বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু ও সম্পাদক জাহানারা বেগম নির্বাচিত।
এইচ এম শাহাদত হোসেনঃ
বাগমারাঃ
আজ শনিবার রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনসহ এ সম্মিলন অনুষ্ঠিত হয়।
সাত বছর পর তৃতীয় বারের মতো উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনস্থল সহ উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান রাস্তায় নির্মান করা হয়েছে তোরণ। ত্রি-বাষিক সম্মেলনে জেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে তাদের শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগ সহ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ণিল সাজে সাজানো হয়েছিলো উপজেলা সদর ভবানীগঞ্জ।
মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে ঘিরে ছিলো ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে বিরাজ উৎসাহ আর উদ্দীপনা।
উক্ত সম্মেলনে উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল সদস্য, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটির মোট ৫০১ জন সদস্য কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশন ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে হলেও দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে পরে উপজেলা দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে এ দ্বিতীয় অধবেসন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মর্জিনা পারভিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলোন , বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি এ্যাড. আদিবা আনজুম মিতা এমপি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আক্তার মিতা। সম্মেলনে ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড মহিলা লীগের সমার্থনে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু ও সাধারন সম্পাদক জাহানারা বেগম নির্বাচিত হন।