সর্বশেষ খবর

শুভ ডাঙ্গা ইউনিয়নের ভিজিবি চাল বিতরনের শুভ উদ্বোধন. বাগমারা-টাইমস!

 


এইচ এম শাহাদত (বাগমারা)

আজ ২৩-০৩-২০২১ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় শুভ ডাঙ্গা ইউনিয়নের ভিজিবি চালের শুভ উদ্বোধন  করা হয়েছে । 

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র জনাব আব্দুল মালেক মন্ডল ,ও গোয়ালকান্দী যুবলিগের সভাপতি মোঃ সোহেল রানা ,  শুভ ডাঙ্গা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম । ও কাচারী কোয়ালী পাড়া ইউনিয়ন এর মাটি ও মানুষের নেতা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাবিবুর রহমান সহ আরো সম্মানিত ।।

এ সময় জন পতি ৩০ কেজি করে ভিজিবি এর চাল বিতরন করা হয়।