সর্বশেষ খবর

ফুলে ফুলে ছেয়ে গেছে গোয়ালকান্দী ইউনিয়নের আম বাগান গুলো. বাগমারা-টাইমস!


এইচ এম শাহাদত (বাগমারা)

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে ব্যপকহারে আম চাষ হয়ে থাকে।গোয়ালকান্দি রাজবাড়ীর পাশে রয়েছে অনেক এলাকাজুড়ে একটি বড় আম বাগান।

গোয়ালকান্দি এই আমবাগানে রয়েছে রাজার আমলে রোপনকৃত বিশাল বিশাল আম গাছ।

গোয়ালকান্দি আম বাগানের পূর্ব-উত্তরদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি উদপাড়া গ্রাম। উদপাড়া গ্রামের আনাছে কানাছে রয়েছে প্রচুর আমবাগান।

এছাড়াও গোয়ালকান্দি ইউপি বিভিন্ন গ্রামে রয়েছে প্রচুর আমবাগান। গোয়ালকান্দি ইউপি বিভিন্ন আম বাগানে দেখা যাচ্ছে সোনালী আমের মুকুলে ভরে উঠেছে। সেই মুকুলের সুভাষ ছড়াচ্ছে এলাকা জুড়ে।

এবার অবাহাওয়ার ভালো থাকায় প্রতিটি আম গাছগুলো মুকুলময় হয়ে গেছে।



গোয়ালকান্দি ইউপির উদপাড়া গ্রামের আম চাষী আলহাজ্ব হামিদুর রহমান খাঁন বলেন, আমার আম গাছগুলিতে খুব ভাল মুকুল আসছে।

ইতিমধ্যে আমি আমার আম গাছে ২বার ঔষুধ দিয়েছি আশা করি আমার আম গাছে ভাল আম ধরবে।

উদপাড়া আরেক আম চাষী লুৎফর রহমান বলেন , এবার এই মৌসুমে আমার আম গাছগুলোত খুব ভাল ও শক্তিশালী মুকুল দেখতে পাচ্ছি আশা করি আমের বাম্পার ফলন হবে।

গোয়ালকান্দি ইউপির আম চাষিরা আশা করছেন গত বারের চেয়ে এবার অনেক বেশি আম গাছে মুকুল এসেছে। তবে অবাহাওয়া ভাল থাকলে আম চাষিরা অনেক বেশি লাভবান হব।

বাগমারা উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, অবাহাওয়া এখন পর্যন্ত অনুকুলে রয়েছে। কৃষকরা নিজ নিজ আম বাগানের পরিচর্যা শুরু করেছে। অনেক গাছেই দেখা দিতে শুরু করেছে মুকুল। তিনি বলেন এ বছর প্রচুর পরিমান আম গাছে মুকুল ফুটেছে আমের বাম্পার ফলন হবে।