সর্বশেষ খবর

লকডাউন বাড়লো ১০ আগস্ট পর্যম্ত-বাগমারা টাইমস





বাংলাদেশে চলমান লকডাউন সময় ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠকের পর মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

চলমান লকডাউনের মেয়াদ ছিল ৫ই অগাস্ট মধ্যরাত পর্যন্ত। এখন সেই লকডাউনের সময় ১০ই অগাস্ট পর্যন্ত বাড়ানো হল।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মি: হক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১১ই অগাস্ট থেকে দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলবে। সেই সময় থেকে শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলও করবে।


তিনি বলেছেন, ১১ই অগাস্টের পর বিধিনিষেধ শিথিল থাকবে। তবে ১৮ বছরের বেশি বয়সীরা টিকা নেয়া ছাড়া রাস্তায় বের হতে পারবে না।


তিনি উল্লেখ করেছেন, কেউ টিকা না নিয়ে বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।