বাগমারায় পানিতে ডুবে শিশুর মৃত্যু-বাগমারা টাইমস
এইচ এম শাহাদতঃ
রাজশাহীর বাগমারায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজের পর শিশুর ভাসমান লাশ পাওয়া যায়। ওই শিশুর নাম আমির হামজা (৪)। সে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে শিশু বাড়ি থেকে নিখোঁজ হয় পরিবারের লোকজন তাকে খোঁজেও পাচ্ছিল না। সন্ধ্যায় বাড়ির পাশের বিলের পানিতে শিশুর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।
ততোক্ষণে শিশু আমির হামজা মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পানিতে ডুবে মারা যাওয়ার বিষয় নিশ্চিত হওয়ার পর লাশ দাফনের অনুমতি দেয়।
শিশুর মা শিউলি বেগম জানান, বাড়িতে খেলা করা অবস্থায় শিশু অসাবধান বশত গড়ে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে যায়।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, শিশুটি বাড়ির পাশের পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি মর্মান্তিক বলে মন্তব্য করেন।