সর্বশেষ খবর

বাগমারা উপজেলার সমন্ময় কমিটির সভা- বাগমারা টাইমস


মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ

বাগমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার, (১লা আগস্ট) পরিষদ মিলনায়তনে উপজেলা সমন্ময় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. রাজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। 


সভায় শোকের মাস আগস্টকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য প্রস্তুতি গ্রহন ও মহামারি করোনা ভাইরাসের সংক্রামন থেকে সুরক্ষার জন্য বাগমারার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে শতভাগ করোনার টিকা প্রদান কার্যক্রমকে সফল করার জন্য বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করা হয়।