ব্যাট মেরামতে পাঠিয়ে ফেরত পেলেন ভাঙ্গা ব্যাট-বাগমারা টাইমস
ক্রিড়া ডেক্সঃ
আগামী ৮ জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা মোহাম্মদ সাইফউদ্দিনের। এই সফরকে সামনে রেখে নিজের ব্যাট মেরামত করতে পাঠিয়েছিলেন রাজশাহীতে। ফেনী থেকে এস এ পরিবহনে পাঠানো সে ব্যাট দুটি মেরামতের পরিবর্তে ফেরত পান ভাঙা অবস্থায়। এই অলরাউন্ডারের দাবি, এস এ পরিবহনের অসতর্কতার কারণেই এমনটা ঘটেছে।
ব্যাট দুটি সাইফউদ্দিন পেয়েছিলেন সাকিব আল হাসানের কাছ থেকে। যে কারণে একটু বেশিই পছন্দের ছিলো ব্যাটগুলো। ফেসবুকে তিনি লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে দুটি ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে। কিন্তু মেরামতের পরিবর্তে ব্যাট-এর অবস্থা (ছবিতে)। এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
এ ব্যাপারে এস এ পরিবহনের সঙ্গে কথা বলেও কোনো সদুত্তর পাননি সাইফউদ্দিন, ‘আমি এস এ পরিবহনে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা পরিষ্কার করে কিছু বলেনি। একবার বলেছিল গাড়ি দুর্ঘটনা হয়েছে। গাড়ি দুর্ঘটনা হলে তো ব্যাটের এমন চেহারা হওয়ার কথা না। আর এসব তো আমার দেখার বিষয় না। জিনিসটা নিরাপদে পৌঁছে দেওয়াই তাদের দায়িত্ব।’
জিম্বাবুয়ে সিরিজের জন্যে ইতিমধ্যে দেশটিতে পৌঁছে গেছে টেস্ট দল। ৮ জুলাই যাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ওস্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। তার আগে এমন ঘটনা নিঃসন্দেহে বিপাকে ফেলবে এই পেস অলরাউন্ডারকে।
কপিঃ চ্যানেল ২৪