাগমারা টাইমস
জাহিদুল ইসলাম মিঠুঃ
রাজশাহী জেলার কৃষি প্রধান উপজেলা বাগমারা।বাগমারা উপজেলায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়।
পাট কাটা শেষে বাগমারার কৃষকরা পাটের আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় করছেন।
বাগমারার কৃষকরা পাট কেটে পাট পানিতে কিছুদিন ডুবিয়ে রাখে যাকে গ্রাম্য ভাষায় বলা হয়, পাট জাক দেওয়া।
পাট সম্পুর্ণরুপে জাকে হলে পাট থেকে শ্রমিকরা পাটের আঁশ বের করে নেয়।কৃষকরা পাটের আঁশ গুলো বের করে নিয়ে রোদে শুকাতে দেয়।
রোদে পাটের আঁশ সম্পুর্ণরুপে শুকিয়ে গেলে সেটি বাজারজাত করা হয়।
বাগমারার গোয়ালকান্দি ইউনিয়নের উদপাড়া গ্রামের কৃষক মোঃ আবুল মোল্লাহ বলেন, আমি পাট চাষ করছি পাটের ভাল ফলন হয়েছে। পাটের দাম ভাল থাকলে লাভবান হব।
উদপাড়া গ্রামের শ্রমিক নেতা আজাদ আলী বলেন, আমরা শ্রমিকরা পাট এর আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছি। আমরা সকাল ৬টায় পাটের আঁশ ছড়ানোর কাজ শুরু করে দুপুর ১টা পর্যন্ত কাজ করি থাকি।
আমরা দৈনিক পাট ধোয়ার কাজ করে মজুরি পাই ৫০০ টাকা।
একেকজন শ্রমিক দিনে গড়ে ১৫থেকে ২০বিরা পাটের আঁশ ছড়াতে পারে।
উপজেলা উপসহকারি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, আমরা কৃষকদের পাট চাষের জন্য উদ্ভুদ্ব করেছি।
সরকারি প্রণোদনায় কৃষকদের মাঝে পাটের বীজ বিতরণ করেছি। বাগমারায় পাটের ভাল ফলন হয়েছে।
আশা করি বাগমারার কৃষকরা পাট চাষ করে লাভবান হবে।
রাজশাহীতে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক-বাগমারা টাইমস
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল শিশুপার্ক। রাজশাহী সিটি কর্পোরেশন পার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়ভাবে গড়ে তুলতে ৪ কোটি ৪২ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন কাজ করছে। পার্কটির উন্নয়ন কাজ যাতে দ্রুত শেষ করা যায়, তার নির্দেশনা দিতে ইতোমধ্যেই উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ২ দশমিক ১৪ এক জমির ওপর পার্কটি নির্মাণ করা হচ্ছে। উন্নয়ন কাজ শেষ হলে শেখ রাসেল শিশুপার্কটি হবে শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অন্যতম বিনোদন কেন্দ্র।
রাসিক সূত্র জানায়, মাননীয় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে শেখ রাসেল শিশুপার্কটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে সাজাতে নকশা তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের নকশা অনুযায়ী ঠিকাদারী প্রতিষ্ঠান সেই কাজ বাস্তবায়ন করছে। শেখ রাসেল শিশুপার্কে থাকবে উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক প্রবেশ গেট, ওয়াটার বডি, দৃষ্টিনন্দন সেতু। মুক্তমঞ্চ, সবুজায়ন, কৃত্রিম টিলা, শিশুদের জন্য বিভিন্ন রাইড, চলাচলের জন্য রাস্তা, পাবলিক টয়লেটসহ আধুনিক সুযোগ-সুবিধা।
এ ব্যাপারে মেয়র মহোদয় বলেন, নগরায়ণের কারণে শিশুদের খেলার জায়গা কমে যাচ্ছে, মানুষের আড্ডার জায়গা কমে যাচ্ছে। ফলে শিশু ও বয়স্কদের কথা চিন্তা করে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় শিশুপার্ক নির্মাণের এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে শেখ রাসেল শিশু পার্কের নির্মাণ কাজ এগিয়ে চলেছে।
ছবি: শেখ রাসেল শিশুপার্ক এর ডিজাইন।
বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্যসহ আটক ৭- বাগমারা টাইমস
নাজিম হাসান বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় অটো ছিনতাইকারী চক্রের সদস্য, চোলাইমদ ও জুয়ারীসহ সাত জনকে আটক করেছে পুলিশ। রবিবার ও শনিবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে হলেন, রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার এলাকার হাবিবুর রহমানের ছেলে নয়ন আলী (২০) একই এলাকার মৃত মাজেদুর রহমানের ছেলে রাব্বী হোসেন (২৮)। রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার তাহেরপুর পৌর বাসটার্মিনাল থেকে আটক করে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
জুয়ারীরা হলেন, শহিদুল ইসলাম (২৫) এবং শাহীন আলম (২৫)। তাদের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। শহিদুল ইসলাম গোয়ালপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে এবং শাহীন আলম একই গ্রামের ভাদু শেখ এর ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাগমারা থানায় ছিনতাইকারী ও জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে রোববার দুপুরে হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মচমইল রাজবাড়িতে অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃরা হলেন শ্রাবণী সরদার (২০) এবং আমিনুল ইসলাম (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মচমইল রাড়বাড়িতে অভিযান চালিয়ে চোলাইমদ ক্রয়ের সময় উপজেলার সৈয়দপুর চকপাড়া গ্রামের মৃত আব্দুল এর ছেলে আমিনুল ইসলামকে ৬ বোতলমদসহ গ্রেপ্তার করে।
পরে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বিদ্যুৎ সরদারের স্ত্রী শ্রাবণী সরদারের ঘর তল্লাসি করে ১৮ বোতল চোলাইমদ উদ্ধার করে পুলিশ। অপরদিকে উপজেলাা বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের মৃত আব্দুল মোল্লার ছেলে রফিকুল ইসলামকে ওয়ারেন্ট আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের রোববার দুপুর ১২ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
বাগমারায় নদীতে চামড়ার অপ্রয়োজনীয় অংশ ফেলা হয়েছে-বাগমারা টাইমস
মাহাফুজুর রহমান প্রিন্স,বাগমারা:
রাজশাহীর বাগমারায় নদীতে ফেলা চামড়াগুলো কোরবানীর পশুর পরিত্যাক্ত ও উচ্ছৃষ্ট অংশ। সেগুলো চামড়ার মূল অংশ ছিল না।
সরেজমিন দেখে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে, গত ২৪ জুলাই দৈনিক সানশাইনের অনলাইন সংস্করনে প্রকাশিত সংবাদে ”ক্রেতা নেই, চামড়া ফেলে দেওয়া হচ্ছে নদীতে” শিরোনামে প্রকাশিত সংবাদে নদীতে চামড়া ফেলার একটি সংবাদ প্রকাশ পাওয়ার পর বিষয়টি যাচাই করা হয়। চামড়া ফেলার সঙ্গে সংশ্লিষ্ট ও স্থানীয় ব্যক্তিরা জানান, ওই চামড়া গুলো ছিল কোরবানীর পশুর মাথার অপ্রয়োজনীয় অংশ। দূর্গন্ধ ছড়াতে পারে এমন আশংঙ্কায় সুইপার সেগুলো পাশ্ববতর্ী ফকিরানী নদীতে ফেলে দেয়।
অপর দিকে বাগমারায় কোরবানীর পশুর চামড়াগুলো ন্যায্য মূল্যে বিক্রি হয়েছে বলে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। হাটের ইজারাদাররা জানান, তারা চামড়ার অপ্রয়োজনীয় অংশ নদীতে ফেলার জন্য কাউকে নির্দেশ দেননি। বাজারে আসা চামড়াগুলো ন্যায্য দামে বিক্রি হয়েছে। এছাড়া খোঁজ নিয়ে আরো জানা গেছে, স্থানীয় বাজারে লবনের কোন সংকট নেই। এবারের কোরবানীর চামড়াগুলো যথাযত প্রক্রিয়ায় লবন দিয়ে সংরক্ষন করা হয়েছে।
বাগমারার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন-বাগমারা টাইমস
রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের খালিশপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মোল্লা শনিবার দিনগত রাত ৩ টার সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মুক্তিযোদ্ধা আছির উদ্দিন মৃত্যুকালে ১ স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল রবিবার বেলা ২টার সময় খালিশপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন করা হয়েছে। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাক আহম্মেদ, ঝিকরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুুুুক্তিযোদ্ধা আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বাগমারা গোবিন্দপাড়ায় বিয়ের দাবিতে মেয়ের অনশন-বাগমারা টাইমস
আশিক ইসলাম স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজানপাড়া গ্রামের মমতাজে হোসেন এর ছেলে মিলন হোসেন (২৭)এর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তার বাড়িতে একই জেলার পুঠিয়া উপজেলার চিতলপুকুর গ্রামের মুক্তার হোসেন এর মেয়ে মোছাঃ মুক্তি খাতুন (২৬)গত ৩দিন থেকে বিয়ের দাবিতে অনশন করছে।
এবিষয়ে মেয়ে মুক্তির সাথে কথা বললে তিনি বলেন মিলন এবং আমি একই বিষয়ে একই কলেজে পড়াশোনা করছি।দীর্ঘ দিন থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের কথা বলে তার বাসাই আসতে বললে আমি তার বাসাই আসি।আমি মিলনের বাসাই আসলে সে আমাকে রেখে বাসা থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ এর সাথে কথা বললে তিনি বলেন আমি হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলামকে এখনই বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
বাগমারায় কুরবানির চামড়া ক্রেতা না থাকায় ফেলে দিচ্ছে নদীতে-বাগমারা টাইমস
এইচ এম শাহাদাতঃ
রাজশাহী বাগমারা উপজেলা কুরবানির পশুর চামড়ার দাম নেই,ক্রেতাও আসছেন না।
গতকাল পবিত্র ঈদুল আযহা মুসলমানদের দ্বিতীয় উৎসব যা পশু কুরবানির মধ্যে অন্যতম। বাগমারা উপজেলা ১৬ টি ইউনিয়ন ২ টি পৌরসভা রয়েছে উপজেলা বাজার গুলো ঘুরে বাগমারা টাইমস প্রতিনিধিদের নজরে আসে বাজারে চামড়া নিয়ে আসলেও ক্রেতা নেই আবার মুল্য অনেক সামান্য যা ছাগলের চামড়া ১ কাপ ১০ টাকা সমান গরুর চামড়া ২৫০/৩০০ টাকা তবুও ক্রেতা নেই। বর্তমান সময়ে লকডাউন শীতিল করা হয়েছে এবং গত দুই বছর থেকে দেশে চামড়া মুল্য অনেক কম।
অনেকে বাজারে নিয়ে এসে ক্রেতা না পেয়ে ফেলে রেখে চলে গেছেন অনেকেই।
এসব চামড়া নিয়ে বিপাকে পড়েছেন হাটকমিটি। নিরুপায়ে চামড়াগুলো ফেলে দিচ্ছেন নদীতে। অনেকে মাটিতে পুঁতে রাখছেন এসব চামড়া। আজ বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ সেতু থেকে চামড়া ফেলা হচ্ছে ফকিন্নি নদীতে।
আলোকনগর হামিরকুৎসা ঈদগাঁ মাঠে আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ এর উদ্যোগে মাস্ক বিতারণ
নিজস্ব প্রতিবেদকঃ
দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা পরিস্থিতি, করোনা মহামারী সংক্রমণ ঠেকাতে লকডাউন, বিশেষ লকডাউন, কঠোর লকডাউন শেষে পবিত্র ঈদুল আযহা উপক্রম করে শিথিল করা হয়েছে। লকডাউনে,করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের কোন বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা।
আজ বুধবার, পবিত্র ঈদুল আজহা উপক্রম করে রাজশাহী জেলা বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন ঈদগাহ মাঠে মুসলমানদের দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭.৩০ মিনিট এ অনুষ্ঠিত ঈদের নামাযকে কেন্দ্র করে আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ এর নেতৃত্বে শতভাগ মাস্ক বিতারণ করা হয়।
আল্লাহ ভরসা মৎস্য আড়ৎ মালিক মোহাম্মদ আলী বাবু বলেন, সারাদেশে করোনা পরিস্থিতি ও মাস্ক ব্যবহার একটি সঠিক পদক্ষেপ যা করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে কমতে পারে করোনা সংক্রমণ যা বাংলাদেশ তথা বাগমারা মানুষের করোনা পরিস্থিতি প্রতিরোধে এগিয়ে আসবে।
এ সময় তিনি আরও বলেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে মাস্ক ও সরকারি বিধিনিষেধ মেনে চলুন।