সর্বশেষ খবর

বাগমারা উপজেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-বাগমারা টাইমস



আবু রায়হান সরকারঃ

রাজশাহীর বাগমারায় উপজেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ ঘটিকায় আউচপাড়া ইউনিয়নের (ওয়ার্ড ০৯) মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক  আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা কৃষকলীগের সহ-সভাপতি মহসিন আলী প্রামানিক, বাগমারা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক আফছার আলী, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি ও ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল হোসেন,এবং অত্র ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি মোজাফফর হোসেন,


এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য সিরাজ উদ্দিন কবিরাজ,আওয়ামীলীগ নেতা জাবেদ আলী,আব্দুল বারী, ও প্রবীণ আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য আগামী ৬ আগস্ট উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।