সর্বশেষ খবর

গোয়ালকান্দী ইউনিয়ন এ স্মার্ট কার্ড বিতরণ. বাগমারা-টাইমস!



এইচ এম শাহাদত (বাগমারা)

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয় সোমবার । এসময় উপস্থিত ছিলেন গোয়ালকান্দী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ আলমগীর সরকার তিনি নির্বাচন কমিশনার  এর পক্ষ থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। 




বুধবার  সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পযন্ত ইউনিয়ন পরিষদ অফিসে আধুনিক পরিচয়পত্র স্মার্টকার্ড বিতরণ করা হয়। এই আধুনিক যা সুবিধা থাকছে পাসপোর্ট করা ও নবায়ন, চাকরির আবেদন, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসহ ২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে এ স্মার্টকার্ড প্রয়োজন হবে। আধুনিক এ পরিচয়পত্র স্মার্ট কার্ডে ব্যক্তির নাম, মা-বাবার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। সেই সঙ্গে কার্ডের পেছনে রয়েছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্য ভাণ্ডারে ৩১ ধরনের তথ্য থাকছে, যা মেশিনের মাধ্যমে পাঠযোগ্য হবে।