বাগমারা উপজেলা যুবদলের ৬ সদস্য এর আহ্বায়ক কমিটির অনুমোদন. বাগমারা-টাইমস!
এইচ এম শাহাদত (বাগমারা)
রাজশাহী বাগমারা উপজেলা যুবদলের ৬সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে রাজশাহী জেলা ও কেন্দ্রীয় যুবদল।
উক্ত আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (বাসুপাড়া ইউ পি) ও ২য় যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন (নরদাশ ইউ পি) এবং জাহাঙ্গীর আলম (হামিরকুৎসা ইউ পি), সোহেল রানা (মাড়িয়া ইউ পি), রুবেল হোসেন (মাড়িয়া) মামুনুর রশিদ মামুন (আউচপাড়া) কে সদস্য মনোনীত করে বাগমারা উপজেলা যুবদলের ৬ সদস্যের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি'র সভাপতি সাইফুল আলম নীরব , সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু , সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত ।