বাগমারায় বিকল্প পদ্ধতিতে আদা চাষ- বাগমারা টাইমস
মাহফুজুর রহমান প্রিন্স, বাগমারাঃ
প্রয়োজন নেই কোন জমি বা হাল চাষ। এবার বসতবাড়ির আনাচে কানাচে বস্তায় আদা চাষ করে সফল হয়েছেন উপজেলার কুলিবাড়ি পূর্বপাড়া গ্রামের উদ্যোক্তা আরিফুল ইসলাম রিপন। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। জমিজমা তেমন নেই। তারপরও থেমে নেই রিপনের উদ্যোগ। তিনি নিজ বসতবাড়ির চারিপাশে এবার তিনশ' বাস্তায় আদা চাষ করে সফল হয়েছে। ফেলে দেওয়া সিমেন্টর বস্তা কিংবা অল্পদামে কেনা সারের বস্তায় বালি মাটি জৈবসার ও অন্যান্য উপাদান মিশিয়ে তিনশ বস্তায় আদা চাষ করেছেন রিপন।
তিনি ইউটিউব থেকে এই পদ্ধতি জেনে তা বাস্তবায়নের কাজে হাত দেন। তবে বস্তা ছাড়াও ফেলে দেওয়া পানির বোতল টব ছাড়াও মোটা পলিথিনের ব্যাগেও একই পদ্ধতিতে আদা চাষ করা সম্ভব বলে জানান রিপন। তিনি আরো জানান যারা শহরে বাস করেন তারা চাইলে বাড়ির ছাদে এই পদ্ধতিতে খুব অল্প খরচে ও অল্প পরিশ্রমে আদা চাষ করতে পারেন। বীজ আদা তিন টুকরো করে বালি মিশ্রিত বস্তায় লাগাতে হয়।
পরে অল্প পানি ছিটিয়ে দিয়ে রাখলে অল্প দিনের মধ্যেই গাছ গজিয়ে যায়। এভাবে বস্তা বা টবে রোপিত আদা গাছের বিশেষ কোন যত্নের প্রয়োজন পড়ে না। তবে গাছ যাতে ছায়া ও স্যাতস্যেতে জায়গায় না থাকে তা খেয়াল রাখতে হবে। উন্মুক্ত স্থান যেখানে আলো বাতাস পড়ে এমন জায়গায় এসব বস্তা বা টব রাখতে হবে। আদার বিশেষ কোন রোগবালাই নেই ।
তবে আলো বাতাস কম পেলে রাইজম জট নামে পাতা হলুদ বর্ণের এক রোগ হবে পারে। উদ্যোক্তা রিপন জানান, এবার তিনি তিনশ বস্তায় আদা চাষ করেছেন। আগামীতে আরো ছয়শ বস্তায় আদা চাষ করবেন। এবারের আদা থেকে কমবেশি রিপন ৩০ থেকে ৪০ হাজার টাকার আদা বিক্রি করতে পারবেন । স্থানীয় হাটে ভালো মানের আদা প্রতি কেজি এখন একশ টাকা।