বাগমারার গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক-বাগমারা টাইমস
নাজিম হাসানঃ
রাজশাহীতে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে অভিযান চালিয়ে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, জেলার বাগমারা উপজেলার সারন্দী মধ্যপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে শামীম রেজা (২৮) ও সারন্দী নিশুপাড়া গ্রামের মোঃ ইসহাক আলীর ছেলে সাগর(২২)। নগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে জানায়, গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তাঁর টিম ৩১ জুলাই মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে পবা থানার মধুসুদনপুর এলাকায় দুইজন ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এবং ডিবি পুলিশের ওই টিম বিকেল সাড়ে ৫ টার দিকে,ঘটনাস্থলে পৌঁছে শামীম রেজা ও সাগরকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ব্যাপারে পবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।